ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Sep 14, 2020, 1:03 PM IST

1. ছুটিহীন 18 দিনের বাদল অধিবেশন শুরু

আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট 18 টি অধিবেশন হবে ৷ এই বাদল অধিবেশন চলাকালীন মোট 47 টি বিষয় গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে 45 টি বিল ও দু’টি অর্থসংক্রান্ত বিষয় রয়েছে ৷

2. দেশ সেনার পাশে একজোট হয়ে বার্তা দিক সংসদ : মোদি

গোটা দেশ বীর জওয়ানদের পাশে রয়েছে । সংসদ থেকে অন্তত তেমন বার্তাই যাবে বলে আশা করছি । আজ বাদল অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

3. বিশ্বে একদিনে কোরোনা আক্রান্ত 2 লাখ 38 হাজার 112

একদিনে কোরোনা আক্রান্ত হয়েছে 2 লাখ 38 হাজার 112 জন ৷ বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 2 কোটি 91 লাখ 84 হাজার 740 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 9 লাখ 28 হাজার 287 জনের ।

4. দিল্লি হিংসা মামলায় গ্রেপ্তার উমর খালিদ

দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী উস্কানিমূলক বক্তব্য পেশের অভিযোগ উঠেছে উমরের বিরুদ্ধে ৷ রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইনে (UAPA) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।

5. দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 48 লাখের গণ্ডি

আজ দেশে কমেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পাশাপাশি, বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও । বর্তমানে দেশে কোরোনায় সুস্থতার হার 77.88 % ও কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের হার 1.65 % ৷

6. প্রশ্নোত্তর পর্ব না থাকায় প্রশ্ন অধীরের, বাধা দিলেন স্পিকার

ভারত-চিন ইশু নিয়ে আজ লোকসভার অধিবেশনে প্রশ্ন তোলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরি । তবে, বক্তব্য শেষ হওয়ার আগেই তাঁকে থামিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা ।

7. প্রথম দুই সেটে পিছিয়ে থেকেও ঐতিহাসিক US ওপেন জয় থিয়েমের

পাঁচ সেটের ম্যাচে প্রথম দু’টিতে পিছিয়ে ছিলেন থিয়েম ৷ কিন্তু শেষ তিন সেটে তাঁর কামব্যাক ছিল দেখার মতো ৷ শেষ তিনটি সেটই তাঁকে গ্র্যান্ড স্লাম জেতাল ৷

8. বিনা পারিশ্রমিকে কোরোনা রোগীদের পাশে টোটোচালক মুনমুন, প্রশংসা উপরাষ্ট্রপতির

শিলিগুড়ির এক মহিলা টোটো চালকের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু । শক্তিগড়ের বাসিন্দা মুনমুন সরকার পেশায় টোটোচালক। শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া অথবা হাসপাতাল থেকে ছুটি পেলে তাদের বাড়িতে পৌঁছে দিতে হাসিমুখে এগিয়ে যান মুনমুন । বিনা পারিশ্রমিকে এই কাজ করেন তিনি ।

9. "আমায় দুর্বল ভেবে ওরা ভুল করেছে" : কঙ্গনা

প্রতিদিন রাশি রাশি টুইট করেন কঙ্গনা, নিজের অস্তিত্বের প্রমাণ দেন । আজ মুম্বই থেকে মানালি ফিরেছেন কঙ্গনা, কিন্তু তিনি ভীষণভাবে মহারাষ্ট্রের সঙ্গে জড়িয়ে এখনও ।

10. কোরোনা আক্রান্ত প্রসূতিকে জোর করে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার অভিযোগ

রেলওয়ের হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , প্রসূতি মায়েদের ক্ষেত্রে কোরোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এখন প্রায়ই দেখা যাচ্ছে । এই প্রসূতির ক্ষেত্রে অন্য কোনও সমস্যা ছিল না । এই কারণে, এই প্রসূতির সম্মতি নিয়েই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

