ETV Bharat / bharat

গোরু খাওয়ার জন্য শাস্তি হোক বাঘেরও, মন্তব্য NCP নেতার - বিতর্কিত মন্তব্য NCP নেতার

মহাদায়ী অভয়ারণ্যে স্থানীয় কয়েকজনের হাতে এক বাঘিনী ও তিন শিশু বাঘের মৃত্যু হয় । আজ বিধানসভায় অধিবেশন চলাকালীন বিরোধী দলের সদস্য দিগম্বর কামাত এই প্রসঙ্গটি তোলেন । এর উত্তরে চার্চিল আলেমাও বলেন, "যখন বাঘ গোরু খায় তার জন্য তবে শাস্তি কী? মানুষ গোরু খেলে তো তার শাস্তি হয় ।"

ncp leader
ncp leader
author img

By

Published : Feb 5, 2020, 11:53 PM IST

Updated : Feb 6, 2020, 12:46 AM IST

পানাজি, 5 ফেব্রুয়ারি : গোরু খাওয়ার জন্য বাঘদেরও শাস্তি হোক যদি একই কারণে মানুষের শাস্তি হয়ে থাকে । ন্যাশনল কংগ্রেস পার্টি বিধায়ক চার্চিল আলেমাও গোয়ায় আজ একথা বলেন । গোয়ার বিধানসভা অধিবেশনে আজ বাঘ হত্যা নিয়ে আলোচনার সময়ে এই কথা বলেন তিনি ।

মহাদায়ী অভয়ারণ্যে স্থানীয় কয়েকজনের হাতে এক বাঘিনী ও তিন শিশু বাঘের মৃত্যু হয় । আজ বিধানসভায় অধিবেশন চলাকালীন বিরোধী দলের সদস্য দিগম্বর কামাত এই প্রসঙ্গটি তোলেন । এর উত্তরে চার্চিল আলেমাও বলেন, "যখন বাঘ গোরু খায় তার জন্য তবে শাস্তি কী? মানুষ গোরু খেলে তো তার শাস্তি হয় ।"

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রমোদ শাওয়ান্ত বলেন, স্থানীয়রা বাঘ মেরেছে কারণ তাদের গৃহস্থালি পশুদের উপর আক্রমণ করেছিল বাঘগুলি । যে কৃষকরা তাদের গবাদি পশুদের হারিয়েছেন তাদের আর্থিক সাহায্য করবে সরকার ।

পানাজি, 5 ফেব্রুয়ারি : গোরু খাওয়ার জন্য বাঘদেরও শাস্তি হোক যদি একই কারণে মানুষের শাস্তি হয়ে থাকে । ন্যাশনল কংগ্রেস পার্টি বিধায়ক চার্চিল আলেমাও গোয়ায় আজ একথা বলেন । গোয়ার বিধানসভা অধিবেশনে আজ বাঘ হত্যা নিয়ে আলোচনার সময়ে এই কথা বলেন তিনি ।

মহাদায়ী অভয়ারণ্যে স্থানীয় কয়েকজনের হাতে এক বাঘিনী ও তিন শিশু বাঘের মৃত্যু হয় । আজ বিধানসভায় অধিবেশন চলাকালীন বিরোধী দলের সদস্য দিগম্বর কামাত এই প্রসঙ্গটি তোলেন । এর উত্তরে চার্চিল আলেমাও বলেন, "যখন বাঘ গোরু খায় তার জন্য তবে শাস্তি কী? মানুষ গোরু খেলে তো তার শাস্তি হয় ।"

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রমোদ শাওয়ান্ত বলেন, স্থানীয়রা বাঘ মেরেছে কারণ তাদের গৃহস্থালি পশুদের উপর আক্রমণ করেছিল বাঘগুলি । যে কৃষকরা তাদের গবাদি পশুদের হারিয়েছেন তাদের আর্থিক সাহায্য করবে সরকার ।

Hamilton (New Zealand), Feb 05 (ANI): New Zealand beat India by four wickets in Hamilton to take 1-0 lead in the 3-match ODI series. Ross Taylor's 21st One Day International (ODI) hundred was the cornerstone of Kiwis successful chase of 348 against India in the first of a 3-match series. He scored 109* while chasing the 300 plus target. While addressing the post match press conference in Hamilton, batsman of Indian Cricket Team Shreyas Iyer said, "Everybody goes through that bad day and I personally feel that we are on a very good fielding side. We have to try and hit the target so that we can create the momentum on field. We need to cheer up the bowlers and all the fielders also have to be there in the game." "Overthrows are part of game and we are working hard on our fielding," he added.
Last Updated : Feb 6, 2020, 12:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.