দিল্লি, 3 সেপ্টেম্বর : আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন কংগ্রেস নেতা ডি কে শিবকুমার ৷ আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁকে গ্রেপ্তার করে ৷ শিবকুমারকে গ্রেপ্তার করা হবে বলে শনিবার থেকেই একটি আশঙ্কা তৈরি হয়েছিল ৷ সেদিনই বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় কর্নাটকের এই কংগ্রেস নেতাকে ৷
ED সূত্রে খবর, বুধবার তাঁকে কোর্টে তোলা হবে ৷ বেশ কয়েকদিন নিজেদের হেপাজতে রাখার আবেদন জানাতে পারে ED ৷ কর্নাটকের প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েক দফা আর্থিক তছরুপের অভিযোগ এনেছে ED ৷ শিবকুমারকে গ্রেপ্তার করার পরই বিষয়টি নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে কংগ্রেস ৷ দলের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ ইউ এস উগরাপ্পা দাবি করেছেন, সম্পূর্ণ বেআইনিভাবে শিবকুমারকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তদন্তে সবরকম সহযোগিতা করার পরও শিবকুমারকে গ্রেপ্তার সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি ৷
কংগ্রেস নেতার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ থাকলেও প্রথম থেকেই তা অস্বীকার করেন তিনি ৷ একই সঙ্গে শিবকুমারের দাবি ছিল, প্রয়োজনীয় সব নথিই তিনি পেশ করেছেন ৷ আয়কর দপ্তরের কাছে প্রয়োজনীয় সব হিসাবও পেশ করেছেন ৷ তারপরও বার বার তাঁকে হেনস্থা করা হচ্ছে ৷