ETV Bharat / bharat

সম্পূর্ণ নিষিদ্ধ, প্লাস্টিকমুক্ত তিরুপতি - তিরুপতি

প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাপড় ও কাগজের ব্যাগ । ফলে শহরে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে । আর তাতেই এখন প্রায় প্লাস্টিকমুক্ত তিরুপতি ।

Plastic
প্লাস্টিক
author img

By

Published : Jan 20, 2020, 7:46 AM IST

তিরুপতি (অন্ধ্রপ্রদেশে) : দেশে দেবানুগত্যের পরেই থাকবে স্বচ্ছতার স্থান । এটাই ছিল গান্ধিজির স্বপ্ন । প্রকৃতি সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য । কিন্তু এরকম প্রকৃতিময় পরিবেশের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্লাস্টিক । দেশে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে পলিমারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং তা সীমা ছাড়িয়েছে । আজকাল পৃথিবীতে মিলিয়ে যাবে না এমন প্লাস্টিকের স্তুপ সচরাচরই দেখা যায় ।এই প্লাস্টিক ব্যবহার বন্ধে উদ্যোগ নিয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি ।

বর্তমানে তিরুপতিতে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে । প্লাস্টিকের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে কাপড়, কাগজ ও ফাইবারের ব্যাগ । আর তা দিয়ে জীবিকা নির্বাহ করছে নগরবাসী । এই কাজে যুক্ত থেকে সাবলম্বী হয়েছে মহিলারাও ।

সাড়ে 3 লাখ নগরবাসীর পাশাপাশি প্রতিদিন লাখ লাখ ভক্তের সমাগম হয় তিরুপতিতে । অন্ধ্রপ্রদেশের সবথেকে জনবহুল শহর এটি । এখন এই শহরের কাছে প্লাস্টিক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে । প্লাস্টিকজাতীয় সামগ্রীর ব্যবহারের জন্য দিন দিন দূষণে জর্জরিত হচ্ছে তিরুপতি । আর তাই আসরে নেমেছে শহরের মিউনিসিপাল কর্পোরেশন ।

মিউনিসিপালের উদ্যোগে প্লাস্টিক মুক্ত তিরুপতি

ভারতের 10 টি স্বচ্ছ শহরের মধ্যে স্থান রয়েছে তিরুপতির । 2018-র 2 অক্টোবর প্লাস্টিক ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয় শহরের মিউনিসিপাল কর্পোরেশন । কিন্তু নিষেধাজ্ঞা জারি করার আগে শহরবাসীকে নিয়ে একাধিক সচেতনতা শিবির করা হয় । প্লাস্টিক ব্যবহারের খারাপ দিকগুলি নিয়ে মানুষকে সচেতন করতে স্কুল, কলেজ ও বিভিন্ন অফিসের তরফে ব়্যালি ও অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

মিউনিসিপাল কর্পোরেশনের প্লাস্টিক নিয়ে যে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় তার নাম দেওয়া হয় 'প্লাস্টিক বহিষ্করণ জয়াভেরি' । গত বছর অক্টোবরে মানুষ নিজের উদ্যোগে বাড়ি থেকে প্লাস্টিকে ব্যাগ নিয়ে আসে । তারপর সেগুলি মিউনিসিপাল কর্পোরেশনের পুনর্ব্যবহারযোগ্য বিভাগের হাতে তুলে দেয় ।

প্লাস্টিক ব্যবহার বন্ধ করলেই হবে না তার বদলে মানুষের হাতে তুলে দিতে হবে বিকল্প । আর সেই বিকল্প খুঁজে বের করার কাজটাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেয় মিউনিসিপাল কর্পোরেশন । ফলে কাগজ, কাপড় ও ফাইবার দিয়ে তৈরি হল ব্যাগ । অন্যদিকে এই কাজের ফলে যথেষ্ট আয় করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।

শহরের বিভিন্ন জায়গায় পাট ও কাপড়ের তৈরি ব্যাগ বিক্রি করছে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । মিউনিসিপাল এলাকায় অভাব দূর করতেও অর্থও বরাদ্দ করা হয় । বিশেষজ্ঞরাও প্লাস্টিকমুক্ত এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। চিত্তুর জেলার রামাচন্দ্রপুরমের অক্ষয় ক্ষেত্রম এই ধরনের কার্যকলাপের কেন্দ্র হয়ে দাঁড়ায় ।

প্লাস্টিকের বিকল্প হিসেবে কাপড় ও কাগজের ব্যাগ তৈরির জন্য মানসিক প্রতিবন্ধীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । এই ব্যাগই তিরুমালা-তিরুপতি দেবস্থানামসের প্রাসাদম কাউন্টারে বিক্রি করা হবে । আপাতত মন্দিরের দুটি কাউন্টার থেকে এই ব্যাগগুলি ভক্তদের দেওয়া হচ্ছে ।

