ETV Bharat / bharat

COVID-19 : দেশে একদিনে মৃত 3; সংক্রমিত ডাক্তার, সাংবাদিক - Coronavirus update

মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিকের শরীরে আজ ভাইরাসের হদিস মিলেছে ৷ সংক্রমিত হয়েছেন দিল্লির এক চিকিৎসকও ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 25, 2020, 11:06 PM IST

Updated : Mar 25, 2020, 11:17 PM IST

দিল্লি, 25 মার্চ : বিশ্বের সবচেয়ে দীর্ঘ লকডাউন চলছে দেশে ৷ লকডাউন চলবে টানা তিন সপ্তাহ ৷ আর এই লকডাউনের মাঝেই দেশে কোরোনা সংক্রমিতের সংখ্যা 600 ছাড়িয়েছে ৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দেশে এখনও পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কবলে ৷ স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, এই মুহূর্তে 553 জন কোরোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷ সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত 43 জন ৷ বিগত 24 ঘণ্টায় দেশে তিনজন কোরোনার সংক্রমণে প্রাণ হারিয়েছে ৷ এদের মধ্যে একজন গুজরাত, একজন তামিলনাড়ু ও একজন মধ্যপ্রদেশের বাসিন্দা ৷

কোরোনা পরিস্থিতি যাতে কোনওভাবে নাগালের বাইরে বেরিয়ে না যায়, তা নিয়ে ইতিমধ্যেই সমস্ত রাজ্যগুলিকে নির্দেশিকা দিয়েছে কেন্দ্র ৷ সমস্ত রাজ্যগুলিকে কোরোনা মোকাবিলার জন্য বিশেষ কন্ট্রোল রুম ও হেল্প লাইন নম্বর চালু করতে বলা হয়েছে ৷ এই কন্ট্রোল রুম সর্বক্ষণ চালু রাখতে বলা হয়েছে কেন্দ্রের তরফে ৷ কেন্দ্রের নির্দেশিকা মতো আজ রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর । নম্বরটি হল 033 2214 6526 । পাশাপাশি চালু হয়েছে আরও একটি টোল ফ্রি নম্বর 1070 ।

লকডাউন নিয়ে গতকালই কড়া দাওয়াইয়ের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী ৷ রাজ্যগুলিকে এই নিয়ে বার্তাও দিয়েছিলেন তিনি ৷ তারপরেও আজ তিন সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনেই দেশের এক শ্রেণীর মানুষের মধ্যে ভাইরাসের সংক্রমণ নিয়ে বিস্তর উদাসীনতা চোখে পড়ে ৷ তবে প্রস্তুত ছিল রাজ্য প্রশাসনগুলিও ৷ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরাখণ্ড, সর্বত্রই ছিল একইরকম ছবি ৷ লকডাউনকে অমান্য করার জন্য শুধুমাত্র উত্তরাখণ্ড থেকে আজ কমপক্ষে 350 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ FIR দায়ের করা হয়েছে 51 জনের বিরুদ্ধে ৷ এদিকে লকডাউনের সময়ে যাতে অকারণে জমায়েত না বাড়ে, সেইকারণে আজ থেকে পান মশলা বিক্রির উপরও নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যুগ্মসচিব লব আগরওয়াল আজ সাংবাদিক বৈঠকে জানান, কেন্দ্র এই মূহূর্তে দিনে 12 হাজার সোয়াবের নমুনা পরীক্ষা করতে সক্ষম । সোয়াবের নমুনা পরীক্ষার জন্য 118 টি সরকারি ল্যাব প্রস্তুত রাখা হয়েছে । পাশাপাশি দেশের সমস্ত NABL অনুমোদিত ল্যাব ছাড়াও 29 টি বেসরকারি ল্যাবরেটরিকেও সোয়াবের নমুনা পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ একইসঙ্গে তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধের প্রয়োগ নিয়েও কথা বলেন আজকের সাংবাদিক বৈঠকে ৷ বললেন, "এই হাইড্রোক্সিক্লোরোকুইন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রোগীর শরীরেই প্রয়োগ করা সম্ভব ৷ এই ওষুধ সকলের ব্যবহার করা একেবারেই উচিত নয় ৷"

