ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 7 pm
টপ নিউজ় @ সন্ধ্যা 7 টা
author img

By

Published : Sep 1, 2020, 7:01 PM IST

1. পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রণব মুখোপাধ্যায়ের

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য ৷ গান স্যালুটে বিদায় জানানো হল দেশের 13 তম রাষ্ট্রপতিকে ৷

2. সকলকে সঙ্গে নিয়ে চলার দক্ষতা ছিল, প্রণব মুখোপাধ্যায়ের প্রশংসায় অমিত

গোটা দেশের জন্য এ এক গভীর দুঃখের সময় ৷ প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণের পর এক ভিডিয়ো বার্তায় একথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শোকবার্তায় তিনি বললেন, "পক্ষে হোক বা বিপক্ষে, নীতি-নির্ধারণে যে কোনও আলোচনা করার হোক বা নিজে কোনও নীতিনির্ধারণ করা হোক, প্রতিটি ক্ষেত্রে প্রণবদার অভিজ্ঞতা নজরে আসত ৷ সকলকে সঙ্গে নিয়ে চলার দক্ষতা ছিল। ক্ষমতায় থাকার সময়ও বিরোধীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতেন। আবার নিজে বিরোধী থাকাকালীন গঠনমূলক কাজ থেকে দূরে থাকেননি।"

3. দুর্গাপুজোয় থাকবেন না পল্টুদা, মন খারাপ মিরাটির

অনেকেই বলছেন, তিনি আসা মানেই তাঁদের পুজো শুরু । কিন্তু, এবার পুজোতে তিনিই থাকবে না । তাই মন খারাপ মিরাটির বাসিন্দাদের ।

4. "পরিবারকে কখনই ভুলে যায়নি দাদা"

তিনি ভারতের মন্ত্রী ছিলেন ৷ রাষ্ট্রপতি ছিলেন ৷ ভারতের রাজনীতির একটি বিরাট অধ্যায়জুড়ে তাঁর কাজ ৷ কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ছিলেন প্রকৃত পারিবারিক ব্যক্তি ৷ রাজনৈতিক জীবনে দাদা যতই ব্যস্ত থাকুন না কেন পরিবারের সব সময় খেয়াল রাখতেন। তিনি আপনজনদের সবসময় খোঁজখবর রাখতেন । বললেন বোন স্বাগতা দাস মুখোপাধ্যায় ৷

5. ভারতীয় সীমানায় অনুপ্রবেশের চেষ্টা করেনি PLA, দাবি চিনা কূটনীতিকের

এর আগে ভারতীয় সেনা জানিয়েছিল, পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন করেছে PLA । লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি । ঘটনাটি 29-30 অগাস্ট রাতের ৷

6. ফেসবুক, হোয়াটসঅ্যাপের কার্যক্রমের তদন্তের দাবি রাহুলের

টুইটে রাহুল গান্ধি লেখেন, 'কোনও বিদেশি সংস্থাকে দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। এদের কার্যক্রমের তদন্ত করতেই হবে। দোষী সাব্যস্ত হলে শাস্তির ব্যবস্থা করতে হবে'।

7. চিনের সঙ্গে লাদাখ সীমান্ত সংঘাতে পদক্ষেপ করতে দ্বিধাগ্রস্ত ভারত : অ্যান্টনি

পূর্ব লাদাখে চিনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন প্রায় চার মাস ধরে চলছে । সেক্ষেত্রে ভারত সরকার সেরকম কোনও পদক্ষেপ করেনি বলে জানাচ্ছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি । এই বিষয় নিয়ে আলোচনায় অমিত অগ্নিহোত্রী ।

8. নদীতে তলিয়ে যাওয়া থেকে তিন মৎস্যজীবীকে বাঁচাল BSF

BSF-র SI অশোক কুমারের নেতৃত্বে দুই জওয়ান স্পিড বোট নিয়ে ওই তিন মৎস্যজীবীকে উদ্ধার করেন ৷ পরে তাঁদের রানিনগর ব্লক হাসপাতালে ভরতি করা হয় ৷

9. দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ, আজ নামছেন সেরেনা ও সুমিত

211 দিন পর ফিরেছে গ্র্যান্ড স্ল্যাম টেনিস ৷ জৈব সুরক্ষিত স্টেডিয়ামে মাস্ক ও দর্শকের অনুপস্থিতিতে নিউইয়র্কে শুরু হয়েছে US ওপেনের আসর ৷

10. বাচ্চাদের জন্য বই লিখলেন করণ, কবে পাবে মুক্তি ?

