ETV Bharat / bharat

ভারতে সম্পূর্ণরূপে বন্ধ হল টিকটক - বাইট ডান্স

দেশে সম্পূর্ণভাবে বন্ধ হল টিকটক অ্যাপ। গতকাল সরকারের তরফে 59 টি চিনা অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার পরই গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশনগুলি সরিয়ে ফেলা হয় ৷ তবে ফোনে অ্যাপ্লিকেশনটি কাজ করছিল । তবে এখন সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে অ্যাপ্লিকেশনগুলি ।

Tiktok
Tiktok
author img

By

Published : Jun 30, 2020, 7:45 PM IST

দিল্লি, 30 জুন : গতকাল সরকারি ঘোষণার পরই দেশে বন্ধ হয়েছে টিকটক সহ 59 টি অ্যাপ। বর্তমানে টিকটক অ্যাপটি খুললেই দেখা যাচ্ছে একটি নোটিশ। সেই নোটিশে লেখা, " প্রিয় গ্রাহক, আমরা ভারত সরকারের 59টি অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত মেনে চলছি ।"

গতকাল রাতে টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করার পরই গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি সরিয়ে দেওয়া হয় । যে সকল ব্যবহারকারীদের ফোনে আগে থেকেই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করা ছিল, তা প্রথমে কাজ করলেও বর্তমানে সমস্ত ডিভাইসে এই অ্যাপটি কাজ করা বন্ধ করে দিয়েছে ।

বর্তমানে অ্যাপটি খুললেই নেটওয়ার্ক এররের পাশাপাশি একটি নোটিশ দেখা যাচ্ছে, যেখানে লেখা " প্রিয় গ্রাহক, আমরা ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 59 টি অ্যাপ্লিকেশন বন্ধের নির্দেশিকা মেনে চলছি । ভারতের ব্যবহারকারীদের গোপনীয়তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।" বর্তমানে অ্যাপটিতে নতুন করে কোনও সুপারিশ ভিডিয়ো দেখাচ্ছেনা, বরং নেটওয়ার্ক এরর বলে একটি নোটিশ দেখাচ্ছে । সংস্থার তরফ থেকে সক্রিয়ভাবে সরকারি নির্দেশিকা মানা হচ্ছে, ব্যবহারকারীদের কাছেও এই নির্দেশিকা সম্পর্কে একটি পুশ নোটিফিকেশন পাঠানো হয়েছে ।

টিকটকের ওয়েবসাইটে ব্যবহারকারীদের উদ্দেশে একটি নোটিশে বলা হয়েছে, সংস্থার ডেভলপাররা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে এবং পদক্ষেপ গ্রহণ করতে সরকারের সঙ্গে কাজ করছে । টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধি জানান, সংস্থার তরফ থেকে সরকারি অধিকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে এবং সংস্থার ব্যাখ্যা জমা দিতে শীঘ্রই দেখা করা হবে। যদিও সূত্র অনুযায়ী, তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদের সঙ্গে নিষেধাজ্ঞা জারি করা অ্যাপগুলির কোনও প্রতিনিধির বৈঠক স্থির করা হয়নি ।

বাইট ডান্স-র অধীনে এই স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো তৈরি করার অ্যাপের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্যবহারকারীদের তথ্য চুরি করছে এবং চিন সরকারকে সেই তথ্য বিক্রি করছে। যদিও সংস্থার তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

টিকটক ছাড়াও শেয়ার ইট, ইউসি ব্রাউজার, শিন, ক্লাব ফ্যাক্টরি, ক্লাশ অফ কিংস, হেলো, এমআই কমিউনিটি, ক্যাম স্ক্যানার, ই এস ফাইল এক্সপ্লোরার, ভি মেট সহ মোট 59 টি অ্যাপ্লিকেশনের ব্যবহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার । সরকারের দাবি, এই অ্যাপ্লিকেশনগুলি ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং জনগণের শৃঙ্খলার স্বার্থে এগুলিকে নিষিদ্ধ করা হয়েছে ।

দিল্লি, 30 জুন : গতকাল সরকারি ঘোষণার পরই দেশে বন্ধ হয়েছে টিকটক সহ 59 টি অ্যাপ। বর্তমানে টিকটক অ্যাপটি খুললেই দেখা যাচ্ছে একটি নোটিশ। সেই নোটিশে লেখা, " প্রিয় গ্রাহক, আমরা ভারত সরকারের 59টি অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত মেনে চলছি ।"

গতকাল রাতে টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করার পরই গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি সরিয়ে দেওয়া হয় । যে সকল ব্যবহারকারীদের ফোনে আগে থেকেই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করা ছিল, তা প্রথমে কাজ করলেও বর্তমানে সমস্ত ডিভাইসে এই অ্যাপটি কাজ করা বন্ধ করে দিয়েছে ।

বর্তমানে অ্যাপটি খুললেই নেটওয়ার্ক এররের পাশাপাশি একটি নোটিশ দেখা যাচ্ছে, যেখানে লেখা " প্রিয় গ্রাহক, আমরা ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 59 টি অ্যাপ্লিকেশন বন্ধের নির্দেশিকা মেনে চলছি । ভারতের ব্যবহারকারীদের গোপনীয়তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।" বর্তমানে অ্যাপটিতে নতুন করে কোনও সুপারিশ ভিডিয়ো দেখাচ্ছেনা, বরং নেটওয়ার্ক এরর বলে একটি নোটিশ দেখাচ্ছে । সংস্থার তরফ থেকে সক্রিয়ভাবে সরকারি নির্দেশিকা মানা হচ্ছে, ব্যবহারকারীদের কাছেও এই নির্দেশিকা সম্পর্কে একটি পুশ নোটিফিকেশন পাঠানো হয়েছে ।

টিকটকের ওয়েবসাইটে ব্যবহারকারীদের উদ্দেশে একটি নোটিশে বলা হয়েছে, সংস্থার ডেভলপাররা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে এবং পদক্ষেপ গ্রহণ করতে সরকারের সঙ্গে কাজ করছে । টিকটক ইন্ডিয়ার প্রধান নিখিল গান্ধি জানান, সংস্থার তরফ থেকে সরকারি অধিকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে এবং সংস্থার ব্যাখ্যা জমা দিতে শীঘ্রই দেখা করা হবে। যদিও সূত্র অনুযায়ী, তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদের সঙ্গে নিষেধাজ্ঞা জারি করা অ্যাপগুলির কোনও প্রতিনিধির বৈঠক স্থির করা হয়নি ।

বাইট ডান্স-র অধীনে এই স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো তৈরি করার অ্যাপের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্যবহারকারীদের তথ্য চুরি করছে এবং চিন সরকারকে সেই তথ্য বিক্রি করছে। যদিও সংস্থার তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

টিকটক ছাড়াও শেয়ার ইট, ইউসি ব্রাউজার, শিন, ক্লাব ফ্যাক্টরি, ক্লাশ অফ কিংস, হেলো, এমআই কমিউনিটি, ক্যাম স্ক্যানার, ই এস ফাইল এক্সপ্লোরার, ভি মেট সহ মোট 59 টি অ্যাপ্লিকেশনের ব্যবহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার । সরকারের দাবি, এই অ্যাপ্লিকেশনগুলি ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং জনগণের শৃঙ্খলার স্বার্থে এগুলিকে নিষিদ্ধ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.