ETV Bharat / bharat

রাজধানীতে এবার নতুন ঘরানার রাজনীতি : কেজরিওয়াল

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুধুমাত্র ঘোষণার অপেক্ষা ৷ রাজধানীতে 50টিরও বেশি আসনে জিতছে কেজরিওয়াল অ্যান্ড কোং ৷ জয়ের মুখে এবার দলীয় কর্মী ও সাধারণ মানুষদের শুভেচ্ছা জানালেন তিনি ৷

author img

By

Published : Feb 11, 2020, 4:53 PM IST

Updated : Feb 11, 2020, 6:26 PM IST

Kejriwal
কেজরিওয়াল

দিল্লি, 11 ফেব্রুয়ারি : রাজধানীতে এবার নতুন ঘরানার রাজনীতি শুরু হবে ৷ দিল্লি জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে এইভাবেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন কেজরিওয়াল ৷ তৃতীয়বারের জন্য রাজধানীর বুকে ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি ৷

সাংবাদিক বৈঠকে এসে কেজরিওয়াল বলেন, "সাধারণ মানুষ আমাকে তাঁদের সন্তানের মতো করে ভরসা করেন ৷ সেইজন্যেই আমাদের ভোট দিয়েছেন ৷ আজকের জয় তাঁদের জন্যই ৷" দিল্লিতে দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক থেকে দলীয় কর্মীদেরও ধন্যবাদ জানালেন আম আদমির প্রধান ৷

একইসঙ্গে আগামী পাঁচবছরও যাতে আমজনতার সেবায় নিজেদেরকে আরও ভালোভাবে নিয়োজিত করা যেতে পারে, তার জন্য ভগবানের উপর আশ্বাস রাখার কথাও বলেন তিনি ৷ গণনা শুরু হওয়ার পর থেকেই ভোটের লড়াইয়ে এগিয়ে আছে কেজরিওয়ালের দল ৷ এখন পর্যন্ত হিসেব বলছে, AAP পেতে চলেছে 50টিরও বেশি আসন ৷ বাকি আসনগুলি যেতে পারে BJP-র দখলে ৷

ভোটের ফল এখনও সম্পূর্ণ প্রকাশ না হলেও দিল্লির গদিতে যে কেজরিওয়ালই প্রত্যাবর্তন করছেন, তা নিশ্চিত ৷ AAP-এর বিপুল জয়ে ইতিমধ্যে সব দলই অভিনন্দন জানাতে শুরু করেছে ৷ কেজরিওয়ালকে ফোন করে জয়ের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘‘দিল্লির জনগণ BJP-কে প্রত্যাখান করেছে ৷ CAA, NRC ও NPR চায় না জনগণ ৷ তাই উন্নয়নেরই জয় হয়েছে ৷’’

দিল্লিতে কংগ্রেসের ভরাডুবির মুখে কেজরিওয়ালকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরিও ৷ বলেছেন, "দিল্লিবাসী উন্নয়নকেই বেছে নিয়েছে ৷ আমি কেজরিওয়ালকে অভিনন্দন জানাচ্ছি তার জয়ের জন্য ৷ দিল্লি নির্বাচন দ্বিমেরুতে পরিণত হয়েছে ৷ সেখানে কংগ্রেসের কোনও স্থান নেই ৷"

দিল্লি, 11 ফেব্রুয়ারি : রাজধানীতে এবার নতুন ঘরানার রাজনীতি শুরু হবে ৷ দিল্লি জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিক বৈঠকে এইভাবেই দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন কেজরিওয়াল ৷ তৃতীয়বারের জন্য রাজধানীর বুকে ক্ষমতায় আসতে চলেছে আম আদমি পার্টি ৷

সাংবাদিক বৈঠকে এসে কেজরিওয়াল বলেন, "সাধারণ মানুষ আমাকে তাঁদের সন্তানের মতো করে ভরসা করেন ৷ সেইজন্যেই আমাদের ভোট দিয়েছেন ৷ আজকের জয় তাঁদের জন্যই ৷" দিল্লিতে দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক থেকে দলীয় কর্মীদেরও ধন্যবাদ জানালেন আম আদমির প্রধান ৷

একইসঙ্গে আগামী পাঁচবছরও যাতে আমজনতার সেবায় নিজেদেরকে আরও ভালোভাবে নিয়োজিত করা যেতে পারে, তার জন্য ভগবানের উপর আশ্বাস রাখার কথাও বলেন তিনি ৷ গণনা শুরু হওয়ার পর থেকেই ভোটের লড়াইয়ে এগিয়ে আছে কেজরিওয়ালের দল ৷ এখন পর্যন্ত হিসেব বলছে, AAP পেতে চলেছে 50টিরও বেশি আসন ৷ বাকি আসনগুলি যেতে পারে BJP-র দখলে ৷

ভোটের ফল এখনও সম্পূর্ণ প্রকাশ না হলেও দিল্লির গদিতে যে কেজরিওয়ালই প্রত্যাবর্তন করছেন, তা নিশ্চিত ৷ AAP-এর বিপুল জয়ে ইতিমধ্যে সব দলই অভিনন্দন জানাতে শুরু করেছে ৷ কেজরিওয়ালকে ফোন করে জয়ের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘‘দিল্লির জনগণ BJP-কে প্রত্যাখান করেছে ৷ CAA, NRC ও NPR চায় না জনগণ ৷ তাই উন্নয়নেরই জয় হয়েছে ৷’’

দিল্লিতে কংগ্রেসের ভরাডুবির মুখে কেজরিওয়ালকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরিও ৷ বলেছেন, "দিল্লিবাসী উন্নয়নকেই বেছে নিয়েছে ৷ আমি কেজরিওয়ালকে অভিনন্দন জানাচ্ছি তার জয়ের জন্য ৷ দিল্লি নির্বাচন দ্বিমেরুতে পরিণত হয়েছে ৷ সেখানে কংগ্রেসের কোনও স্থান নেই ৷"

New Delhi, Feb 11 (ANI): Aam Aadmi Party (AAP) supporters celebrated outside party office in Delhi on February 11. They celebrated by singing famous single of CM Kejriwal's BJP rival for Delhi elections. The early trends showed party leads in recently-concluded Delhi assembly elections. Some AAP supporters mocked at Delhi BJP chief, Manoj Tiwari and sang their own version of 'Rinkiya ke papa'.
Last Updated : Feb 11, 2020, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.