COVID 19
COVID 19: দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি

কোরোনার জেরে এখনও পর্যন্ত সবথেকে বেশি সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্র ও কেরালায় ৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে মহারাষ্ট্রে আজ নতুন করে ছয়জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ এদের মধ্যে একজন থানে ও বাকিরা মুম্বইয়ের বাসিন্দা ৷ কেরালায় আজ নতুন করে 9 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷ এদের মধ্যে চারজন দুবাই, একজন ব্রিটেন ও একজন ফ্রান্স থেকে ফিরেছেন ৷

রাজস্থানে আজ নতুন করে 6 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের খবর নিশ্চিত করেছে রাজ্যস্থানের স্বাস্থ্যমন্ত্রক ৷ সংক্রমণ বাড়ছে রাজধানীতেও ৷ বিগত 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে পাঁচজনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ তবে চিন্তার বিষয় হল, এই পাঁচ জনের মধ্যে কেবলমাত্র একজনই বিদেশ থেকে ফিরেছেন ৷ বাকিদের কেউই সম্প্রতি দিল্লির বাইরে যাননি ৷

এদিকে উত্তর-পূর্ব দিল্লির মৌজপুরেও এক চিকিৎসকের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷ 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত ওই ক্লিনিকে আসা সকলকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৷ তবে ওই চিকিৎসকের বিদেশ ভ্রমণের কোনও বিষয় এখনও সামনে আসেনি ৷ বিদেশ থেকে আগত কারও সংস্পর্শে তিনি এসেছিলেন কি না, তা এখনও পর্যন্ত অজ্ঞাত ৷ দিল্লি সরকারের তরফে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার অংশ হিসেবে মহল্লা ক্লিনিক গড়ে উঠেছিল ৷ সেই ক্লিনিকেরই চিকিৎসকের নমুনায় ধরা পড়ল কোরোনা ৷

মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিকের ও তাঁর মেয়ের শরীরে ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে মধ্যপ্রদেশের স্বাস্থ্য দপ্তর ৷ 17 মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছিলেন ওই সাংবাদিকের মেয়ে ৷ আজ তাঁদের সোয়াবের নমুনায় ভাইরাসের হদিস মিলেছে ৷ সম্প্রতি মধ্যপ্রদেশের আস্থা ভোট নিয়ে কমলনাথের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওই সাংবাদিক ৷ আর এই নিয়েই চাপ বাড়ছে মধ্যপ্রদেশ প্রশাসনের ৷ সংক্রমিতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত বিশেষজ্ঞদের একাংশ ৷ কর্নাটকেও আজ নতুন করে দশজনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷

এদিকে বাড়তে থাকা কোরোনা আতঙ্কের কথা মাথায় রেখে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন, লোকাল ট্রেন ও কলকাতা মেট্রোর পরিষেবা 14 এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ৷ তবে চালু থাকবে ফ্রেইট রেল পরিষেবা ৷ লকডাউন পরিস্থিতিতে যাতে কোনওভাবে জমায়েত না বাড়ে, সেই জন্য ই-পাস চালু করছে দিল্লি ৷ এই পাসের আওতায় রাখা হচ্ছে সরকারী কর্মচারী, সংবাদমাধ্যমের কর্মী ও অন্যান্য জরুরিকালীন পরিষেবার সঙ্গে জড়িত মানুষদের ৷ পাশাপাশি আমজনতার জন্য চালু করে হচ্ছে বিশেষ কারফিউ পাস ৷ তবে নিজেদের এলাকায় দৈনন্দিন সামগ্রী কিনতে রাস্তায় বেরোতে হলে এই কারফিউ পাস লাগবে না বলেই জানানো হয়েছে ৷

