ETV Bharat / bharat

সাইবার অপরাধীদের নতুন অস্ত্র টিকটক - সাইবার অপরাধীদের নতুন অস্ত্র টিকটক

অ্যাপ ডাউনলোডে মরিয়া হয়ে ওঠা কিছু মানুষের সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা ৷ যাঁরা নিয়মিত এই অ্যাপ ব্যবহার করতেন, তাঁরা সরকারের নিষেধাজ্ঞার পরও বেআইনিভাবে বিভিন্ন পন্থায় এই অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করছেন ৷ তাঁদের কাছে ভুয়ো টিকটক ডাউনলোডের লিঙ্ক পাঠিয়ে ফাঁদে ফেলছে দুষ্কৃতীরা ৷

নিজস্ব ছবি
নিজস্ব ছবি
author img

By

Published : Jul 12, 2020, 7:22 PM IST

জয়পুর, 12 জুলাই : বিশ্বব্যাপী 800 মিলিয়ন মানুষ ভিডিয়ো-শেয়ারিং সোশাল নেটওয়ার্কিং চিনা অ্যাপ টিকটক ব্যবহার করে ৷ ভারতেও সমস্ত বয়সের মানুষের কাছেই এটি জনপ্রিয়তা অর্জন করেছিল ৷ কিন্তু, সম্প্রতি এই চিনা অ্যাপটি সাইবার অপরাধের একটি মাধ্যম হয়ে উঠেছে ৷

ভারত সরকার টিকটক-সহ 59টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ যাঁরা নিয়মিত এই অ্যাপ ব্যবহার করতেন, তাঁরা সরকারের নিষেধাজ্ঞার পরও বেআইনিভাবে বিভিন্ন পন্থায় এই অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করছেন ৷ অ্যাপ ডাউনলোডে মরিয়া হয়ে ওঠা কিছু মানুষের জন্য এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা ৷

ভুয়ো অ্যাপ ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে না করছেন বিশেষজ্ঞরা
ভুয়ো অ্যাপ ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে না করছেন বিশেষজ্ঞরা

টিকটক ব্যবহারকারীরা অ্যাপের APK ভার্সনের মাধ্যমে নিষিদ্ধ এই অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করছেন ৷ APK এমন একটি ফাইল যেটার মাধ্যমে সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড করা সম্ভব ৷ অভিযোগ, অনেকের কাছেই SMS-র মাধ্যমে এই APK লিঙ্ক ডাউনলোড করার মেসেজ আসছে ৷

হোয়াটসঅ্যাপ এমনই একটি মেসেজ ভাইরাল হয়েছে ৷ এই মেসেজের সঙ্গে দেওয়া লিঙ্ক টিকটক ডাউনলোড করতে সাহায্য করবে বলে মেসেজে দাবি করা হয়েছে ৷ কিন্তু, জানা গিয়েছে এই মেসেজটি ভুয়ো ৷ মেসেজে উপস্থিত লিঙ্কটি অনলাইন বিজ্ঞাপনের সিরিজ়ের অংশ ৷

ETV ভারতও এই ধরনের লিঙ্কে সচেতনতার বার্তা তৈরি করেছে, যাতে মানুষে সত্যিটা জানতে পারে ৷ এই লিঙ্কে ক্লিক করার পরই ফোনে থাকা যোগাযোগের তালিকা সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীর অ্যাকাউন্টে চলে যায় ৷

অ্য়াপ ডাউনলোডে মরিয়া হয়ে ওঠা মানুষকে টার্গেট বানাচ্ছে সাইবার অপরাধীরা

বিশেষজ্ঞরা বলছেন, অনেকে তাঁদের ব্যক্তিগত তথ্য নিয়ে আপোষ করেছে ৷ কারণ এগুলি ম্যালওয়্যার লিঙ্ক যা ব্যবহারকারীর ফোন থেকে ডেটা ফিশিংয়ে ব্যবহৃত হয় । টিকটক ব্যবহারকারীদের অ্যাপটির প্রতি আসক্তির সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা ৷ তাঁদের বাধ্য করছে নিজেদের ফোনে এই ম্যালওয়্যারটি ডাউনলোড করার জন্য ৷

জয়পুর, 12 জুলাই : বিশ্বব্যাপী 800 মিলিয়ন মানুষ ভিডিয়ো-শেয়ারিং সোশাল নেটওয়ার্কিং চিনা অ্যাপ টিকটক ব্যবহার করে ৷ ভারতেও সমস্ত বয়সের মানুষের কাছেই এটি জনপ্রিয়তা অর্জন করেছিল ৷ কিন্তু, সম্প্রতি এই চিনা অ্যাপটি সাইবার অপরাধের একটি মাধ্যম হয়ে উঠেছে ৷

ভারত সরকার টিকটক-সহ 59টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ যাঁরা নিয়মিত এই অ্যাপ ব্যবহার করতেন, তাঁরা সরকারের নিষেধাজ্ঞার পরও বেআইনিভাবে বিভিন্ন পন্থায় এই অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করছেন ৷ অ্যাপ ডাউনলোডে মরিয়া হয়ে ওঠা কিছু মানুষের জন্য এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা ৷

ভুয়ো অ্যাপ ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে না করছেন বিশেষজ্ঞরা
ভুয়ো অ্যাপ ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে না করছেন বিশেষজ্ঞরা

টিকটক ব্যবহারকারীরা অ্যাপের APK ভার্সনের মাধ্যমে নিষিদ্ধ এই অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করছেন ৷ APK এমন একটি ফাইল যেটার মাধ্যমে সংশ্লিষ্ট অ্যাপ ডাউনলোড করা সম্ভব ৷ অভিযোগ, অনেকের কাছেই SMS-র মাধ্যমে এই APK লিঙ্ক ডাউনলোড করার মেসেজ আসছে ৷

হোয়াটসঅ্যাপ এমনই একটি মেসেজ ভাইরাল হয়েছে ৷ এই মেসেজের সঙ্গে দেওয়া লিঙ্ক টিকটক ডাউনলোড করতে সাহায্য করবে বলে মেসেজে দাবি করা হয়েছে ৷ কিন্তু, জানা গিয়েছে এই মেসেজটি ভুয়ো ৷ মেসেজে উপস্থিত লিঙ্কটি অনলাইন বিজ্ঞাপনের সিরিজ়ের অংশ ৷

ETV ভারতও এই ধরনের লিঙ্কে সচেতনতার বার্তা তৈরি করেছে, যাতে মানুষে সত্যিটা জানতে পারে ৷ এই লিঙ্কে ক্লিক করার পরই ফোনে থাকা যোগাযোগের তালিকা সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীর অ্যাকাউন্টে চলে যায় ৷

অ্য়াপ ডাউনলোডে মরিয়া হয়ে ওঠা মানুষকে টার্গেট বানাচ্ছে সাইবার অপরাধীরা

বিশেষজ্ঞরা বলছেন, অনেকে তাঁদের ব্যক্তিগত তথ্য নিয়ে আপোষ করেছে ৷ কারণ এগুলি ম্যালওয়্যার লিঙ্ক যা ব্যবহারকারীর ফোন থেকে ডেটা ফিশিংয়ে ব্যবহৃত হয় । টিকটক ব্যবহারকারীদের অ্যাপটির প্রতি আসক্তির সুযোগ নিচ্ছে সাইবার অপরাধীরা ৷ তাঁদের বাধ্য করছে নিজেদের ফোনে এই ম্যালওয়্যারটি ডাউনলোড করার জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.