ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

মুখ্যমন্ত্রীদের কী আবেদন করলেন প্রধানমন্ত্রী ? ভারত-চিন সংঘর্ষে শহিদ কত জন ? মুকুল রায় প্রসঙ্গে কী বললেন দিলীপ ঘোষ ? ফ্যানেদের উপর সুশান্তের মৃত্যুর প্রভাব কতটা ? একনজরে জেনে নিন সন্ধ্যে 7 টার সেরা দশ খবর ৷

author img

By

Published : Jun 16, 2020, 6:59 PM IST

Top News @ 7 PM
টপ নিউজ় @ সন্ধ্যে 7 টা

1. কোরোনার বাস্তব পরিস্থিতি জানান, মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন প্রধানমন্ত্রীর

কোরোনা পরিস্থিতি নিয়ে 21 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ।

2. রক্ত ঝরল ভারত-চিন নিয়ন্ত্রণরেখায়, শহিদ 3 সেনাকর্মী

লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা ৷ গতরাতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষে গালওয়ান ভ্যালিতে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিন জন ৷ তার মধ্যে একজন আধিকারিক রয়েছেন ৷ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষ বাধে বলে সেনা সূত্রে খবর ৷

3. 1962-2020 : মুখোমুখি ভারত-চিন

1962 সাল থেকে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে ভারতীয় ও চিনা সেনা । সীমান্ত সমস্যা নিয়ে দু'পক্ষের মধ্যে বহুবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ।

4. চিনকে প্রত্যাঘাতের দাবি

লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন ৷ যার মধ্যে একজন আধিকারিক ও দু'জন জওয়ান রয়েছেন ৷ এই ঘটনায় সরব রাজনৈতিকমহল ৷

5. মুকুল রায়কে কাজ করার যথেষ্ট সুযোগ দেয় দল : দিলীপ

আজ দুপুরে হাওড়ার 24 নম্বর ওয়ার্ডের 75 নম্বর বুথ থেকে জনসম্পর্ক যাত্রা শুরু করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সেখানে মুকুল রায়ের সঙ্গে দলের দূরত্বের কথা অস্বীকার করে তিনি বলেন, দলে সমস্ত কর্মীরই গুরুত্ব রয়েছে । মুকুল রায়কে কাজ করার যথেষ্ট সুযোগ দেওয়া হয় ।

6. চিনা হামলার বদলা চাই : অধীর

লাদাখ সীমান্তে চিনা হামলার যোগ্য জবাব দিয়ে বদলা নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "আপনার 56 ইঞ্চি ছাতি দেখে ভারতবাসী আপনাকে প্রধানমন্ত্রী করেছে । ভারতীয় সেনার উপর যে হামলা হয়েছে তার বদলা নিন । বদলা চাই, বদলা চাই, বদলা চাই ।"

7. 23 জুন বৈঠকে বসছে কংগ্রেস, আলোচনায় ভারত-চিন সীমান্ত পরিস্থিতি

কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC) -র বৈঠক 23 জুন । সোনিয়া গান্ধির নেতৃত্বে এই বৈঠক হবে । দেশে কোরোনা পরিস্থিতি থেকে ভারত-চিন দ্বন্দ্ব নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

8. চলতি বছরেই কাশ্মীরে নিকেশ 94 জঙ্গি

চলতি বছরে 94 জন জঙ্গি নিকেশ হয়েছে । জানালেন কাশ্মীরের IG বিজয় কুমার ।তিনি জানান, কাশ্মীরে সম্প্রতি তিন জঙ্গি এনকাউন্টারে মারা গেয়েছে । আরও বলেন, যাঁরা মৃতদের অভিভাবক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন তাঁদের বলব এসে মৃতদেহগুলি শনাক্ত করে যান ।

9. কাতার ফুটবল বিশ্বকাপের আগে প্রস্তুত তৃতীয় স্টেডিয়াম

ফুটবল বিশ্বকাপের জন্য তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত করে ফুটবলে ফেরার বার্তা দিল কাতার ৷ 2022 বিশ্বকাপের জন্য প্রস্তুত নিউ এডুকেশন সিটি স্টেডিয়াম ৷