দিল্লি, 25 মার্চ : বিশ্বের সবচেয়ে দীর্ঘ লকডাউন চলছে দেশে ৷ লকডাউন চলবে টানা তিন সপ্তাহ ৷ আর এই লকডাউনের মাঝেই দেশে কোরোনা সংক্রমিতের সংখ্যা 600 ছাড়িয়েছে ৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী দেশে এখনও পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কবলে ৷ স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, এই মুহূর্তে 553 জন কোরোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৷ সুস্থ হয়েছেন এখনও পর্যন্ত 43 জন ৷ বিগত 24 ঘণ্টায় দেশে তিনজন কোরোনার সংক্রমণে প্রাণ হারিয়েছে ৷ এদের মধ্যে একজন গুজরাত, একজন তামিলনাড়ু ও একজন মধ্যপ্রদেশের বাসিন্দা ৷

কোরোনা পরিস্থিতি যাতে কোনওভাবে নাগালের বাইরে বেরিয়ে না যায়, তা নিয়ে ইতিমধ্যেই সমস্ত রাজ্যগুলিকে নির্দেশিকা দিয়েছে কেন্দ্র ৷ সমস্ত রাজ্যগুলিকে কোরোনা মোকাবিলার জন্য বিশেষ কন্ট্রোল রুম ও হেল্প লাইন নম্বর চালু করতে বলা হয়েছে ৷ এই কন্ট্রোল রুম সর্বক্ষণ চালু রাখতে বলা হয়েছে কেন্দ্রের তরফে ৷ কেন্দ্রের নির্দেশিকা মতো আজ রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর । নম্বরটি হল 033 2214 6526 । পাশাপাশি চালু হয়েছে আরও একটি টোল ফ্রি নম্বর 1070 ।

লকডাউন নিয়ে গতকালই কড়া দাওয়াইয়ের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী ৷ রাজ্যগুলিকে এই নিয়ে বার্তাও দিয়েছিলেন তিনি ৷ তারপরেও আজ তিন সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনেই দেশের এক শ্রেণীর মানুষের মধ্যে ভাইরাসের সংক্রমণ নিয়ে বিস্তর উদাসীনতা চোখে পড়ে ৷ তবে প্রস্তুত ছিল রাজ্য প্রশাসনগুলিও ৷ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরাখণ্ড, সর্বত্রই ছিল একইরকম ছবি ৷ লকডাউনকে অমান্য করার জন্য শুধুমাত্র উত্তরাখণ্ড থেকে আজ কমপক্ষে 350 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ FIR দায়ের করা হয়েছে 51 জনের বিরুদ্ধে ৷ এদিকে লকডাউনের সময়ে যাতে অকারণে জমায়েত না বাড়ে, সেইকারণে আজ থেকে পান মশলা বিক্রির উপরও নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যুগ্মসচিব লব আগরওয়াল আজ সাংবাদিক বৈঠকে জানান, কেন্দ্র এই মূহূর্তে দিনে 12 হাজার সোয়াবের নমুনা পরীক্ষা করতে সক্ষম । সোয়াবের নমুনা পরীক্ষার জন্য 118 টি সরকারি ল্যাব প্রস্তুত রাখা হয়েছে । পাশাপাশি দেশের সমস্ত NABL অনুমোদিত ল্যাব ছাড়াও 29 টি বেসরকারি ল্যাবরেটরিকেও সোয়াবের নমুনা পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷ একইসঙ্গে তিনি হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধের প্রয়োগ নিয়েও কথা বলেন আজকের সাংবাদিক বৈঠকে ৷ বললেন, "এই হাইড্রোক্সিক্লোরোকুইন শুধুমাত্র নির্দিষ্ট কিছু রোগীর শরীরেই প্রয়োগ করা সম্ভব ৷ এই ওষুধ সকলের ব্যবহার করা একেবারেই উচিত নয় ৷"

