ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 11 টা - টপ নিউজ় @ সকাল 11 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 11am
টপ নিউজ়
author img

By

Published : Jan 13, 2021, 11:10 AM IST

1 জেলায় জেলায় পৌঁছাচ্ছে কোভিশিল্ড

16 জানুয়ারি দেশজুড়ে শুরু হচ্ছে টিকাকরণ । তার আগে গতকাল কলকাতায় এসে পৌঁছায় কোভিশিল্ড । আর আজকের মধ্যে পৌঁছে যাবে একাধিক জেলায় ।

2 ফেব্রুয়ারি থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসুক, দাবি দিলীপ ঘোষের

"কেন্দ্রীয় বাহিনী রাজ্যে যত তাড়াতাড়ি সম্ভব আসুক ৷ ফেব্রুয়ারি থেকেই আসুক ৷ নির্বাচন কমিশন জানে রাজ্যের অবস্থা ৷ আমরাও লিখিতভাবে কিছু জানিয়েছি ৷ এখানে যত সম্ভব দ্রুত আচরণবিধি চালু হোক ৷" আজ এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

3 হোক মুখোমুখি বসিয়ে জেরা, শোভনকে গ্রেপ্তারের দাবি কুণালের

সারদা কেলেঙ্কারি নিয়ে শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করে কুণাল ঘোষ বলেন," গত সাত বছর ধরে অনেক কিছু দেখেছি। আমি যৌথ জেরা চাই । বর্তমানে যে যুবনেতা শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনিও সারদা থেকে ক্যাশে এবং চেকে প্রচুর টাকা নিয়েছেন ।"

4 লকডাউনে উপার্জনহীন হস্তশিল্পীদের বিকল্প ভাবনা "মুক্তহাট"

হস্তশিল্পী ও চিত্রশিল্পীদের নিয়ে আসানসোলের বিএনআর মোড়ে চালু হল মুক্তহাট৷ প্রতি শুক্রবার এই হাট বসবে৷ প্রথম দিনেই উপচে পড়ে ভিড়। দীর্ঘ 8 মাস পর নিজেদের তৈরি জিনিস বিক্রি করতে পেরে খুশি শিল্পীরা৷

5 আইএএস-এর পথ ছেড়ে পূর্ব ভারতের প্রথম মুখের হাসপাতাল গড়ে স্বপ্ন-সফর চিকিৎসকের

এনসিসি-তে দেশের সেরা ক‍্যাডেট হয়েছিলেন । দেশপ্রেমের তাগিদে সমাজ বদলের স্বপ্নে হতে চেয়েছিলেন আইএএস । কিন্তু এই পথে স্বপ্নপূরণ সম্ভব নয় জেনে পেশা হিসাবে বেছে নিলেন ডাক্তারি । এই পথেই কলকাতায় গড়ে তুলেছেন প্রথম মুখের হাসপাতাল । যা পূর্ব ভারতে প্রথম হাসপাতাল ৷ তিনি চিকিৎসক সৃজন মুখোপাধ্যায় ।


6 কাঁচামালের চড়া দামে মার খাচ্ছে নির্মাণ শিল্প

নির্মাণ শিল্পের মূল কাঁচামাল সিমেন্ট ও ইস্পাতের চড়া মূল্যবৃদ্ধি ৷ আর এর ফলে নির্মাণ শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷ ইস্পাত উৎপাদক সংস্থাগুলোর দাবি, এই মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী ছিল। তবে তাদের এই দাবি মানতে রাজি নন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি । তাঁর অভিযোগ,সিমেন্ট ও ইস্পাত উৎপাদন সংস্থাগুলো বিপুল মুনাফার জন্য কৃত্রিম অভাব তৈরি করছে ৷

7 যুব দিবসে স্বামীজিকে নিয়ে নজিরবিহীন রাজনৈতিক টানাপোড়েন দেখল বাংলা

স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজনৈতিক দড়ি টানাটানি প্রত্যক্ষ করল বাংলা৷ একদিকে মিছিল করল বিজেপি৷ অন্যদিকে মিছিলে পা মেলালেন তৃণমূল সমর্থক৷ বিজেপির মিছিলের মূলকেন্দ্রে ছিলেন শুভেন্দু অধিকারী৷ তৃণমূলের মিছিলের মূল আকর্ষণ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

8 ডালখোলায় সিপিআইএম কর্মীকে গুলি করে খুন

গতরাতে বাড়িতে রান্না করছিলেন গুরুচাঁদবাবু ৷ সেই সময় বাইকে করে দু'জন এসে তাঁকে ডাকতে থাকে । বাড়ি থেকে বের হলেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ৷

9 বিজেপির মুখে স্বামী বিবেকানন্দ, কাজে ধর্মে-ধর্মে দ্বন্দ্ব : অভিষেক

স্বামীজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেকের দাবি, স্বামীজির ছবি নিয়ে মিছিল করার কোনও অধিকার নেই বিজেপির ৷ এমনকী, স্বামীজির নামও বিজেপির মুখে আনার অধিকার নেই ৷ গত বছর আমেদাবাদে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বামীজির নাম উচ্চারণে যে ভুল করেছিলেন সেই প্রসঙ্গও টানেন তিনি ৷

10 "স্থগিতাদেশে ভরসা নেই", আইন বাতিলের দাবি হান্নান মোল্লার

কেন্দ্রীয় সরকারের নতুন তিন কৃষি আইনের উপর আজ শীর্ষ আদালত স্থগিতাদেশে জারি করেছে ৷ এতেও ভরসা পাচ্ছেন না সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা । তিনি বললেন, "এই স্থগিতাদেশের উপর কোনও ভরসা নেই ৷ আইন বাতিল হতে হবে। "

