ETV Bharat / bharat

গুজরাতে রাজ্যসভার ভোট নিয়ে কংগ্রেসের আবেদন খারিজ শীর্ষ আদালতের - INC

কংগ্রেসের আবেদন খারিজ করল শীর্ষ আদালত । দুটি আসনের আলাদা আলাদা ভোট করানোর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন গুজরাত বিধাসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক পরেশভাই ধানানি ।

সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jun 25, 2019, 12:30 PM IST

দিল্লি, 25 জুন : গুজরাতে রাজ্যসভার নির্বাচন নিয়ে কংগ্রেসের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত । অমিত শাহ ও স্মৃতি ইরানি লোকসভা থেকে নির্বাচিত হওয়ায় গুজরাত থেকে রাজ্যসভার দুটি আসন খালি হয়। এই দুটি আসনের আলাদা আলাদা ভোট করানোর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন গুজরাত বিধাসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক পরেশভাই ধানানি । 5 জুলাই অমিত শাহ ও স্মৃতি ইরানির ছেড়ে যাওয়া দুই আসনে উপনির্বাচন হবে ।

বিস্তারিত আসছে...

দিল্লি, 25 জুন : গুজরাতে রাজ্যসভার নির্বাচন নিয়ে কংগ্রেসের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত । অমিত শাহ ও স্মৃতি ইরানি লোকসভা থেকে নির্বাচিত হওয়ায় গুজরাত থেকে রাজ্যসভার দুটি আসন খালি হয়। এই দুটি আসনের আলাদা আলাদা ভোট করানোর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন গুজরাত বিধাসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক পরেশভাই ধানানি । 5 জুলাই অমিত শাহ ও স্মৃতি ইরানির ছেড়ে যাওয়া দুই আসনে উপনির্বাচন হবে ।

বিস্তারিত আসছে...

Mumbai, Jun 25 (ANI): The body of a woman and her son was found at their residence in Mumbai on Monday. The incident took place at Mira Road area of Mumbai. The bodies were sent for postmortem and case has been registered in this regard. The police investigation is underway in the case.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.