বাচ্চাদের জন্য বই লিখছেন করণ জোহর । সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করলেন স্বয়ং পরিচালক-প্রযোজক ।

1. পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য প্রণব মুখোপাধ্যায়ের

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য ৷ গান স্যালুটে বিদায় জানানো হল দেশের 13 তম রাষ্ট্রপতিকে ৷

2. সকলকে সঙ্গে নিয়ে চলার দক্ষতা ছিল, প্রণব মুখোপাধ্যায়ের প্রশংসায় অমিত

গোটা দেশের জন্য এ এক গভীর দুঃখের সময় ৷ প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণের পর এক ভিডিয়ো বার্তায় একথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শোকবার্তায় তিনি বললেন, "পক্ষে হোক বা বিপক্ষে, নীতি-নির্ধারণে যে কোনও আলোচনা করার হোক বা নিজে কোনও নীতিনির্ধারণ করা হোক, প্রতিটি ক্ষেত্রে প্রণবদার অভিজ্ঞতা নজরে আসত ৷ সকলকে সঙ্গে নিয়ে চলার দক্ষতা ছিল। ক্ষমতায় থাকার সময়ও বিরোধীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখতেন। আবার নিজে বিরোধী থাকাকালীন গঠনমূলক কাজ থেকে দূরে থাকেননি।"

3. দুর্গাপুজোয় থাকবেন না পল্টুদা, মন খারাপ মিরাটির

অনেকেই বলছেন, তিনি আসা মানেই তাঁদের পুজো শুরু । কিন্তু, এবার পুজোতে তিনিই থাকবে না । তাই মন খারাপ মিরাটির বাসিন্দাদের ।

4. "পরিবারকে কখনই ভুলে যায়নি দাদা"

তিনি ভারতের মন্ত্রী ছিলেন ৷ রাষ্ট্রপতি ছিলেন ৷ ভারতের রাজনীতির একটি বিরাট অধ্যায়জুড়ে তাঁর কাজ ৷ কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ছিলেন প্রকৃত পারিবারিক ব্যক্তি ৷ রাজনৈতিক জীবনে দাদা যতই ব্যস্ত থাকুন না কেন পরিবারের সব সময় খেয়াল রাখতেন। তিনি আপনজনদের সবসময় খোঁজখবর রাখতেন । বললেন বোন স্বাগতা দাস মুখোপাধ্যায় ৷

5. ভারতীয় সীমানায় অনুপ্রবেশের চেষ্টা করেনি PLA, দাবি চিনা কূটনীতিকের

এর আগে ভারতীয় সেনা জানিয়েছিল, পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘন করেছে PLA । লেকের দক্ষিণ দিক থেকে অনুপ্রবেশের চেষ্টা করে তারা ৷ তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি । ঘটনাটি 29-30 অগাস্ট রাতের ৷

6. ফেসবুক, হোয়াটসঅ্যাপের কার্যক্রমের তদন্তের দাবি রাহুলের

টুইটে রাহুল গান্ধি লেখেন, 'কোনও বিদেশি সংস্থাকে দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। এদের কার্যক্রমের তদন্ত করতেই হবে। দোষী সাব্যস্ত হলে শাস্তির ব্যবস্থা করতে হবে'।

7. চিনের সঙ্গে লাদাখ সীমান্ত সংঘাতে পদক্ষেপ করতে দ্বিধাগ্রস্ত ভারত : অ্যান্টনি

পূর্ব লাদাখে চিনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন প্রায় চার মাস ধরে চলছে । সেক্ষেত্রে ভারত সরকার সেরকম কোনও পদক্ষেপ করেনি বলে জানাচ্ছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি । এই বিষয় নিয়ে আলোচনায় অমিত অগ্নিহোত্রী ।

8. নদীতে তলিয়ে যাওয়া থেকে তিন মৎস্যজীবীকে বাঁচাল BSF

BSF-র SI অশোক কুমারের নেতৃত্বে দুই জওয়ান স্পিড বোট নিয়ে ওই তিন মৎস্যজীবীকে উদ্ধার করেন ৷ পরে তাঁদের রানিনগর ব্লক হাসপাতালে ভরতি করা হয় ৷

9. দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ, আজ নামছেন সেরেনা ও সুমিত

211 দিন পর ফিরেছে গ্র্যান্ড স্ল্যাম টেনিস ৷ জৈব সুরক্ষিত স্টেডিয়ামে মাস্ক ও দর্শকের অনুপস্থিতিতে নিউইয়র্কে শুরু হয়েছে US ওপেনের আসর ৷

10. বাচ্চাদের জন্য বই লিখলেন করণ, কবে পাবে মুক্তি ?

বাচ্চাদের জন্য বই লিখছেন করণ জোহর । সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করলেন স্বয়ং পরিচালক-প্রযোজক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.