ETV Bharat / bharat

থানেতে বহুতল ভেঙে মৃত 10 - NDRF

মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু দশজনের ৷ আরও কয়েকজন সেখানে আটকে রয়েছে বলে জানা যাচ্ছে । উদ্ধারকাজ চালাচ্ছে NDRF ।

Maharashtra
Maharashtra
author img

By

Published : Sep 21, 2020, 6:39 AM IST

Updated : Sep 21, 2020, 11:18 AM IST

থানে, 21 সেপ্টেম্বর : মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে প্যাটেল কম্পাউন্ড এলাকায় তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হল দশজনের ৷ ইতিমধ্যেই 20 জনকে উদ্ধার করা হয়েছে ৷

NDRF-এর অনুমান, এখনও আরও 20 থেকে 25 জন সেখানে আটকে রয়েছে ৷ দুর্ঘটনার সময় ওই বহুতলে প্রায় 45 জন ছিল বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের একাংশের ৷

উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

দুর্ঘটনার পরই সেখানে পৌঁছায় NDRF ৷ জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ ইতিমধ্যেই এক শিশুকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ৷

  • #UPDATE Maharashtra: Death toll rises to 10 in the building collapse incident in Bhiwandi, Thane which took place earlier today.

    Rescue operation by NDRF (National Disaster Response Force) still underway. pic.twitter.com/MXHBlJQWWg

    — ANI (@ANI) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা ৷

  • Saddened by the building collapse in Bhiwandi, Maharashtra. Condolences to the bereaved families. Praying for a quick recovery of those injured. Rescue operations are underway and all possible assistance is being provided to the affected.

    — Narendra Modi (@narendramodi) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, " মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে বহুতল ভেঙে পড়ার খবর পেয়ে আমি ব্যথিত ৷ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করি ৷" একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সমস্ত ধরনের সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি ৷

  • महाराष्ट्रातल्या भिवंडी येथे इमारत कोसळून झालेल्या दुर्घटनेतील जीवित हानी दुःखदायी आहे. संकटाच्या या वेळी मृतांच्या कुटुंबियांप्रती माझ्या शोक संवेदना व्यक्त करतो. जखमींच्या प्रकृतीत लवकर सुधारणा व्हावी. स्थानिक प्रशासनाकडून मदत आणि बचाव कार्य सुरू आहे.

    — President of India (@rashtrapatibhvn) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

থানে, 21 সেপ্টেম্বর : মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে প্যাটেল কম্পাউন্ড এলাকায় তিনতলা বাড়ি ভেঙে মৃত্যু হল দশজনের ৷ ইতিমধ্যেই 20 জনকে উদ্ধার করা হয়েছে ৷

NDRF-এর অনুমান, এখনও আরও 20 থেকে 25 জন সেখানে আটকে রয়েছে ৷ দুর্ঘটনার সময় ওই বহুতলে প্রায় 45 জন ছিল বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের একাংশের ৷

উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

দুর্ঘটনার পরই সেখানে পৌঁছায় NDRF ৷ জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ ইতিমধ্যেই এক শিশুকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ৷

  • #UPDATE Maharashtra: Death toll rises to 10 in the building collapse incident in Bhiwandi, Thane which took place earlier today.

    Rescue operation by NDRF (National Disaster Response Force) still underway. pic.twitter.com/MXHBlJQWWg

    — ANI (@ANI) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটারে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁরা ৷

  • Saddened by the building collapse in Bhiwandi, Maharashtra. Condolences to the bereaved families. Praying for a quick recovery of those injured. Rescue operations are underway and all possible assistance is being provided to the affected.

    — Narendra Modi (@narendramodi) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, " মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডিতে বহুতল ভেঙে পড়ার খবর পেয়ে আমি ব্যথিত ৷ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করি ৷" একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের সমস্ত ধরনের সহায়তা প্রদানের আশ্বাসও দেন তিনি ৷

  • महाराष्ट्रातल्या भिवंडी येथे इमारत कोसळून झालेल्या दुर्घटनेतील जीवित हानी दुःखदायी आहे. संकटाच्या या वेळी मृतांच्या कुटुंबियांप्रती माझ्या शोक संवेदना व्यक्त करतो. जखमींच्या प्रकृतीत लवकर सुधारणा व्हावी. स्थानिक प्रशासनाकडून मदत आणि बचाव कार्य सुरू आहे.

    — President of India (@rashtrapatibhvn) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Sep 21, 2020, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.