1. ছুটিহীন 18 দিনের বাদল অধিবেশন শুরু

আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট 18 টি অধিবেশন হবে ৷ এই বাদল অধিবেশন চলাকালীন মোট 47 টি বিষয় গ্রহণ করা হয়েছে ৷ যার মধ্যে 45 টি বিল ও দু’টি অর্থসংক্রান্ত বিষয় রয়েছে ৷

2. দেশ সেনার পাশে একজোট হয়ে বার্তা দিক সংসদ : মোদি

গোটা দেশ বীর জওয়ানদের পাশে রয়েছে । সংসদ থেকে অন্তত তেমন বার্তাই যাবে বলে আশা করছি । আজ বাদল অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

3. বিশ্বে একদিনে কোরোনা আক্রান্ত 2 লাখ 38 হাজার 112

একদিনে কোরোনা আক্রান্ত হয়েছে 2 লাখ 38 হাজার 112 জন ৷ বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 2 কোটি 91 লাখ 84 হাজার 740 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 9 লাখ 28 হাজার 287 জনের ।

4. দিল্লি হিংসা মামলায় গ্রেপ্তার উমর খালিদ

দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী উস্কানিমূলক বক্তব্য পেশের অভিযোগ উঠেছে উমরের বিরুদ্ধে ৷ রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ বেআইনি কার্যক্রম প্রতিরোধ আইনে (UAPA) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ।

5. দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 48 লাখের গণ্ডি

আজ দেশে কমেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । পাশাপাশি, বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যাও । বর্তমানে দেশে কোরোনায় সুস্থতার হার 77.88 % ও কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের হার 1.65 % ৷

6. প্রশ্নোত্তর পর্ব না থাকায় প্রশ্ন অধীরের, বাধা দিলেন স্পিকার

ভারত-চিন ইশু নিয়ে আজ লোকসভার অধিবেশনে প্রশ্ন তোলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরি । তবে, বক্তব্য শেষ হওয়ার আগেই তাঁকে থামিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা ।

7. প্রথম দুই সেটে পিছিয়ে থেকেও ঐতিহাসিক US ওপেন জয় থিয়েমের

পাঁচ সেটের ম্যাচে প্রথম দু’টিতে পিছিয়ে ছিলেন থিয়েম ৷ কিন্তু শেষ তিন সেটে তাঁর কামব্যাক ছিল দেখার মতো ৷ শেষ তিনটি সেটই তাঁকে গ্র্যান্ড স্লাম জেতাল ৷

8. বিনা পারিশ্রমিকে কোরোনা রোগীদের পাশে টোটোচালক মুনমুন, প্রশংসা উপরাষ্ট্রপতির

শিলিগুড়ির এক মহিলা টোটো চালকের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু । শক্তিগড়ের বাসিন্দা মুনমুন সরকার পেশায় টোটোচালক। শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া অথবা হাসপাতাল থেকে ছুটি পেলে তাদের বাড়িতে পৌঁছে দিতে হাসিমুখে এগিয়ে যান মুনমুন । বিনা পারিশ্রমিকে এই কাজ করেন তিনি ।

9. "আমায় দুর্বল ভেবে ওরা ভুল করেছে" : কঙ্গনা

প্রতিদিন রাশি রাশি টুইট করেন কঙ্গনা, নিজের অস্তিত্বের প্রমাণ দেন । আজ মুম্বই থেকে মানালি ফিরেছেন কঙ্গনা, কিন্তু তিনি ভীষণভাবে মহারাষ্ট্রের সঙ্গে জড়িয়ে এখনও ।

10. কোরোনা আক্রান্ত প্রসূতিকে জোর করে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার অভিযোগ

রেলওয়ের হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে , প্রসূতি মায়েদের ক্ষেত্রে কোরোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এখন প্রায়ই দেখা যাচ্ছে । এই প্রসূতির ক্ষেত্রে অন্য কোনও সমস্যা ছিল না । এই কারণে, এই প্রসূতির সম্মতি নিয়েই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.