1 জেলায় জেলায় পৌঁছাচ্ছে কোভিশিল্ড

16 জানুয়ারি দেশজুড়ে শুরু হচ্ছে টিকাকরণ । তার আগে গতকাল কলকাতায় এসে পৌঁছায় কোভিশিল্ড । আর আজকের মধ্যে পৌঁছে যাবে একাধিক জেলায় ।

2 ফেব্রুয়ারি থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসুক, দাবি দিলীপ ঘোষের

"কেন্দ্রীয় বাহিনী রাজ্যে যত তাড়াতাড়ি সম্ভব আসুক ৷ ফেব্রুয়ারি থেকেই আসুক ৷ নির্বাচন কমিশন জানে রাজ্যের অবস্থা ৷ আমরাও লিখিতভাবে কিছু জানিয়েছি ৷ এখানে যত সম্ভব দ্রুত আচরণবিধি চালু হোক ৷" আজ এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

3 হোক মুখোমুখি বসিয়ে জেরা, শোভনকে গ্রেপ্তারের দাবি কুণালের

সারদা কেলেঙ্কারি নিয়ে শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করে কুণাল ঘোষ বলেন," গত সাত বছর ধরে অনেক কিছু দেখেছি। আমি যৌথ জেরা চাই । বর্তমানে যে যুবনেতা শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনিও সারদা থেকে ক্যাশে এবং চেকে প্রচুর টাকা নিয়েছেন ।"

4 লকডাউনে উপার্জনহীন হস্তশিল্পীদের বিকল্প ভাবনা "মুক্তহাট"

হস্তশিল্পী ও চিত্রশিল্পীদের নিয়ে আসানসোলের বিএনআর মোড়ে চালু হল মুক্তহাট৷ প্রতি শুক্রবার এই হাট বসবে৷ প্রথম দিনেই উপচে পড়ে ভিড়। দীর্ঘ 8 মাস পর নিজেদের তৈরি জিনিস বিক্রি করতে পেরে খুশি শিল্পীরা৷

5 আইএএস-এর পথ ছেড়ে পূর্ব ভারতের প্রথম মুখের হাসপাতাল গড়ে স্বপ্ন-সফর চিকিৎসকের

এনসিসি-তে দেশের সেরা ক‍্যাডেট হয়েছিলেন । দেশপ্রেমের তাগিদে সমাজ বদলের স্বপ্নে হতে চেয়েছিলেন আইএএস । কিন্তু এই পথে স্বপ্নপূরণ সম্ভব নয় জেনে পেশা হিসাবে বেছে নিলেন ডাক্তারি । এই পথেই কলকাতায় গড়ে তুলেছেন প্রথম মুখের হাসপাতাল । যা পূর্ব ভারতে প্রথম হাসপাতাল ৷ তিনি চিকিৎসক সৃজন মুখোপাধ্যায় ।


6 কাঁচামালের চড়া দামে মার খাচ্ছে নির্মাণ শিল্প

নির্মাণ শিল্পের মূল কাঁচামাল সিমেন্ট ও ইস্পাতের চড়া মূল্যবৃদ্ধি ৷ আর এর ফলে নির্মাণ শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে ৷ ইস্পাত উৎপাদক সংস্থাগুলোর দাবি, এই মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী ছিল। তবে তাদের এই দাবি মানতে রাজি নন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি । তাঁর অভিযোগ,সিমেন্ট ও ইস্পাত উৎপাদন সংস্থাগুলো বিপুল মুনাফার জন্য কৃত্রিম অভাব তৈরি করছে ৷

7 যুব দিবসে স্বামীজিকে নিয়ে নজিরবিহীন রাজনৈতিক টানাপোড়েন দেখল বাংলা

স্বামী বিবেকানন্দের জন্মদিনে রাজনৈতিক দড়ি টানাটানি প্রত্যক্ষ করল বাংলা৷ একদিকে মিছিল করল বিজেপি৷ অন্যদিকে মিছিলে পা মেলালেন তৃণমূল সমর্থক৷ বিজেপির মিছিলের মূলকেন্দ্রে ছিলেন শুভেন্দু অধিকারী৷ তৃণমূলের মিছিলের মূল আকর্ষণ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

8 ডালখোলায় সিপিআইএম কর্মীকে গুলি করে খুন

গতরাতে বাড়িতে রান্না করছিলেন গুরুচাঁদবাবু ৷ সেই সময় বাইকে করে দু'জন এসে তাঁকে ডাকতে থাকে । বাড়ি থেকে বের হলেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ৷

9 বিজেপির মুখে স্বামী বিবেকানন্দ, কাজে ধর্মে-ধর্মে দ্বন্দ্ব : অভিষেক

স্বামীজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান থেকে বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেকের দাবি, স্বামীজির ছবি নিয়ে মিছিল করার কোনও অধিকার নেই বিজেপির ৷ এমনকী, স্বামীজির নামও বিজেপির মুখে আনার অধিকার নেই ৷ গত বছর আমেদাবাদে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বামীজির নাম উচ্চারণে যে ভুল করেছিলেন সেই প্রসঙ্গও টানেন তিনি ৷

10 "স্থগিতাদেশে ভরসা নেই", আইন বাতিলের দাবি হান্নান মোল্লার

কেন্দ্রীয় সরকারের নতুন তিন কৃষি আইনের উপর আজ শীর্ষ আদালত স্থগিতাদেশে জারি করেছে ৷ এতেও ভরসা পাচ্ছেন না সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা । তিনি বললেন, "এই স্থগিতাদেশের উপর কোনও ভরসা নেই ৷ আইন বাতিল হতে হবে। "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.