ETV Bharat / bharat

পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি, শহিদ জওয়ান - jammu kashmir news

24 ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে এটি দ্বিতীয় এনকাউন্টার ৷ গতকাল শোপিয়ানে চার জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী ৷

ani
ani
author img

By

Published : Aug 29, 2020, 7:48 AM IST

Updated : Aug 29, 2020, 8:57 AM IST

শ্রীনগর, 29 অগাস্ট : পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির সংঘর্ষে নিকেশ তিন জঙ্গি । ওই তিন জঙ্গি লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ । জঙ্গিদের থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে । সংঘর্ষে শহিদ হয়েছেন এক জওয়ান ।

গতরাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জ়দুরা এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী । জঙ্গিরা পুলিশ ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় । পালটা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও । ঘটনাস্থানেই তিন জঙ্গির মৃত্যু হয় । এলাকায় জারি হয়েছে কড়া নিরাপত্তা । তল্লাশি চলছে ।

শ্রীনগরে সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন , একজন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছিলেন । তাঁর মৃত্যু হয়েছে ।

24 ঘণ্টায় এটি দ্বিতীয় এনকাউন্টার । এর আগে শোপিয়ানে চার জঙ্গি নিকেশ হয় । পুলিশ জানায়, ওই জঙ্গিদের মধ্যে দুইজন BJP-র পঞ্চায়েত সদস্যের অপহরণ ও খুনের সঙ্গে যুক্ত ছিল ।

শ্রীনগর, 29 অগাস্ট : পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির সংঘর্ষে নিকেশ তিন জঙ্গি । ওই তিন জঙ্গি লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ । জঙ্গিদের থেকে অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে । সংঘর্ষে শহিদ হয়েছেন এক জওয়ান ।

গতরাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার জ়দুরা এলাকায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী । জঙ্গিরা পুলিশ ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় । পালটা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও । ঘটনাস্থানেই তিন জঙ্গির মৃত্যু হয় । এলাকায় জারি হয়েছে কড়া নিরাপত্তা । তল্লাশি চলছে ।

শ্রীনগরে সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন , একজন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছিলেন । তাঁর মৃত্যু হয়েছে ।

24 ঘণ্টায় এটি দ্বিতীয় এনকাউন্টার । এর আগে শোপিয়ানে চার জঙ্গি নিকেশ হয় । পুলিশ জানায়, ওই জঙ্গিদের মধ্যে দুইজন BJP-র পঞ্চায়েত সদস্যের অপহরণ ও খুনের সঙ্গে যুক্ত ছিল ।

Last Updated : Aug 29, 2020, 8:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.