ETV Bharat / bharat

সোপিয়ানে নিকেশ 3 জঙ্গি - Three unidentified terrorists eliminated in an encounter

সোপিয়ানের তুর্কওয়াঙ্গামে নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে নিকেশ 3 জঙ্গি ৷ তবে, এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি ৷

Three unidentified terrorists eliminated in an encounter at Turkwangam, Shopian
সোপিয়ানে নিকেশ 3 জঙ্গি
author img

By

Published : Jun 16, 2020, 7:32 AM IST

Updated : Jun 16, 2020, 8:19 AM IST

সোপিয়ান, 16 জুন : সোপিয়ানের তুর্কওয়াঙ্গামে এনকাউন্টারে খতম 3 জঙ্গি ৷ আজ সকালে ওই জঙ্গিদের খতম করে নিরাপত্তাবাহিনী ও পুলিশ ৷ জানাল কাশ্মীর জ়োন পুলিশ ৷ তবে, এখন পর্যন্ত ওই জঙ্গিদের নাম জানা যায়নি ৷

জানা গেছে, আজ ভোরে সোপিয়ানের তুর্কওয়াঙ্গামে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ ওই এলাকায় জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ প্রায় এক ঘণ্টা ধরে দু'পক্ষের গুলির লড়াই চলে ৷ মারা পড়ে 3 জঙ্গি ৷

কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে ৷ গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ৷

সম্প্রতি, 13 জুন কুলগামের নিপোরায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে । সেখানে নিকেশ হয় 2 জঙ্গি । এই নিয়ে গত এক সপ্তাহে মোট 15 জন জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী ৷

সোপিয়ান, 16 জুন : সোপিয়ানের তুর্কওয়াঙ্গামে এনকাউন্টারে খতম 3 জঙ্গি ৷ আজ সকালে ওই জঙ্গিদের খতম করে নিরাপত্তাবাহিনী ও পুলিশ ৷ জানাল কাশ্মীর জ়োন পুলিশ ৷ তবে, এখন পর্যন্ত ওই জঙ্গিদের নাম জানা যায়নি ৷

জানা গেছে, আজ ভোরে সোপিয়ানের তুর্কওয়াঙ্গামে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ ওই এলাকায় জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ৷ প্রায় এক ঘণ্টা ধরে দু'পক্ষের গুলির লড়াই চলে ৷ মারা পড়ে 3 জঙ্গি ৷

কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে ৷ গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ৷

সম্প্রতি, 13 জুন কুলগামের নিপোরায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে । সেখানে নিকেশ হয় 2 জঙ্গি । এই নিয়ে গত এক সপ্তাহে মোট 15 জন জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী ৷

Last Updated : Jun 16, 2020, 8:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.