ETV Bharat / bharat

এই রায় BJP-র রাজনীতি করার দরজা বন্ধ করল : রণদীপ সুরজেওয়ালা

এই রায় অযোধ্যা নিয়ে BJP-র রাজনীতি করাকে বন্ধ করে দিল ৷ আজ সাংবাদিক বৈঠকে একথা জানাল কংগ্রেসের মুখপাত্র রণদীপ রণদীপ সূরজেওয়ালা ৷

ছবি
author img

By

Published : Nov 9, 2019, 1:23 PM IST

দিল্লি, 9 নভেম্বর : ঐতিহাসিক রায়কে স্বাগত জানাল কংগ্রেস ৷ গেরুয়া শিবির যেখানে অযোধ্যা রায়কে ঐতিহাসিক ও বৈশিষ্ট্যপূর্ণ বলে উল্লেখ করল ৷ কংগ্রেসের দাবি, এই রায় অযোধ্যা নিয়ে BJP-র রাজনীতি করাকে বন্ধ করে দিল ৷

সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র রণদীপ রণদীপ সুরজেওয়ালা বলেন, "রাম মন্দির নির্মাণের পক্ষে কংগ্রেস ৷ সুপ্রিম কোর্টের রায় এসে গেছে ৷ আমরা রাম মন্দিরে নির্মাণের পক্ষে রয়েছি ৷ এই রায় শুধুমাত্র মন্দির নির্মাণের জন্য দরজা খুলে দেয়নি, বরং অযোধ্যা নিয়ে BJP-র রাজনীতির দরজাও বন্ধ করল ৷"

  • Randeep Surjewala, Congress on #AyodhyaVerdict: Supreme Court's verdict has come, we are in favour of the construction of Ram Temple. This judgement not only opened the doors for the temple's construction but also closed the doors for BJP and others to politicise the issue. pic.twitter.com/N1qr6FD1We

    — ANI (@ANI) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "প্রত্যেকের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানানো উচিত ৷ সম্প্রীতি বজায় রাখতে এটি খুব গুরুত্বপূর্ণ ৷ জনগণের কাছে আমার আবেদন, এই ইশুতে ভবিষ্যতে যেন আর কোনও সমস্যা তৈরি না হয় ৷"

  • Bihar Chief Minister Nitish Kumar on #AyodhyaVerdict: Supreme Court's judgement should be welcomed by everyone, it will be beneficial for the social harmony. There should be no further dispute on this issue, that is my appeal to the people. pic.twitter.com/WbSypWgoyI

    — ANI (@ANI) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 9 নভেম্বর : ঐতিহাসিক রায়কে স্বাগত জানাল কংগ্রেস ৷ গেরুয়া শিবির যেখানে অযোধ্যা রায়কে ঐতিহাসিক ও বৈশিষ্ট্যপূর্ণ বলে উল্লেখ করল ৷ কংগ্রেসের দাবি, এই রায় অযোধ্যা নিয়ে BJP-র রাজনীতি করাকে বন্ধ করে দিল ৷

সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র রণদীপ রণদীপ সুরজেওয়ালা বলেন, "রাম মন্দির নির্মাণের পক্ষে কংগ্রেস ৷ সুপ্রিম কোর্টের রায় এসে গেছে ৷ আমরা রাম মন্দিরে নির্মাণের পক্ষে রয়েছি ৷ এই রায় শুধুমাত্র মন্দির নির্মাণের জন্য দরজা খুলে দেয়নি, বরং অযোধ্যা নিয়ে BJP-র রাজনীতির দরজাও বন্ধ করল ৷"

  • Randeep Surjewala, Congress on #AyodhyaVerdict: Supreme Court's verdict has come, we are in favour of the construction of Ram Temple. This judgement not only opened the doors for the temple's construction but also closed the doors for BJP and others to politicise the issue. pic.twitter.com/N1qr6FD1We

    — ANI (@ANI) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "প্রত্যেকের সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানানো উচিত ৷ সম্প্রীতি বজায় রাখতে এটি খুব গুরুত্বপূর্ণ ৷ জনগণের কাছে আমার আবেদন, এই ইশুতে ভবিষ্যতে যেন আর কোনও সমস্যা তৈরি না হয় ৷"

  • Bihar Chief Minister Nitish Kumar on #AyodhyaVerdict: Supreme Court's judgement should be welcomed by everyone, it will be beneficial for the social harmony. There should be no further dispute on this issue, that is my appeal to the people. pic.twitter.com/WbSypWgoyI

    — ANI (@ANI) November 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
New Delhi, Nov 09 (ANI): Security has been tightened outside the Supreme Court ahead of top court's verdict in Ayodhya case on November 09 in Delhi. Section 144 is imposed in the area. Forces are deployed to stop any untoward incident that might pose a threat towards law and order. The Supreme Court verdict in Ram Janmbhoomi-Babri Masjid title suit is set to be announced today.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.