ETV Bharat / bharat

কাল উত্তরপ্রদেশের সোনভদ্রে তৃণমূল প্রতিনিধি দল

আক্রান্ত দলিতদের পাশে দাঁড়াতে আগামীকাল উত্তরপ্রদেশে তৃণমূলের প্রতিনিধি দল ৷

author img

By

Published : Jul 19, 2019, 9:34 PM IST

Updated : Jul 19, 2019, 9:42 PM IST

ফাইল ফোটো

কলকাতা, ১৯ জুলাই : উত্তরপ্রদেশের সোনভদ্রে দশ জন দলিত মানুষের খুনের ঘটনায় উত্তাল দেশ ৷ ওই পরিবারের পাশে দাঁড়াতে এবং স্বচক্ষে ঘটনা পরস্পরা পর্যবেক্ষণ করতে আগামীকাল উত্তরপ্রদেশ যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ দলটির নেতৃত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন ৷ থাকবেন বর্তমান ও প্রাক্তন সংসদ সদস্যরা ৷

সোনভদ্রের ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের যোগী সরকারের দিকে একাধিক অভিযোগ উঠেছে ৷ নিন্দায় সরব হয়েছেন অনেকেই ৷ আজ ঘটনাস্থানে যেতে গিয়ে বাধা পান প্রিয়াঙ্কা গান্ধি ৷ অন্যদিকে, BJP সরকারের উপর চাপ বাড়াতে এবার আসরে তৃণমূল ৷ আজই রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন সুখেন্দুশেখর রায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি ৷ তৃণমূল সাংসদের রাজ্যসভায় জানতে চান, "পশ্চিমবঙ্গে দু'এক জনের মৃত্যুর ঘটনা ঘটলেই অ্যাডভাইসারি নোট পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ উত্তরপ্রদেশের সোনভদ্রে এতজনের মৃত্যুর পর কী পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ৷"

শুধু সংসদ নয়, BJP-র উপর চাপ বাড়াতে এবার উত্তরপ্রদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল দল ৷ এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্যে প্রতিনিধি দল পাঠিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসমে যখন গণহত্যার ঘটনা ঘটেছিল তখনও সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ কেন্দ্র বিরোধী সুর সপ্তমে তুলতে এবার উত্তরপ্রদেশকেই বেছে নিলেন মমতা ৷ 21 জুলাইয়ের আগেই সংসদে উত্তরপ্রদেশের ঘটনায় তৃণমূল কংগ্রেসের অবস্থান রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ৷ সোনভদ্রে নিহতদের শ্রদ্ধা জানাতে আজ কলকাতা গান্ধি মূর্তির পাদদেশে নীরবতা পালন করে তৃণমূল কংগ্রেস ৷

কলকাতা, ১৯ জুলাই : উত্তরপ্রদেশের সোনভদ্রে দশ জন দলিত মানুষের খুনের ঘটনায় উত্তাল দেশ ৷ ওই পরিবারের পাশে দাঁড়াতে এবং স্বচক্ষে ঘটনা পরস্পরা পর্যবেক্ষণ করতে আগামীকাল উত্তরপ্রদেশ যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ৷ দলটির নেতৃত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন ৷ থাকবেন বর্তমান ও প্রাক্তন সংসদ সদস্যরা ৷

সোনভদ্রের ঘটনা নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের যোগী সরকারের দিকে একাধিক অভিযোগ উঠেছে ৷ নিন্দায় সরব হয়েছেন অনেকেই ৷ আজ ঘটনাস্থানে যেতে গিয়ে বাধা পান প্রিয়াঙ্কা গান্ধি ৷ অন্যদিকে, BJP সরকারের উপর চাপ বাড়াতে এবার আসরে তৃণমূল ৷ আজই রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন সুখেন্দুশেখর রায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি ৷ তৃণমূল সাংসদের রাজ্যসভায় জানতে চান, "পশ্চিমবঙ্গে দু'এক জনের মৃত্যুর ঘটনা ঘটলেই অ্যাডভাইসারি নোট পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ উত্তরপ্রদেশের সোনভদ্রে এতজনের মৃত্যুর পর কী পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ৷"

শুধু সংসদ নয়, BJP-র উপর চাপ বাড়াতে এবার উত্তরপ্রদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল দল ৷ এর আগেও একাধিকবার বিভিন্ন রাজ্যে প্রতিনিধি দল পাঠিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অসমে যখন গণহত্যার ঘটনা ঘটেছিল তখনও সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ কেন্দ্র বিরোধী সুর সপ্তমে তুলতে এবার উত্তরপ্রদেশকেই বেছে নিলেন মমতা ৷ 21 জুলাইয়ের আগেই সংসদে উত্তরপ্রদেশের ঘটনায় তৃণমূল কংগ্রেসের অবস্থান রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ৷ সোনভদ্রে নিহতদের শ্রদ্ধা জানাতে আজ কলকাতা গান্ধি মূর্তির পাদদেশে নীরবতা পালন করে তৃণমূল কংগ্রেস ৷

Intro:
দলিত খুন হওয়ার প্রতিবাদে কাল উত্তর প্রদেশ যাবে তৃণমূলের সংসদীয় দল


কলকাতা, ১৯ জুলাই : উত্তরপ্রদেশের সোন ভদ্রে দলিত খুন হওয়ার প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। বিকেলে গান্ধী মূর্তি পাদদেশে মৃত দলিতদের প্রতি শোক জ্ঞাপন করলেন তৃণমূলের মহিলা ব্রিগেড। ‌আগামীকাল উত্তর প্রদেশে মৃত পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূলের সংসদীয় দল। সংসদেও দলিত খুনের প্রসঙ্গ তুলে সরব হবেন তৃণমূল সাংসদরা।


Body: ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

বুধবার উত্তর প্রদেশের সোন ভদ্রে ৩ নিয়ে মহিলা সহ ১০ জন দলিত সম্প্রদায়ের মানুষ খুন হন। জখম হন ২৩ জন । এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় রাজনৈতিক চাপানউতোর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একে একে তোপ দাগতে শুরু করেন বিরোধীরা। গোটা দেশে ছড়িয়ে পড়ে এই ঘটনার আঁচ । আজ কলকাতাতেও বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সদস্যরা। মোমবাতি জ্বালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে মৃত দলিতদের প্রতি শোক জ্ঞাপন করেন তাঁরা । নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়, দোলা সেন, নয়না বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল মহিলা শাখার অন্যান্য সদস্যরা। রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'উত্তরপ্রদেশের দীর্ঘদিন ধরে সন্ত্রাস চলছে। হত্যালীলা চলছে। কিন্তু এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না উত্তর প্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল উত্তরপ্রদেশ যাবে তৃণমূলের সংসদীয় দল।


Conclusion:
Last Updated : Jul 19, 2019, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.