শ্রীনগর, 30 জুলাই : জম্মু ও কাশ্মীরে গুলির লড়াইয়ে খতম এক 'মোস্ট ওয়ান্টেড' জইশ কমান্ডার । নিকেশ এক সাগরেদও৷ নিরাপত্তারক্ষীদের গুলিতে জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের জঙ্গি কমান্ডার ফৈয়াজ পানজ়ুর মৃত্যু হয়েছে৷
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বিজবেহারা এলাকায় নিরাপত্তারক্ষীরা রুটিন তল্লাশি চালাচ্ছিলেন ৷ এক পুলিশ আধিকারিক জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছিল । এরপরই জঙ্গিরা ওই তল্লাশি বাহিনীর উপরে গুলি চালাতে থাকে । পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও ৷ গুলিতে ফৈয়াজ়ের মৃত্যু হয় ৷ খতম অপর এক জঙ্গিও ৷ বহুদিন ধরেই তাঁর খোঁজ চলছিল ৷
পুলিশ সূত্রে খবর, জইশের অন্যতম এই কমান্ডারই চলতি বছরের 12 জুনের হামলার মূল চক্রী ৷ ওই হামলায় পাঁচ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় ৷ SHO আরশাদ খান মারাত্মক জখম হন ৷