গুয়াহাটি, 21 অক্টোবর : অসমের কারবি আংলং জেলায় উদ্ধার হল 16টি বাঘের দাঁত ৷ একই সঙ্গে চার পাচারকারীকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ ৷ বুধবার কারবি আংলং জেলার বিরলায় অভিযান চালায় পুলিশ ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, বিরলা এলাকায় কয়েকদিন ধরে পশুর অঙ্গ পাচারকারীদের দাপট বাড়ছিল ৷ সেইমতো, তারা নজরদারি চালাতে শুরু করে ৷ সেই নজরদারি চলাকালীন বাঘের দাঁত পাচারের খবর পায় তারা ৷ এরপরই অভিযানে নেমে চার পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ পশুর অঙ্গ পাচারকারীদের ধরতে অসম পুলিশের এই অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে ৷
অন্য়দিকে, বুধবারই অসমে দু’টি স্ত্রী হাতিকে ধাক্কা মারা দু’টি লোকোমোটিভ ইঞ্জিন নিজেদের হেপাজতে নিয়েছে সেরাজ্য়ের বন দপ্তর ৷ গত 27 সেপ্টেম্বর পাথারখুলা ও লামসাখাং রেল স্টেশনের মাঝে ওই দু'টিকে ধাক্কা মারে ওই ইঞ্জিনটি।