দিল্লি, ১১ মার্চ : এ বছরের পদ্ম পুরস্কার পেলেন ১১২ জন। আজকে তাঁদের মধ্যে ৫৬ জন বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে পদ্ম পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পশ্চিমবঙ্গ থেকে ৩ জন পেলেন এই সম্মান। রয়েছেন সেতার শিল্পী বুধাদিত্য মুখোপাধ্যায়, চিকিত্সক মাম্মেন চান্ডি ও তবলাশিল্পী স্বপন চৌধুরি।
আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ডক্টর মাম্মেন চান্ডিকে চিকিৎসাক্ষেত্রে তাঁর অবদানের জন্য পদ্মশ্রী প্রদান করে সম্মানিত করেন। উনি কলকাতার টাটা মেমোরিয়াল হাসপাতালের অধ্যক্ষ। এটি ভারতের মুখ্য ক্যানসার হাসপাতালগুলির মধ্যে অন্যতম। ভারতবর্ষে ক্লিনিকাল হেমাটোলজির উন্নতির জন্য ডক্টর চান্ডির অবদান বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে।
পাশাপাশি রাষ্ট্রপতি কোবিন্দ পণ্ডিত বুধাদিত্য মুখার্জিকে কলাশিল্পের ক্ষেত্রে পদ্মভূষণ প্রদান করে সম্মানিত করছেন। এই প্রখ্যাত সেতারবাদক ইমদাদখানি ঘরানার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। প্রথম ভারতীয় হিসেবে ব্রিটেনের হাউস অফ কমনসে সেতার বাজান তিনি। এদিকে পণ্ডিত রবিশংকর, ওস্তাদ আলি আকবর খাঁ, পণ্ডিত যশরাজের মতো শিল্পীদের সঙ্গত দিয়েছেন তবলাশিল্পী পণ্ডিত স্বপন চৌধুরি। তাঁকেও আজ সম্মানিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
তাছাড়া প্রভু দেবা এবং শংকর মহাদেবনের হাতেও পদ্ম সম্মান তুলে দেন রাষ্ট্রপতি। দুজনকেই পদ্মশ্রী প্রদান করে সম্মানিত করেন রাষ্ট্রপতি।