ETV Bharat / bharat

জোরদার নিরাপত্তায় শুরু হল অমরনাথ যাত্রা

কড়া নিরাপত্তায় জম্মু থেকে শুরু হল এবছরের অমরনাথ যাত্রা । আজ ভোর চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের উপদেষ্টা কে কে শর্মা জম্মু বেস ক্যাম্পে পুজো দিয়ে এই যাত্রার সূচনা করেন ।

ছবি সৌজন্যে : ANI
author img

By

Published : Jun 30, 2019, 12:51 PM IST

উধমপুর (জম্মু ও কাশ্মীর ), 30 জুন : কড়া নিরাপত্তায় জম্মু থেকে শুরু হল এবছরের অমরনাথ যাত্রা । জম্মুর তিকরিতে প্রথম পর্যায়ের তীর্থযাত্রীদের স্বাগত জানালেন স্থানীয় বাসিন্দারা । আজ ভোর চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের উপদেষ্টা কে কে শর্মা জম্মু বেস ক্যাম্পে পুজো দিয়ে এই যাত্রার সূচনা করেন ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কে শর্মা বলেন, "প্রতি বছরের মতো এবছরও সবরকম প্রস্তুতি ও নিরাপত্তায় শুরু হল অমরনাথ যাত্রা । আজ ভোরে যাত্রার সূচনা হয় । যাত্রার আগে গতকাল পহেলগাম ও বলতল এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে । তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

অমরনাথ যাত্রার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা । সরকারের পক্ষ থেকে নিরাপত্তায় কোনও খামতি রাখা হয়নি । পাশাপাশি তীর্থযাত্রীদের সাহায্যে প্রতিবারের মতো এবারও স্থানীয় বাসিন্দারাও প্রস্তুত । কে কে শর্মা বলেন, "যাত্রার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা সন্তোষজনক । তীর্থযাত্রীরা নিরাপদে অমরনাথে গিয়ে পুজো দেবেন, এই প্রার্থনা করছি ।"

উধমপুর (জম্মু ও কাশ্মীর ), 30 জুন : কড়া নিরাপত্তায় জম্মু থেকে শুরু হল এবছরের অমরনাথ যাত্রা । জম্মুর তিকরিতে প্রথম পর্যায়ের তীর্থযাত্রীদের স্বাগত জানালেন স্থানীয় বাসিন্দারা । আজ ভোর চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের উপদেষ্টা কে কে শর্মা জম্মু বেস ক্যাম্পে পুজো দিয়ে এই যাত্রার সূচনা করেন ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কে শর্মা বলেন, "প্রতি বছরের মতো এবছরও সবরকম প্রস্তুতি ও নিরাপত্তায় শুরু হল অমরনাথ যাত্রা । আজ ভোরে যাত্রার সূচনা হয় । যাত্রার আগে গতকাল পহেলগাম ও বলতল এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে । তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

অমরনাথ যাত্রার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা । সরকারের পক্ষ থেকে নিরাপত্তায় কোনও খামতি রাখা হয়নি । পাশাপাশি তীর্থযাত্রীদের সাহায্যে প্রতিবারের মতো এবারও স্থানীয় বাসিন্দারাও প্রস্তুত । কে কে শর্মা বলেন, "যাত্রার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা সন্তোষজনক । তীর্থযাত্রীরা নিরাপদে অমরনাথে গিয়ে পুজো দেবেন, এই প্রার্থনা করছি ।"

Budgam (J-K), June 30 (ANI): One terrorist has been killed in J-K's Budgam district today. The exchange of fire is still underway between terrorists and security forces. The incident took place in Chadoora area of Budgam. The exchange of fire commenced in the early morning. More details are awaited in this regard.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.