আহমেদাবাদ, 1 জুলাই : জগন্নাথের জন্য রুপোর রথ উপহার। তবে এ উপহার এল মুসলিম সম্প্রদায়ের তরফে। আহমেদাবাদের জামালপুর শহরে জগন্নাথের স্নানযাত্রা জন্য রুপোর রথ উপহার দিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গত 20 বছর ধরে রথযাত্রার সময় রুপোর রথ উপহার দিচ্ছে জামালপুরের মুসলিম সম্প্রদায় ।
চলতি বছর আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে রাউফ বাঙালি জনৈক ব্যক্তি রুপোর রথ উপহার দিয়েছেন । তিনি বললেন, "গোধরা-কাণ্ডের পরই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এই রুপোর রথ উপহারের চল শুরু। রুপোর রথটি মন্দিরের প্রধান পুরোহিত দিলীপদাস মহারাজের হাতে তুলে দেওয়া হয়। "
আরও পড়ুন : মহারাষ্ট্রে মালগাড়ি লাইনচ্যুত, ভারী বৃষ্টিতে বাতিল একাধিক ট্রেন
এই রথ উপহার পাওয়ার পর দিলীপদাস মহারাজ বলেন, "রাউফ বাঙালি মন্দিরের জন্য একটি রুপোর রথ উপহার দিয়েছেন।" তাঁর কথায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মুসলিম সম্প্রদায়ের প্রচেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। বলেন, তাঁর প্রার্থনা এভাবে যেন সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে ।"