ETV Bharat / bharat

দেশদ্রোহিতার অভিযোগ, এক বছরের জেল ভাইকোর - Dmk

এক বছরের জেলের সাজা ভাইকোর।

চিত্র
author img

By

Published : Jul 5, 2019, 1:57 PM IST

Updated : Jul 5, 2019, 3:29 PM IST

চেন্নাই, 5 জুলাই : তামিলনাড়ুর রাজনীতিবিদ ভি গোপালাস্বামীকে (ভাইকো) এক বছরের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিল চেন্নাইয়ের আদালত। তাঁকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।


2009 সালে নিজের বই 'নান কুত্রাম সাতুগিরেন' প্রকাশের সময় তিনি বলেন শ্রীলংকায় LTTE-র বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না হলে ভারত কখনই এক দেশ থাকবে না "। এই মন্তব্যের উপর ভিত্তি করে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এ দিন ।

তামিলনাড়ুতে DMK জোটের মাধ্যমে রাজ্যসভায় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি চলতি সপ্তাহেই । আগামীকাল তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। 15 বছর পর সংসদে ফেরার কথা তাঁর ।


2002 সালে জয়ললিতাশাসিত AIDMK সরকারের আমলে আপত্তিকর মন্তব্য করার জন্য সন্ত্রাসদমন আইনে তাঁকে গ্রেপ্তার করা হয় । ভেলোরে প্রায় এক বছর জেলে ছিলেন তিনি। 2014 সালে তুলে নেওয়া সেই মামলা।

চেন্নাই, 5 জুলাই : তামিলনাড়ুর রাজনীতিবিদ ভি গোপালাস্বামীকে (ভাইকো) এক বছরের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিল চেন্নাইয়ের আদালত। তাঁকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।


2009 সালে নিজের বই 'নান কুত্রাম সাতুগিরেন' প্রকাশের সময় তিনি বলেন শ্রীলংকায় LTTE-র বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না হলে ভারত কখনই এক দেশ থাকবে না "। এই মন্তব্যের উপর ভিত্তি করে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এ দিন ।

তামিলনাড়ুতে DMK জোটের মাধ্যমে রাজ্যসভায় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি চলতি সপ্তাহেই । আগামীকাল তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল। 15 বছর পর সংসদে ফেরার কথা তাঁর ।


2002 সালে জয়ললিতাশাসিত AIDMK সরকারের আমলে আপত্তিকর মন্তব্য করার জন্য সন্ত্রাসদমন আইনে তাঁকে গ্রেপ্তার করা হয় । ভেলোরে প্রায় এক বছর জেলে ছিলেন তিনি। 2014 সালে তুলে নেওয়া সেই মামলা।

Ratnagiri (Maharashtra), July 04 (ANI): While speaking to ANI on Ratnagiri's Tiware dam breach, National Disaster Response Force (NDRF) official Sachidanand Gawade said, "13 bodies have been recovered so far. 10 people are still missing. We received information that body of a woman has been found 35 km away from the dam in Vashishti River. It's being ascertained if her death was in connection with this incident or not."

Last Updated : Jul 5, 2019, 3:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.