মথুরা, 6 জুন : সোশাল মিডিয়ায় নাম কিনতে দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 4 লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। এই দাবি মিথ্যে প্রমাণিত হতেই শুক্রবার তিন যুবককে আটক করল মথুরা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপক গৌর, রাজকুমার রাওয়াত ও বিভোর গৌতম নামে তিন যুবক সোশাল মিডিয়ায় ভুয়ো চেকের ছবি পোস্ট করে প্রশংসা আদায়ের চেষ্টা করছিলেন। ডেপুটি কালেক্টর রাজীব উপাধ্যায় বলেন, ফারাহ নগরের বাসিন্দা দীপক গৌর ফেসবুকে দুই লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার দাবি করেন, যেখানে তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স 1993.25 টাকা।
সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট গৌরব গ্রোভার জানান, ওই তিন যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।