পানাজি, 5 ফেব্রুয়ারি : গোরু খাওয়ার জন্য বাঘদেরও শাস্তি হোক যদি একই কারণে মানুষের শাস্তি হয়ে থাকে । ন্যাশনল কংগ্রেস পার্টি বিধায়ক চার্চিল আলেমাও গোয়ায় আজ একথা বলেন । গোয়ার বিধানসভা অধিবেশনে আজ বাঘ হত্যা নিয়ে আলোচনার সময়ে এই কথা বলেন তিনি ।
মহাদায়ী অভয়ারণ্যে স্থানীয় কয়েকজনের হাতে এক বাঘিনী ও তিন শিশু বাঘের মৃত্যু হয় । আজ বিধানসভায় অধিবেশন চলাকালীন বিরোধী দলের সদস্য দিগম্বর কামাত এই প্রসঙ্গটি তোলেন । এর উত্তরে চার্চিল আলেমাও বলেন, "যখন বাঘ গোরু খায় তার জন্য তবে শাস্তি কী? মানুষ গোরু খেলে তো তার শাস্তি হয় ।"
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রমোদ শাওয়ান্ত বলেন, স্থানীয়রা বাঘ মেরেছে কারণ তাদের গৃহস্থালি পশুদের উপর আক্রমণ করেছিল বাঘগুলি । যে কৃষকরা তাদের গবাদি পশুদের হারিয়েছেন তাদের আর্থিক সাহায্য করবে সরকার ।