ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

author img

By

Published : Aug 2, 2020, 7:06 PM IST

Updated : Aug 2, 2020, 7:26 PM IST

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 7 pm
টপ নিউজ় @ সন্ধে 7 টা

1. কোরোনাকে জয় করে বাড়ি ফিরলেন অমিতাভ

এতদিন লড়াইয়ের পর অবশেষে কোরোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন । আজ টুইট করে একথা জানান অভিষেক নিজেই ।

2. শাহর দ্রুত আরোগ্য কামনায় টুইট মমতার

আজ বিকেলে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এরপর তাঁর আরোগ্য কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

3. কোরোনায় আক্রান্ত অমিত শাহ

কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিছুক্ষণ আগে তিনি নিজে টুইট করে জানান একথা । আপাতত সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন ।

4. তথ্য গোপন নিয়ে ফের রাজ্যকে আক্রমণ, টুইট রাজ্যপালের

বিভিন্ন বিষয়ে তথ্য গোপন করে দুর্নীতিকে জন্ম দিচ্ছে রাজ্য সরকার । এমনটাই অভিযোগ তুলে আজ ফের টুইট করে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

5. বেলে পাথরের উপর খোদাই, চূড়ান্ত পর্যায়ে রামমন্দিরের ভাস্কর্যের কাজ

5 অগাস্ট ভূমিপুজো । জোরকদমে চলছে মন্দিরের স্থাপত্যের কাজ । রামমন্দির পাথর খোদাই কর্মশালার শিল্পী হনুমান যাদব জানাচ্ছেন, মন্দিরের প্রথমতলার নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত স্তম্ভ ও পাথরের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে ।

6. "চারবার লকডাউনের দিনক্ষণ পালটানো হয়েছে, আরেকবার করলে কী হত ?"

অযোধ্যায় 5 অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো ৷ সাধারম মানুষের স্বার্থে ওইদিন রাজ্য সরকার লকডাউন তুলে নিক- চাইছেন দিলীপ ঘোষ ৷

7. মমতাকে নিয়ে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ, গ্রেপ্তার BJP সমর্থক

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্যবাসীকে পাকিস্তান চলে যেতে বলে ফেসবুকে ভিডিয়ো পোস্ট BJP সমর্থকের ৷ স্থানীয় তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ওই BJP সমর্থক ৷

8. বহরমপুরে অধীরের বাড়িতে হামলা

গতকাল রাত 11 টা 40 মিনিট নাগাদ কয়েকজন দুষ্কৃতী বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে অধীর চৌধুরির বাড়িতে হামলা চালায় ৷ ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের ৷

9. বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুলিবিদ্ধ 2

এলাকা দখল নিয়ে সংঘর্ষ শুরু হয় মূল তৃণমূল ও তৃণমূল যুব-র মধ্যে ৷ ঘটনায় দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটানাস্থানে পৌঁছেছে পুলিশ ৷

10. "নির্দোষ হলে লুকোচুরি খেলা বন্ধ করুন", রিয়ার উদ্দেশে বিহারের DGP

কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়া চক্রবর্তীকে । যদিও তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । সম্প্রতি সংবাদিকের মুখোমুখি হয়ে একথা জানান বিহার পুলিশের DG গুপ্তেশ্বর পান্ডে ।

1. কোরোনাকে জয় করে বাড়ি ফিরলেন অমিতাভ

এতদিন লড়াইয়ের পর অবশেষে কোরোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন । আজ টুইট করে একথা জানান অভিষেক নিজেই ।

2. শাহর দ্রুত আরোগ্য কামনায় টুইট মমতার

আজ বিকেলে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এরপর তাঁর আরোগ্য কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

3. কোরোনায় আক্রান্ত অমিত শাহ

কোরোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিছুক্ষণ আগে তিনি নিজে টুইট করে জানান একথা । আপাতত সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন ।

4. তথ্য গোপন নিয়ে ফের রাজ্যকে আক্রমণ, টুইট রাজ্যপালের

বিভিন্ন বিষয়ে তথ্য গোপন করে দুর্নীতিকে জন্ম দিচ্ছে রাজ্য সরকার । এমনটাই অভিযোগ তুলে আজ ফের টুইট করে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

5. বেলে পাথরের উপর খোদাই, চূড়ান্ত পর্যায়ে রামমন্দিরের ভাস্কর্যের কাজ

5 অগাস্ট ভূমিপুজো । জোরকদমে চলছে মন্দিরের স্থাপত্যের কাজ । রামমন্দির পাথর খোদাই কর্মশালার শিল্পী হনুমান যাদব জানাচ্ছেন, মন্দিরের প্রথমতলার নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত স্তম্ভ ও পাথরের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে ।

6. "চারবার লকডাউনের দিনক্ষণ পালটানো হয়েছে, আরেকবার করলে কী হত ?"

অযোধ্যায় 5 অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো ৷ সাধারম মানুষের স্বার্থে ওইদিন রাজ্য সরকার লকডাউন তুলে নিক- চাইছেন দিলীপ ঘোষ ৷

7. মমতাকে নিয়ে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ, গ্রেপ্তার BJP সমর্থক

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজ্যবাসীকে পাকিস্তান চলে যেতে বলে ফেসবুকে ভিডিয়ো পোস্ট BJP সমর্থকের ৷ স্থানীয় তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ওই BJP সমর্থক ৷

8. বহরমপুরে অধীরের বাড়িতে হামলা

গতকাল রাত 11 টা 40 মিনিট নাগাদ কয়েকজন দুষ্কৃতী বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে অধীর চৌধুরির বাড়িতে হামলা চালায় ৷ ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের ৷

9. বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গুলিবিদ্ধ 2

এলাকা দখল নিয়ে সংঘর্ষ শুরু হয় মূল তৃণমূল ও তৃণমূল যুব-র মধ্যে ৷ ঘটনায় দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটানাস্থানে পৌঁছেছে পুলিশ ৷

10. "নির্দোষ হলে লুকোচুরি খেলা বন্ধ করুন", রিয়ার উদ্দেশে বিহারের DGP

কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না রিয়া চক্রবর্তীকে । যদিও তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । সম্প্রতি সংবাদিকের মুখোমুখি হয়ে একথা জানান বিহার পুলিশের DG গুপ্তেশ্বর পান্ডে ।

Last Updated : Aug 2, 2020, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.