ETV Bharat / bharat

কাশ্মীরে নিরাপত্তারক্ষীর গুলিতে নিকেশ জইশ কমান্ডার - জইশ জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিকেশ জইশ কমান্ডার-সহ দুই জঙ্গি ৷

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিকেশ জইশ কমান্ডার-সহ দুই জঙ্গি৷
author img

By

Published : Jul 30, 2019, 7:13 PM IST

Updated : Jul 30, 2019, 7:47 PM IST

শ্রীনগর, 30 জুলাই : জম্মু ও কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম এক 'মোস্ট ওয়ান্টেড' জইশ কমান্ডার । নিকেশ এক সাগরেদও৷ নিরাপত্তারক্ষীদের গুলিতে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের জঙ্গি কমান্ডার ফৈয়াজ পানজ়ুর মৃত্যু হয়েছে৷

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বিজবেহারা এলাকায় নিরাপত্তারক্ষীরা রুটিন তল্লাশি চালাচ্ছিলেন ৷ এক পুলিশ আধিকারিক জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছিল । এরপরই জঙ্গিরা ওই তল্লাশি বাহিনীর উপরে গুলি চালাতে থাকে । পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও ৷ গুলিতে ফৈয়াজ়ের মৃত্যু হয় ৷ খতম অপর এক জঙ্গিও ৷ বহুদিন ধরেই তাঁর খোঁজ চলছিল ৷

পুলিশ সূত্রে খবর, জইশের অন্যতম এই কমান্ডারই চলতি বছরের 12 জুনের হামলার মূল চক্রী ৷ ওই হামলায় পাঁচ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ SHO আরশাদ খান মারাত্মক জখম হন ৷

শ্রীনগর, 30 জুলাই : জম্মু ও কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম এক 'মোস্ট ওয়ান্টেড' জইশ কমান্ডার । নিকেশ এক সাগরেদও৷ নিরাপত্তারক্ষীদের গুলিতে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের জঙ্গি কমান্ডার ফৈয়াজ পানজ়ুর মৃত্যু হয়েছে৷

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বিজবেহারা এলাকায় নিরাপত্তারক্ষীরা রুটিন তল্লাশি চালাচ্ছিলেন ৷ এক পুলিশ আধিকারিক জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছিল । এরপরই জঙ্গিরা ওই তল্লাশি বাহিনীর উপরে গুলি চালাতে থাকে । পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও ৷ গুলিতে ফৈয়াজ়ের মৃত্যু হয় ৷ খতম অপর এক জঙ্গিও ৷ বহুদিন ধরেই তাঁর খোঁজ চলছিল ৷

পুলিশ সূত্রে খবর, জইশের অন্যতম এই কমান্ডারই চলতি বছরের 12 জুনের হামলার মূল চক্রী ৷ ওই হামলায় পাঁচ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ SHO আরশাদ খান মারাত্মক জখম হন ৷

Raipur (Chhattisgarh), July 29 (ANI): Anusuiya Uikey on Monday took oath as Governor of Chhattisgarh here. Anusuiya Uikey has replaced Anandiben Patel. Uikey is former BJP MP from Madhya Pradesh. Anusuiya Uikey is the first tribal to hold the charge as Governor of Chhattisgarh.
Last Updated : Jul 30, 2019, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.