উধমপুর (জম্মু ও কাশ্মীর ), 30 জুন : কড়া নিরাপত্তায় জম্মু থেকে শুরু হল এবছরের অমরনাথ যাত্রা । জম্মুর তিকরিতে প্রথম পর্যায়ের তীর্থযাত্রীদের স্বাগত জানালেন স্থানীয় বাসিন্দারা । আজ ভোর চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের উপদেষ্টা কে কে শর্মা জম্মু বেস ক্যাম্পে পুজো দিয়ে এই যাত্রার সূচনা করেন ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কে শর্মা বলেন, "প্রতি বছরের মতো এবছরও সবরকম প্রস্তুতি ও নিরাপত্তায় শুরু হল অমরনাথ যাত্রা । আজ ভোরে যাত্রার সূচনা হয় । যাত্রার আগে গতকাল পহেলগাম ও বলতল এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে । তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ।"
অমরনাথ যাত্রার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা । সরকারের পক্ষ থেকে নিরাপত্তায় কোনও খামতি রাখা হয়নি । পাশাপাশি তীর্থযাত্রীদের সাহায্যে প্রতিবারের মতো এবারও স্থানীয় বাসিন্দারাও প্রস্তুত । কে কে শর্মা বলেন, "যাত্রার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা সন্তোষজনক । তীর্থযাত্রীরা নিরাপদে অমরনাথে গিয়ে পুজো দেবেন, এই প্রার্থনা করছি ।"