দিল্লি, 1 অগাস্ট : উন্নাও গণধর্ষণের ঘটনায় কঠোর অবস্থান সুপ্রিম কোর্টের ৷ উন্নাও গণধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত চারটি মামলাই উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত । পাশাপাশি দুর্ঘটনার তদন্ত সাত দিনের মধ্যে শেষ করার জন্য CBI-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।
আজকেই সর্বোচ্চ আদালত ধর্ষণকাণ্ডের তদন্তের দায়িত্বে থাকা CBI আধিকারিকদের বেলা 12টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল । তদন্তের অগ্রগতির বিষয়ে জানতেই আদালত তাঁদের ডেকে পাঠায় । তাছাড়া আদালতে উন্নাওকাণ্ডের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয় আধিকারিকদের । এর পরেই দুর্ঘটনার তদন্ত সাত দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত ।
CBI-এর তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আজ আদালতে মামলার শুনানি শুক্রবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন । তিনি আদালতকে জানান যে তদন্তকারী আধিকারিকরা সবাই দিল্লির বাইরে । তবে প্রধান বিচারপতি সেই আর্জি খারিজ করে দেন । প্রধান বিচারপতি নির্দেশ দেন, প্রয়োজনে CBI প্রধান ফোন করে তদন্তকারীদের থেকে সব তথ্য জেনে নিয়ে আজকের মধ্যেই শীর্ষ আদালতকে জানাবেন ।
রবিবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারিণী । মারা যান তার দুই আত্মীয়া । তাঁদের মধ্যে একজন মামলার অন্যতম সাক্ষী । সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের । তার পরই বুধবার, কিশোরীর পরিবারের তরফে জানানো হয়, BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের লোকজন যে ক্রমাগত তাঁদের হুমকি দিচ্ছে, প্রাণে মারার ভয় দেখাচ্ছে, সে কথা এ মাসের 12 তারিখেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানানো হয়েছিল ৷ জানিয়েছিলেন কিশোরীর মা, বোন ও কাকিমা । জানানো হয়েছিল পুলিশকেও । সঙ্গে ছিল একটি ভিডিয়ো-নথিও । সেই চিঠির প্রসঙ্গে গতকাল মুখ খোলেন প্রধান বিচারপতি ৷
নির্যাতিতার পরিবার থেকে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করা চিঠি পেয়েও কেন দ্রুত কোনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হল না, গতকাল এই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ একই সঙ্গে, শীর্ষ আদালতের রেজিস্ট্রির কাছে প্রশ্ন, কেন চিঠির বিষয়টি তাঁকে জানাতে এত বিলম্ব করা হয়?
প্রসঙ্গত, গতবছরের এপ্রিলে কুলদীপ সিং সেঙ্গারকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার করা হয় । নির্যাতিতার অভিযোগ, 2017 সালে তাকে ধর্ষণ করে কুলদীপ । সেইসময় নির্যাতিতা অপ্রাপ্তবয়স্ক ছিল ।