ETV Bharat / bharat

তৃণমূলের ভোট লুট নিয়ে সরব, "ইতিবাচক শক্তি" বলে BJP-র ইনিংস শুরু শোভনের - sovon-baishakhi join bjp at delhi

দিদির 'অপমান' মানতে পারেননি শোভন । মন্ত্রী ও মেয়র পদ থেকে ইস্তফা দেন । দলের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করেন ।

বিজেপির সদর দপ্তরে শোভন চট্টোপাধ্যায়
author img

By

Published : Aug 14, 2019, 5:38 PM IST

দিল্লি, 14 অগাস্ট : জল্পনার অবসান । BJP-তে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । আজ দিল্লিতে BJP-র সদর দপ্তরে তাঁরা যোগ দেন ।

সম্পর্কটা তলানিতে ঠেকেছিল আগেই । রাজনীতি ছেড়ে শোভনের 'বন্ধুত্ব' (বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে) মানতে পারেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একাধিকবার সতর্ক করেছিলেন । এরমধ্যে আবার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা চলছে শোভনের । রত্নাও একাধিকবার মমতার সঙ্গে দেখা করেন । শোভনের উপর ক্ষোভ বাড়তে থাকে তৃণমূল সুপ্রিমোর । একবার তো প্রশ্ন করে বসেন, "তুই কী করবি ঠিক কর ।"

দিদির 'অপমান' মানতে পারেননি শোভন । মন্ত্রী ও মেয়র পদ থেকে ইস্তফা দেন । দলের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করেন । মাঝে জল্পনা চলছিল খুব শিগগিরই BJP-তে যাচ্ছেন শোভন । কেটে যায় লোকসভা নির্বাচন । তখনও শোভন কোনও দলে যাননি । আশা বাড়ে তৃণমূলের । মমতার দূত হিসেবে তাঁর কাছে যান ফিরহাদ । বন্ধুর সঙ্গে খোশমেজাজে আড্ডা দিলেও তৃণমূলে ফেরার ব্যাপারে রা কাড়েননি শোভন । এরপর তাঁর কাছে রতন বন্দ্যোপাধ্যায়কে পাঠান মমতা । চিঁড়ে ভেজেনি । সম্প্রতি সাংবাদিক বৈঠক ডেকে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় । দেখা করেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও । কিন্তু, পার্থবাবু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি । শোভনের মতিগতি বুঝতে আসরে নামেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা বলেন । যদিও গতকালই স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন শোভন ।

চিত্রটা পরিষ্কার হয়ে গেছিল তখনই । সন্ধ্যায় দিল্লি চলে যান শোভন-বৈশাখি । আজ বিকেলেই করেন যোগদান । যোগদান পর্ব মুকুল রায় সাংবাদিক বৈঠকে বলেন, "শোভন দলে আসায় BJP-র শক্তি বাড়ল । শোভন-বৈশাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সব কা সাথ সব কা বিশ্বাসে আকৃষ্ট হয়েছেন । তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে শোভনের ভূমিকা ছিল । আর এবার তৃণমূল কংগ্রেস বিরোধী দলের তকমা হারাবে । 30টিও আসন পাবে না । কলকাতা পৌরনিগম নির্বাচনেও তৃণমূল হারবে ।"

স্বাভাবিকভাবে কৌতুহল বাড়ছিল শোভন কী বলেন । মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদগার করেন কি না । নাম করে আক্রমণ অবশ্য করেননি । তবে, পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলেছেন । বললেন, "পঞ্চায়েত নির্বাচনের সময় প্রশ্ন তুলেছিলাম, কেন বিরোধীদের লড়তে দেওয়া হচ্ছে না । মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না ।" এরপর তাঁর সংযোজন, BJP যেভাবে দেশ চালাচ্ছে তাতে নেতিবাচক রাজনীতির কোনও জায়গা নেই ।

দিল্লি, 14 অগাস্ট : জল্পনার অবসান । BJP-তে যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । আজ দিল্লিতে BJP-র সদর দপ্তরে তাঁরা যোগ দেন ।

সম্পর্কটা তলানিতে ঠেকেছিল আগেই । রাজনীতি ছেড়ে শোভনের 'বন্ধুত্ব' (বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে) মানতে পারেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একাধিকবার সতর্ক করেছিলেন । এরমধ্যে আবার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্সের মামলা চলছে শোভনের । রত্নাও একাধিকবার মমতার সঙ্গে দেখা করেন । শোভনের উপর ক্ষোভ বাড়তে থাকে তৃণমূল সুপ্রিমোর । একবার তো প্রশ্ন করে বসেন, "তুই কী করবি ঠিক কর ।"

দিদির 'অপমান' মানতে পারেননি শোভন । মন্ত্রী ও মেয়র পদ থেকে ইস্তফা দেন । দলের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করেন । মাঝে জল্পনা চলছিল খুব শিগগিরই BJP-তে যাচ্ছেন শোভন । কেটে যায় লোকসভা নির্বাচন । তখনও শোভন কোনও দলে যাননি । আশা বাড়ে তৃণমূলের । মমতার দূত হিসেবে তাঁর কাছে যান ফিরহাদ । বন্ধুর সঙ্গে খোশমেজাজে আড্ডা দিলেও তৃণমূলে ফেরার ব্যাপারে রা কাড়েননি শোভন । এরপর তাঁর কাছে রতন বন্দ্যোপাধ্যায়কে পাঠান মমতা । চিঁড়ে ভেজেনি । সম্প্রতি সাংবাদিক বৈঠক ডেকে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন বৈশাখি বন্দ্যোপাধ্যায় । দেখা করেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও । কিন্তু, পার্থবাবু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি । শোভনের মতিগতি বুঝতে আসরে নামেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । স্ট্যান্ডিং কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা বলেন । যদিও গতকালই স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন শোভন ।

চিত্রটা পরিষ্কার হয়ে গেছিল তখনই । সন্ধ্যায় দিল্লি চলে যান শোভন-বৈশাখি । আজ বিকেলেই করেন যোগদান । যোগদান পর্ব মুকুল রায় সাংবাদিক বৈঠকে বলেন, "শোভন দলে আসায় BJP-র শক্তি বাড়ল । শোভন-বৈশাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সব কা সাথ সব কা বিশ্বাসে আকৃষ্ট হয়েছেন । তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে শোভনের ভূমিকা ছিল । আর এবার তৃণমূল কংগ্রেস বিরোধী দলের তকমা হারাবে । 30টিও আসন পাবে না । কলকাতা পৌরনিগম নির্বাচনেও তৃণমূল হারবে ।"

স্বাভাবিকভাবে কৌতুহল বাড়ছিল শোভন কী বলেন । মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদগার করেন কি না । নাম করে আক্রমণ অবশ্য করেননি । তবে, পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ তুলেছেন । বললেন, "পঞ্চায়েত নির্বাচনের সময় প্রশ্ন তুলেছিলাম, কেন বিরোধীদের লড়তে দেওয়া হচ্ছে না । মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না ।" এরপর তাঁর সংযোজন, BJP যেভাবে দেশ চালাচ্ছে তাতে নেতিবাচক রাজনীতির কোনও জায়গা নেই ।

New Delhi, Aug 14 (ANI): Amid massive protests in Honk Kong, US President Trump took to twitter and said that "our Intelligence has informed us that the Chinese Government is moving troops to the Border with Hong Kong. Everyone should be calm and safe." Anti Government protests in Hong Kong have turned violent and five protestors were arrested for 'assaulting officers'. Flights have also been delayed and cancelled at the Hong Kong airport.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.