10. সুশান্তের মৃত্যুতে শোকস্তবদ্ধ ফ্যান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

নালন্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুতের এক ফ্যান ।

1. কোরোনার বাস্তব পরিস্থিতি জানান, মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন প্রধানমন্ত্রীর

কোরোনা পরিস্থিতি নিয়ে 21 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ।

2. রক্ত ঝরল ভারত-চিন নিয়ন্ত্রণরেখায়, শহিদ 3 সেনাকর্মী

লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা ৷ গতরাতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষে গালওয়ান ভ্যালিতে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিন জন ৷ তার মধ্যে একজন আধিকারিক রয়েছেন ৷ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষ বাধে বলে সেনা সূত্রে খবর ৷

3. 1962-2020 : মুখোমুখি ভারত-চিন

1962 সাল থেকে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে ভারতীয় ও চিনা সেনা । সীমান্ত সমস্যা নিয়ে দু'পক্ষের মধ্যে বহুবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ।

4. চিনকে প্রত্যাঘাতের দাবি

লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার তিনজন ৷ যার মধ্যে একজন আধিকারিক ও দু'জন জওয়ান রয়েছেন ৷ এই ঘটনায় সরব রাজনৈতিকমহল ৷

5. মুকুল রায়কে কাজ করার যথেষ্ট সুযোগ দেয় দল : দিলীপ

আজ দুপুরে হাওড়ার 24 নম্বর ওয়ার্ডের 75 নম্বর বুথ থেকে জনসম্পর্ক যাত্রা শুরু করেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সেখানে মুকুল রায়ের সঙ্গে দলের দূরত্বের কথা অস্বীকার করে তিনি বলেন, দলে সমস্ত কর্মীরই গুরুত্ব রয়েছে । মুকুল রায়কে কাজ করার যথেষ্ট সুযোগ দেওয়া হয় ।

6. চিনা হামলার বদলা চাই : অধীর

লাদাখ সীমান্তে চিনা হামলার যোগ্য জবাব দিয়ে বদলা নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "আপনার 56 ইঞ্চি ছাতি দেখে ভারতবাসী আপনাকে প্রধানমন্ত্রী করেছে । ভারতীয় সেনার উপর যে হামলা হয়েছে তার বদলা নিন । বদলা চাই, বদলা চাই, বদলা চাই ।"

7. 23 জুন বৈঠকে বসছে কংগ্রেস, আলোচনায় ভারত-চিন সীমান্ত পরিস্থিতি

কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC) -র বৈঠক 23 জুন । সোনিয়া গান্ধির নেতৃত্বে এই বৈঠক হবে । দেশে কোরোনা পরিস্থিতি থেকে ভারত-চিন দ্বন্দ্ব নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

8. চলতি বছরেই কাশ্মীরে নিকেশ 94 জঙ্গি

চলতি বছরে 94 জন জঙ্গি নিকেশ হয়েছে । জানালেন কাশ্মীরের IG বিজয় কুমার ।তিনি জানান, কাশ্মীরে সম্প্রতি তিন জঙ্গি এনকাউন্টারে মারা গেয়েছে । আরও বলেন, যাঁরা মৃতদের অভিভাবক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন তাঁদের বলব এসে মৃতদেহগুলি শনাক্ত করে যান ।

9. কাতার ফুটবল বিশ্বকাপের আগে প্রস্তুত তৃতীয় স্টেডিয়াম

ফুটবল বিশ্বকাপের জন্য তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত করে ফুটবলে ফেরার বার্তা দিল কাতার ৷ 2022 বিশ্বকাপের জন্য প্রস্তুত নিউ এডুকেশন সিটি স্টেডিয়াম ৷

10. সুশান্তের মৃত্যুতে শোকস্তবদ্ধ ফ্যান, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

নালন্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুতের এক ফ্যান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.