ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে - টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top @ 3 pm
top @ 3 pm
author img

By

Published : Sep 30, 2020, 2:59 PM IST

1. বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত ছিল না, বেকসুর খালাস 32 অভিযুক্ত

বাবরি মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত । দীর্ঘ 28 বছর পর আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা হল লখনউয়ের বিশেষ CBI আদালতে। আদালতের পর্যবেক্ষণ, বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত ছিল না। এই মর্মে বিচারক সুরেন্দ্রকুমার যাদব বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি , মুরলি মনোহর যোশী , উমা ভারতী , কল্যাণ সিংসহ 32 অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেন ।

2. এই রায়ে আমার ও BJP-র বিশ্বাস প্রতিষ্ঠিত : আদবানি

দীর্ঘ 28 বছরের অবসানের পর আজ লখনউয়ের CBI বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণা করে বিচারক সুরেন্দ্রকুমার যাদব । লালকৃষ্ণ আদবানি , উমা ভারতী-সহ 32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয় ।

3. "উপযুক্ত প্রমাণ নেই", বাবরি রায়ে আদালতের 5 পর্যবেক্ষণ
বাবরি মসজিদ ধ্বংসের 28 বছর পর আজ রায় শোনালো লখনউয়ের বিশেষ আদালত । বাবরি রায় শোনানোর সময় কী কী বললেন বিচারক ?

4. রাত আড়াইটেয় হাথরসের নির্যাতিতার শেষকৃত্য করল পুলিশ

পরিবারের অসম্মতিতে হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন করা হল । এমনই অভিযোগ উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ।

5. হাথরস মামলায় কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর, যোগীর পদত্যাগ দাবি প্রিয়াঙ্কার

হাথরস মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ । প্যানেলটিকে সাত দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে । এরই মাঝে এই নিয়ে যোগী আদিত্যনাথকে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি । তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান ।

6. কেন্দ্রীয় নেতৃত্বের তলব, আজই দিল্লি যাচ্ছেন রাহুল

কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী থেকে তাঁর নাম বাদ যাওয়ার পর সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা বলেন, 10 থেকে 12 দিনের মধ্যে পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ জানাবেন তিনি । তাই আজ তাঁর দিল্লি সফর রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

7. আয়কর না দেওয়ার অভিযোগ খারিজ ট্রাম্পের, "জোকার" বললেন বিডেন

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিতর্ক সভার শুরুতেই বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে আক্রমণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ জো বিডেন ।

8. কামিন্স বনাম স্মিথ, মুখোমুখি মরগ্যান-আর্চার ; জাতীয় দলের সতীর্থদের লড়াই

আজ দুবাইয়ের লম্বা বাউন্ডারির মাঠে নজরে থাকবেন দুই দলের একাধিক ক্রিকেটার ৷ তবে ক্রিকেট অনুরাগীরা চেয়ে রয়েছেন বেশ কয়েকটি দ্বৈরথের দিকে ৷ যা আজকের ম্যাচকে করে তুলবে আরও উপভোগ্য ৷

9. যৌন হেনস্থা মামলায় অনুরাগকে সমন মুম্বই পুলিশের

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । এবার সেই অভিযোগের ভিত্তিতে অনুরাগকে সমন পাঠাল মুম্বই পুলিশ ।

10. "ছোটোবেলায় লোকে সাজ দেখে হাসত, এখন ফ্যাশন শোয়ের প্রথম সারিতে বসি আমি"

নিজের ছোটোবেলার সঙ্গে এই সময়ের তুলনা টানলেন কঙ্গনা রানাওয়াত । যে কঙ্গনাকে ছোটোবেলায় সাজগোজের জন্য লোকের কাছে হাসির পাত্রী হতে হয়েছে, সেই কঙ্গনাই আজ সারা বিশ্বের ফ্যাশন শো-গুলোর প্রথম সারিতে বসেন ।

1. বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত ছিল না, বেকসুর খালাস 32 অভিযুক্ত

বাবরি মামলায় বেকসুর খালাস সব অভিযুক্ত । দীর্ঘ 28 বছর পর আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা হল লখনউয়ের বিশেষ CBI আদালতে। আদালতের পর্যবেক্ষণ, বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত ছিল না। এই মর্মে বিচারক সুরেন্দ্রকুমার যাদব বর্ষীয়ান BJP নেতা লালকৃষ্ণ আদবানি , মুরলি মনোহর যোশী , উমা ভারতী , কল্যাণ সিংসহ 32 অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেন ।

2. এই রায়ে আমার ও BJP-র বিশ্বাস প্রতিষ্ঠিত : আদবানি

দীর্ঘ 28 বছরের অবসানের পর আজ লখনউয়ের CBI বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণা করে বিচারক সুরেন্দ্রকুমার যাদব । লালকৃষ্ণ আদবানি , উমা ভারতী-সহ 32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয় ।

3. "উপযুক্ত প্রমাণ নেই", বাবরি রায়ে আদালতের 5 পর্যবেক্ষণ
বাবরি মসজিদ ধ্বংসের 28 বছর পর আজ রায় শোনালো লখনউয়ের বিশেষ আদালত । বাবরি রায় শোনানোর সময় কী কী বললেন বিচারক ?

4. রাত আড়াইটেয় হাথরসের নির্যাতিতার শেষকৃত্য করল পুলিশ

পরিবারের অসম্মতিতে হাথরসের নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন করা হল । এমনই অভিযোগ উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ।

5. হাথরস মামলায় কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর, যোগীর পদত্যাগ দাবি প্রিয়াঙ্কার

হাথরস মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন । ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ । প্যানেলটিকে সাত দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে । এরই মাঝে এই নিয়ে যোগী আদিত্যনাথকে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি । তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান ।

6. কেন্দ্রীয় নেতৃত্বের তলব, আজই দিল্লি যাচ্ছেন রাহুল

কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী থেকে তাঁর নাম বাদ যাওয়ার পর সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা বলেন, 10 থেকে 12 দিনের মধ্যে পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ জানাবেন তিনি । তাই আজ তাঁর দিল্লি সফর রাজনৈতিক মহলে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

7. আয়কর না দেওয়ার অভিযোগ খারিজ ট্রাম্পের, "জোকার" বললেন বিডেন

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিতর্ক সভার শুরুতেই বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে আক্রমণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ জো বিডেন ।

8. কামিন্স বনাম স্মিথ, মুখোমুখি মরগ্যান-আর্চার ; জাতীয় দলের সতীর্থদের লড়াই

আজ দুবাইয়ের লম্বা বাউন্ডারির মাঠে নজরে থাকবেন দুই দলের একাধিক ক্রিকেটার ৷ তবে ক্রিকেট অনুরাগীরা চেয়ে রয়েছেন বেশ কয়েকটি দ্বৈরথের দিকে ৷ যা আজকের ম্যাচকে করে তুলবে আরও উপভোগ্য ৷

9. যৌন হেনস্থা মামলায় অনুরাগকে সমন মুম্বই পুলিশের

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পায়েল ঘোষ । এবার সেই অভিযোগের ভিত্তিতে অনুরাগকে সমন পাঠাল মুম্বই পুলিশ ।

10. "ছোটোবেলায় লোকে সাজ দেখে হাসত, এখন ফ্যাশন শোয়ের প্রথম সারিতে বসি আমি"

নিজের ছোটোবেলার সঙ্গে এই সময়ের তুলনা টানলেন কঙ্গনা রানাওয়াত । যে কঙ্গনাকে ছোটোবেলায় সাজগোজের জন্য লোকের কাছে হাসির পাত্রী হতে হয়েছে, সেই কঙ্গনাই আজ সারা বিশ্বের ফ্যাশন শো-গুলোর প্রথম সারিতে বসেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.