ETV Bharat / bharat

JNU-তে তৃণমূল নেতাদের ঢুকতে বাধা, ক্যাম্পাসের বাইরে অবস্থান - JNU

দীনেশ ত্রিবেদী বলেন, "JNU খুব বড়ো প্রতিষ্ঠান । এখানে জঙ্গি হামলা হয়েছে । বারবার জঙ্গি হামলা বলছি কারণ তারা প্রত্যেকে মুখে কাপড় বেঁধে এসেছিল । আমরা চাই এই দেশদ্রোহীদের শাস্তি হোক ।"

image
অবস্থান তৃণমূল প্রতিনিধিদে
author img

By

Published : Jan 6, 2020, 6:36 PM IST

Updated : Jan 6, 2020, 7:28 PM IST

দিল্লি,6 জানুয়ারি : আক্রান্তদের পাশে দাঁড়াতে আজ JNU যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল ৷ তবে তাদের JNU-তে ঢুকতে বাধা দেওয়া হয় । প্রতিনিধি দলে রয়েছেন দীনেশ ত্রিবেদী, মানস ভুঁইঞা, বিবেক গুপ্তা, শান্তনু সেন ও সাজদা আহমেদ । ক্যাম্পাস ঢুকতে না দেওয়ায় বাইরেই অবস্থানে বসেন তৃণমূল নেতা-নেত্রীরা । তাঁদের অভিযোগ, সবাইকে ঢুকতে দেওয়া হলেও তাঁদের দেওয়া হচ্ছে না ৷

এই প্রসঙ্গে প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, "আমাদের যেতে দেওয়া হচ্ছে না । বাধা দেওয়া হচ্ছে । আমরা গান্ধীনীতি অবলম্বন করে সত্যাগ্রহ পালন করছি ৷ আমাদের বাদে সবাইকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে । বাধা পাচ্ছি আমরা । কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে ওঁরা । মমতা মানেই গণতন্ত্র । মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়া মানে গণতন্ত্রকে ভয় পাওয়া । আমরা কোনও ঝামেলা চাই না । আমরা যদি মুখে কাপড় বেঁধে আসতাম তাহলে হয়তো ঢুকতে দিত ।"

দেখুন ভিডিয়ো

JNU-তে হামলার প্রতিবাদে গতকালই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই আক্রমণের বিরোধিতা করে জানিয়েছিলেন, তাঁর দল আক্রান্তদের পাশে থাকবে ৷ পাশাপাশি ঘোষণা করেন, দলের প্রতিনিধিরা আজ দিল্লি যাবে ৷ সেই মতো দীনেশ ত্রিবেদীরা আজ JNU আসেন ৷ কিন্তু, ক্যাম্পাসে ঢোকার সময় বাধার মুখে পড়েন তাঁরা ৷

দীনেশ ত্রিবেদী বলেন, "JNU খুব বড়ো প্রতিষ্ঠান । এখানে জঙ্গি হামলা হয়েছে । বারবার জঙ্গি হামলা বলছি কারণ তারা প্রত্যেকে মুখে কাপড় বেঁধে এসেছিল । আমরা চাই এই দেশদ্রোহীদের শাস্তি হোক । জঙ্গি হামলায় যে আইনি ব্যবস্থা নেওয়া হয় এখানেও একই ব্যবস্থা নেওয়া হোক । "

উল্লেখ্য গতরাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় একদল দুষ্কৃতী । মুখে কাপড় বেঁধে রড ও পাথর নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর হামলা চালানো হয় । হামলায় জখম হন একাধিক পড়ুয়া ও শিক্ষক ।

দিল্লি,6 জানুয়ারি : আক্রান্তদের পাশে দাঁড়াতে আজ JNU যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল ৷ তবে তাদের JNU-তে ঢুকতে বাধা দেওয়া হয় । প্রতিনিধি দলে রয়েছেন দীনেশ ত্রিবেদী, মানস ভুঁইঞা, বিবেক গুপ্তা, শান্তনু সেন ও সাজদা আহমেদ । ক্যাম্পাস ঢুকতে না দেওয়ায় বাইরেই অবস্থানে বসেন তৃণমূল নেতা-নেত্রীরা । তাঁদের অভিযোগ, সবাইকে ঢুকতে দেওয়া হলেও তাঁদের দেওয়া হচ্ছে না ৷

এই প্রসঙ্গে প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, "আমাদের যেতে দেওয়া হচ্ছে না । বাধা দেওয়া হচ্ছে । আমরা গান্ধীনীতি অবলম্বন করে সত্যাগ্রহ পালন করছি ৷ আমাদের বাদে সবাইকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে । বাধা পাচ্ছি আমরা । কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে ওঁরা । মমতা মানেই গণতন্ত্র । মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়া মানে গণতন্ত্রকে ভয় পাওয়া । আমরা কোনও ঝামেলা চাই না । আমরা যদি মুখে কাপড় বেঁধে আসতাম তাহলে হয়তো ঢুকতে দিত ।"

দেখুন ভিডিয়ো

JNU-তে হামলার প্রতিবাদে গতকালই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই আক্রমণের বিরোধিতা করে জানিয়েছিলেন, তাঁর দল আক্রান্তদের পাশে থাকবে ৷ পাশাপাশি ঘোষণা করেন, দলের প্রতিনিধিরা আজ দিল্লি যাবে ৷ সেই মতো দীনেশ ত্রিবেদীরা আজ JNU আসেন ৷ কিন্তু, ক্যাম্পাসে ঢোকার সময় বাধার মুখে পড়েন তাঁরা ৷

দীনেশ ত্রিবেদী বলেন, "JNU খুব বড়ো প্রতিষ্ঠান । এখানে জঙ্গি হামলা হয়েছে । বারবার জঙ্গি হামলা বলছি কারণ তারা প্রত্যেকে মুখে কাপড় বেঁধে এসেছিল । আমরা চাই এই দেশদ্রোহীদের শাস্তি হোক । জঙ্গি হামলায় যে আইনি ব্যবস্থা নেওয়া হয় এখানেও একই ব্যবস্থা নেওয়া হোক । "

উল্লেখ্য গতরাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় একদল দুষ্কৃতী । মুখে কাপড় বেঁধে রড ও পাথর নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর হামলা চালানো হয় । হামলায় জখম হন একাধিক পড়ুয়া ও শিক্ষক ।

Tehran (Iran), Jan 06 (ANI): Massive crowds gathered on the street of Iranian capital Tehran for the funeral of Iranian military commander Qasem Soleimani. Soleimani was killed in an US airstrike on January 03. Iran has vowed 'severe revenge' for the death of Soleimani.
Last Updated : Jan 6, 2020, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.