ETV Bharat / bharat

দিল্লিতে সরল উন্নাও মামলা, 7 দিনে দুর্ঘটনার তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের - uttar pradesh

সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ থেকে দিল্লি সরানো হল উন্নাও গণধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত চারটি মামলাই ।

দিল্লি
author img

By

Published : Aug 1, 2019, 12:19 PM IST

Updated : Aug 1, 2019, 2:13 PM IST

দিল্লি, 1 অগাস্ট : উন্নাও গণধর্ষণের ঘটনায় কঠোর অবস্থান সুপ্রিম কোর্টের ৷ উন্নাও গণধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত চারটি মামলাই উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত । পাশাপাশি দুর্ঘটনার তদন্ত সাত দিনের মধ্যে শেষ করার জন্য CBI-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।

আজকেই সর্বোচ্চ আদালত ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা CBI আধিকারিকদের বেলা 12টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল । তদন্তের অগ্রগতির বিষয়ে জানতেই আদালত তাঁদের ডেকে পাঠায় । তাছাড়া আদালতে উন্নাওকাণ্ডের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয় আধিকারিকদের । এর পরেই দুর্ঘটনার তদন্ত সাত দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত ।

CBI-এর তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আজ আদালতে মামলার শুনানি শুক্রবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন । তিনি আদালতকে জানান যে তদন্তকারী আধিকারিকরা সবাই দিল্লির বাইরে । তবে প্রধান বিচারপতি সেই আর্জি খারিজ করে দেন । প্রধান বিচারপতি নির্দেশ দেন, প্রয়োজনে CBI প্রধান ফোন করে তদন্তকারীদের থেকে সব তথ্য জেনে নিয়ে আজকের মধ্যেই শীর্ষ আদালতকে জানাবেন ।

রবিবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারিণী । মারা যান তার দুই আত্মীয়া । তাঁদের মধ্যে একজন মামলার অন্যতম সাক্ষী । সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । তার পরই বুধবার, কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন যে ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা এ মাসের 12 তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানানো হয়েছিল ৷ জানিয়েছিলেন কিশোরীর মা, বোন ও কাকিমা । জানানো হয়েছিল পুলিশকেও । সঙ্গে ছিল একটি ভিডিয়ো-নথিও । সেই চিঠির প্রসঙ্গে গতকাল মুখ খোলেন প্রধান বিচারপতি ৷

নির্যাতিতার পরিবার থেকে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করা চিঠি পেয়েও কেন দ্রুত কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হল না, গতকাল এই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ একই সঙ্গে, শীর্ষ আদালতের রেজিস্ট্রির কাছে প্রশ্ন, কেন চিঠির বিষয়টি তাঁকে জানাতে এত বিলম্ব করা হয়?

প্রসঙ্গত, গতবছরের এপ্রিলে কুলদীপ সিং সেঙ্গারকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হয় । নির্যাতিতার অভিযোগ, 2017 সালে তাকে ধর্ষণ করে কুলদীপ । সেইসময় নির্যাতিতা অপ্রাপ্তবয়স্ক ছিল ।

দিল্লি, 1 অগাস্ট : উন্নাও গণধর্ষণের ঘটনায় কঠোর অবস্থান সুপ্রিম কোর্টের ৷ উন্নাও গণধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত চারটি মামলাই উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত । পাশাপাশি দুর্ঘটনার তদন্ত সাত দিনের মধ্যে শেষ করার জন্য CBI-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।

আজকেই সর্বোচ্চ আদালত ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা CBI আধিকারিকদের বেলা 12টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল । তদন্তের অগ্রগতির বিষয়ে জানতেই আদালত তাঁদের ডেকে পাঠায় । তাছাড়া আদালতে উন্নাওকাণ্ডের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয় আধিকারিকদের । এর পরেই দুর্ঘটনার তদন্ত সাত দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত ।

CBI-এর তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আজ আদালতে মামলার শুনানি শুক্রবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন । তিনি আদালতকে জানান যে তদন্তকারী আধিকারিকরা সবাই দিল্লির বাইরে । তবে প্রধান বিচারপতি সেই আর্জি খারিজ করে দেন । প্রধান বিচারপতি নির্দেশ দেন, প্রয়োজনে CBI প্রধান ফোন করে তদন্তকারীদের থেকে সব তথ্য জেনে নিয়ে আজকের মধ্যেই শীর্ষ আদালতকে জানাবেন ।

রবিবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারিণী । মারা যান তার দুই আত্মীয়া । তাঁদের মধ্যে একজন মামলার অন্যতম সাক্ষী । সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । তার পরই বুধবার, কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন যে ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা এ মাসের 12 তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানানো হয়েছিল ৷ জানিয়েছিলেন কিশোরীর মা, বোন ও কাকিমা । জানানো হয়েছিল পুলিশকেও । সঙ্গে ছিল একটি ভিডিয়ো-নথিও । সেই চিঠির প্রসঙ্গে গতকাল মুখ খোলেন প্রধান বিচারপতি ৷

নির্যাতিতার পরিবার থেকে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করা চিঠি পেয়েও কেন দ্রুত কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হল না, গতকাল এই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ একই সঙ্গে, শীর্ষ আদালতের রেজিস্ট্রির কাছে প্রশ্ন, কেন চিঠির বিষয়টি তাঁকে জানাতে এত বিলম্ব করা হয়?

প্রসঙ্গত, গতবছরের এপ্রিলে কুলদীপ সিং সেঙ্গারকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হয় । নির্যাতিতার অভিযোগ, 2017 সালে তাকে ধর্ষণ করে কুলদীপ । সেইসময় নির্যাতিতা অপ্রাপ্তবয়স্ক ছিল ।


Hyderabad, July 31 (ANI): Doctors held protest at Osmania Medical College in Hyderabad on Wednesday. They were protesting against the National Medical Commission (NMC) Bill, 2019. The NMC Bill was introduced in Lok Sabha on July 22. The bill provides for setting up of a NMC in place of Medical Council of India (MCI) and repeal the Indian Medical Council Act, 1956.
"
Last Updated : Aug 1, 2019, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.