কলকাতা, ১৯ জুলাই : উত্তরপ্রদেশের সোনভদ্রে দশ জন দলিত মানুষের খুনের ঘটনায় উত্তাল দেশ ৷ ওই পরিবারের পাশে দাঁড়াতে এবং স্বচক্ষে ঘটনা পরস্পরা পর্যবেক্ষণ করতে আগামীকাল উত্তরপ্রদেশ যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ দলটির নেতৃত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন ৷ থাকবেন বর্তমান ও প্রাক্তন সংসদ সদস্যরা ৷
সোনভদ্রের ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের যোগী সরকারের দিকে একাধিক অভিযোগ উঠেছে ৷ নিন্দায় সরব হয়েছেন অনেকেই ৷ আজ ঘটনাস্থানে যেতে গিয়ে বাধা পান প্রিয়াঙ্কা গান্ধি ৷ অন্যদিকে, BJP সরকারের উপর চাপ বাড়াতে এবার আসরে তৃণমূল ৷ আজই রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন সুখেন্দুশেখর রায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি ৷ তৃণমূল সাংসদের রাজ্যসভায় জানতে চান, "পশ্চিমবঙ্গে দু'এক জনের মৃত্যুর ঘটনা ঘটলেই অ্যাডভাইসারি নোট পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ উত্তরপ্রদেশের সোনভদ্রে এতজনের মৃত্যুর পর কী পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ৷"
শুধু সংসদ নয়, BJP-র উপর চাপ বাড়াতে এবার উত্তরপ্রদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল দল ৷ এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্যে প্রতিনিধি দল পাঠিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসমে যখন গণহত্যার ঘটনা ঘটেছিল তখনও সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ কেন্দ্র বিরোধী সুর সপ্তমে তুলতে এবার উত্তরপ্রদেশকেই বেছে নিলেন মমতা ৷ 21 জুলাইয়ের আগেই সংসদে উত্তরপ্রদেশের ঘটনায় তৃণমূল কংগ্রেসের অবস্থান রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ৷ সোনভদ্রে নিহতদের শ্রদ্ধা জানাতে আজ কলকাতা গান্ধি মূর্তির পাদদেশে নীরবতা পালন করে তৃণমূল কংগ্রেস ৷