COVID 19
COVID 19: দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি

কোরোনার জেরে এখনও পর্যন্ত সবথেকে বেশি সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্র ও কেরালায় ৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে মহারাষ্ট্রে আজ নতুন করে ছয়জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ এদের মধ্যে একজন থানে ও বাকিরা মুম্বইয়ের বাসিন্দা ৷ কেরালায় আজ নতুন করে 9 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷ এদের মধ্যে চারজন দুবাই, একজন ব্রিটেন ও একজন ফ্রান্স থেকে ফিরেছেন ৷

রাজস্থানে আজ নতুন করে 6 জনের শরীরে ভাইরাসের সংক্রমণের খবর নিশ্চিত করেছে রাজ্যস্থানের স্বাস্থ্যমন্ত্রক ৷ সংক্রমণ বাড়ছে রাজধানীতেও ৷ বিগত 24 ঘণ্টায় দিল্লিতে নতুন করে পাঁচজনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ তবে চিন্তার বিষয় হল, এই পাঁচ জনের মধ্যে কেবলমাত্র একজনই বিদেশ থেকে ফিরেছেন ৷ বাকিদের কেউই সম্প্রতি দিল্লির বাইরে যাননি ৷

এদিকে উত্তর-পূর্ব দিল্লির মৌজপুরেও এক চিকিৎসকের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷ 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত ওই ক্লিনিকে আসা সকলকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৷ তবে ওই চিকিৎসকের বিদেশ ভ্রমণের কোনও বিষয় এখনও সামনে আসেনি ৷ বিদেশ থেকে আগত কারও সংস্পর্শে তিনি এসেছিলেন কি না, তা এখনও পর্যন্ত অজ্ঞাত ৷ দিল্লি সরকারের তরফে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার অংশ হিসেবে মহল্লা ক্লিনিক গড়ে উঠেছিল ৷ সেই ক্লিনিকেরই চিকিৎসকের নমুনায় ধরা পড়ল কোরোনা ৷

মধ্যপ্রদেশের ভোপালে এক সাংবাদিকের ও তাঁর মেয়ের শরীরে ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছে মধ্যপ্রদেশের স্বাস্থ্য দপ্তর ৷ 17 মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছিলেন ওই সাংবাদিকের মেয়ে ৷ আজ তাঁদের সোয়াবের নমুনায় ভাইরাসের হদিস মিলেছে ৷ সম্প্রতি মধ্যপ্রদেশের আস্থা ভোট নিয়ে কমলনাথের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওই সাংবাদিক ৷ আর এই নিয়েই চাপ বাড়ছে মধ্যপ্রদেশ প্রশাসনের ৷ সংক্রমিতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত বিশেষজ্ঞদের একাংশ ৷ কর্নাটকেও আজ নতুন করে দশজনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷

এদিকে বাড়তে থাকা কোরোনা আতঙ্কের কথা মাথায় রেখে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন, লোকাল ট্রেন ও কলকাতা মেট্রোর পরিষেবা 14 এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাতিল করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ৷ তবে চালু থাকবে ফ্রেইট রেল পরিষেবা ৷ লকডাউন পরিস্থিতিতে যাতে কোনওভাবে জমায়েত না বাড়ে, সেই জন্য ই-পাস চালু করছে দিল্লি ৷ এই পাসের আওতায় রাখা হচ্ছে সরকারী কর্মচারী, সংবাদমাধ্যমের কর্মী ও অন্যান্য জরুরিকালীন পরিষেবার সঙ্গে জড়িত মানুষদের ৷ পাশাপাশি আমজনতার জন্য চালু করে হচ্ছে বিশেষ কারফিউ পাস ৷ তবে নিজেদের এলাকায় দৈনন্দিন সামগ্রী কিনতে রাস্তায় বেরোতে হলে এই কারফিউ পাস লাগবে না বলেই জানানো হয়েছে ৷

Last Updated : Mar 25, 2020, 11:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.