এই উদ্যোগ সফল হওয়ায় পৌর আধিকারিকরা খুশি । তারা জানান, এই সাফল্য তিরুপতির মানুষেরই । পরিবেশকে সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসাও কুড়াচ্ছে । একইসঙ্গে এই উদ্যোগের ফলে বেকারদের কর্মসংস্থানও হয়েছে ।

তিরুপতি (অন্ধ্রপ্রদেশে) : দেশে দেবানুগত্যের পরেই থাকবে স্বচ্ছতার স্থান । এটাই ছিল গান্ধিজির স্বপ্ন । প্রকৃতি সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য । কিন্তু এরকম প্রকৃতিময় পরিবেশের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে প্লাস্টিক । দেশে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে পলিমারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং তা সীমা ছাড়িয়েছে । আজকাল পৃথিবীতে মিলিয়ে যাবে না এমন প্লাস্টিকের স্তুপ সচরাচরই দেখা যায় ।এই প্লাস্টিক ব্যবহার বন্ধে উদ্যোগ নিয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি ।

বর্তমানে তিরুপতিতে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে । প্লাস্টিকের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে কাপড়, কাগজ ও ফাইবারের ব্যাগ । আর তা দিয়ে জীবিকা নির্বাহ করছে নগরবাসী । এই কাজে যুক্ত থেকে সাবলম্বী হয়েছে মহিলারাও ।

সাড়ে 3 লাখ নগরবাসীর পাশাপাশি প্রতিদিন লাখ লাখ ভক্তের সমাগম হয় তিরুপতিতে । অন্ধ্রপ্রদেশের সবথেকে জনবহুল শহর এটি । এখন এই শহরের কাছে প্লাস্টিক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে । প্লাস্টিকজাতীয় সামগ্রীর ব্যবহারের জন্য দিন দিন দূষণে জর্জরিত হচ্ছে তিরুপতি । আর তাই আসরে নেমেছে শহরের মিউনিসিপাল কর্পোরেশন ।

মিউনিসিপালের উদ্যোগে প্লাস্টিক মুক্ত তিরুপতি

ভারতের 10 টি স্বচ্ছ শহরের মধ্যে স্থান রয়েছে তিরুপতির । 2018-র 2 অক্টোবর প্লাস্টিক ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয় শহরের মিউনিসিপাল কর্পোরেশন । কিন্তু নিষেধাজ্ঞা জারি করার আগে শহরবাসীকে নিয়ে একাধিক সচেতনতা শিবির করা হয় । প্লাস্টিক ব্যবহারের খারাপ দিকগুলি নিয়ে মানুষকে সচেতন করতে স্কুল, কলেজ ও বিভিন্ন অফিসের তরফে ব়্যালি ও অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

মিউনিসিপাল কর্পোরেশনের প্লাস্টিক নিয়ে যে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় তার নাম দেওয়া হয় 'প্লাস্টিক বহিষ্করণ জয়াভেরি' । গত বছর অক্টোবরে মানুষ নিজের উদ্যোগে বাড়ি থেকে প্লাস্টিকে ব্যাগ নিয়ে আসে । তারপর সেগুলি মিউনিসিপাল কর্পোরেশনের পুনর্ব্যবহারযোগ্য বিভাগের হাতে তুলে দেয় ।

প্লাস্টিক ব্যবহার বন্ধ করলেই হবে না তার বদলে মানুষের হাতে তুলে দিতে হবে বিকল্প । আর সেই বিকল্প খুঁজে বের করার কাজটাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেয় মিউনিসিপাল কর্পোরেশন । ফলে কাগজ, কাপড় ও ফাইবার দিয়ে তৈরি হল ব্যাগ । অন্যদিকে এই কাজের ফলে যথেষ্ট আয় করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ।

শহরের বিভিন্ন জায়গায় পাট ও কাপড়ের তৈরি ব্যাগ বিক্রি করছে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । মিউনিসিপাল এলাকায় অভাব দূর করতেও অর্থও বরাদ্দ করা হয় । বিশেষজ্ঞরাও প্লাস্টিকমুক্ত এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন। চিত্তুর জেলার রামাচন্দ্রপুরমের অক্ষয় ক্ষেত্রম এই ধরনের কার্যকলাপের কেন্দ্র হয়ে দাঁড়ায় ।

প্লাস্টিকের বিকল্প হিসেবে কাপড় ও কাগজের ব্যাগ তৈরির জন্য মানসিক প্রতিবন্ধীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । এই ব্যাগই তিরুমালা-তিরুপতি দেবস্থানামসের প্রাসাদম কাউন্টারে বিক্রি করা হবে । আপাতত মন্দিরের দুটি কাউন্টার থেকে এই ব্যাগগুলি ভক্তদের দেওয়া হচ্ছে ।

এই উদ্যোগ সফল হওয়ায় পৌর আধিকারিকরা খুশি । তারা জানান, এই সাফল্য তিরুপতির মানুষেরই । পরিবেশকে সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসাও কুড়াচ্ছে । একইসঙ্গে এই উদ্যোগের ফলে বেকারদের কর্মসংস্থানও হয়েছে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.