1.একগুচ্ছ সরকারি কর্মসূচি, দলীয় সভা, আজ রাজ্যে মোদি
বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনাল ও উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন ৷ টুইট করে জানালেন প্রধানমন্ত্রী । রয়েছে অধিকারী গড়ের রাজনৈতক সভাও ৷
2. দেশে আরও 7 কোভিড টিকা নিয়ে গবেষণা চলছে: স্বাস্থ্যমন্ত্রী
শুধু কোভিশিল্ড ও কোভ্যাকসিনই নয়, আরও 7 দেশীয় টিকা নিয়ে গবেষণা চলছে ভারতে। এ কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এ দিকে, গত 24 ঘণ্টায় 11,713 জন কোরোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে 95 জনের।
3. শহরে হর্ষবর্ধন, পূর্ব ভারতে কোভ্যাকসিনের নোডাল সেন্টার নাইসেড
পঞ্চাশোর্ধ্বদের কোভ্যাকসিন দেওয়ার জন্য পূর্ব ভারতের নোডাল সেন্টার করা হচ্ছে কলকাতার নাইসেডকে। শনিবার শহরে এসে নাইসেডে বিভিন্ন কাজকর্ম ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
4. শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর প্রথমবার অধিকারী-গড়ে মোদি
রবিবার শিল্পশহর হলদিয়ায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর এই প্রথম অধিকারী গড়ে পা রাখবেন মোদি৷ ফলে তিনি কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে সকলে৷
5. দাবি আদায়ে অনড়, অবস্থানের পর এবার অনশনে পার্শ্বশিক্ষকরা
আরও জোরালো হল পাশ্বশিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন। অবস্থানের 51তম দিনে শনিবার থেকে অনশনে বসেছেন চারজন আন্দোলনকারী পার্শ্বশিক্ষক-শিক্ষিকা। তাঁদের দাবি পূরণ না-হওয়া পর্যন্ত অনশন চলবে বলে তাঁরা জানিয়েছেন।
6. দেওয়াল দখল ঘিরে অনুব্রতর গড়ে হাতাহাতি বিজেপি-তৃণমূলে
ভোটের প্রচারের জন্য দেওয়াল দখলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বোলপুর। বিজেপি ও তৃণমূলের কর্মীদের মধ্যে বাধল হাতাহাতি। অনুব্রত মণ্ডলের গড়ে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।
7. ভেবেচিন্তে কথা বলুন, সচিনকে পরামর্শ পাওয়ারের
কৃষক আন্দোলেনের সমর্থনে রিয়ানা সহ একাধিক আন্তর্জাতিক তারকার টুইটের পর হ্যাসট্য়াগ 'ঐক্যবদ্ধভারত'-এ টুইট করেন সচিন তেণ্ডুলকর ৷ এরপর অনুরাগীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে । এবার ক্রিকেটের বাইরের বিষয়ে সচিনকে ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ।
8. চাক্কা জ্য়াম আর রাকেশের হুঙ্কারে প্রাণ পাচ্ছে কৃষক বিক্ষোভ
গতকাল চাক্কা জ্যামের দিন কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়ে দেন, আগামী গান্ধি জয়ন্তী অর্থাৎ 2 অক্টোবরের মধ্যে কেন্দ্রকে নয়া কৃষি আইন প্রত্যাহার করতে হবে ৷ না হলে আন্দোলন নিয়ে নতুন পরিকল্পনার কথা ভাবতে হবে ।
9. মার্চ থেকেই টিকা পাবেন পঞ্চাশোর্ধরা, জানালেন হর্ষ বর্ধন
প্রথম দফায় টিকা দেওয়া হয়েছে করোনা মোকাবিলায় নিযুক্ত প্রথম সারির যোদ্ধাদের । এবার পরবর্তী পর্যায়ে যাঁদের বয়স 50 বছরে বেশি, তাঁদের টিকা দেওয়া হবে । মার্চ মাস থেকেই শুরু হয়ে পরবর্তী পর্যায়ের টিকাকরণ ।
10. আত্মবিশ্বাসী নাড্ডা, গেরুয়া ধ্বজা উড়িয়ে সূচনা পরিবর্তন যাত্রার
বিজেপির রাজনৈতিক কৌশলের সঙ্গে রথযাত্রার সম্পর্ক নতুন নয় । তবে বাংলায় আইনি মারপ্যাঁচের মধ্যে পড়ে রথযাত্রার নাম বদলে পরিবর্তন যাত্রা করতে হয়েছে । তবে তাতেও দমে যেতে রাজি নন নাড্ডা-কৈলাসরা । রথের আকারে ট্যাবলো সাজিয়েই শুরু হল পরিবর্তন যাত্রার ।