ETV Bharat / bharat

"এটা আমাদের বিশ্বাস", শস্ত্রপুজো নিয়ে বললেন রাজনাথ

প্রতিরক্ষামন্ত্রী বলেন, "প্রত্যেক ধর্মের মানুষের তাঁদের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করার অধিকার রয়েছে ৷ যদি আমার মতো অন্য কেউ এইরকম করত আমি তাঁর সমালোচনা করতাম না ৷ এই ইশুতে কংগ্রেসের মধ্যে বিভাজন রয়েছে বলে আমি মনে করি ৷ কারণ সবার মত এক হতে পারে না ৷"

রাজনাথ সিং
author img

By

Published : Oct 11, 2019, 1:28 PM IST

দিল্লি, 11 অক্টোবর : ফ্রান্সে রাফাল যুদ্ধবিমানে চড়ার আগে শস্ত্র পূজা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ শুরু হয় সমালোচনাও ৷ কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷ আর এই বিতর্ক প্রসঙ্গে গতকাল মন্তব্য করেন রাজনাথ ৷ বলেন, "লোকে তাঁদের যা ইচ্ছা বলতেই পারেন ৷ আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি এবং করবও ৷ এটা আমাদের বিশ্বাস যে সবার উপরে একটা শক্তি আছে ৷ আমি এটা ছোটো থেকে মেনে এসেছি ৷"

তিনি আরও বলেন, "প্রত্যেক ধর্মের মানুষের তাঁদের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করার অধিকার রয়েছে ৷ যদি আমার মতো অন্য কেউ এইরকম করত আমি তাঁর সমালোচনা করতাম না ৷ এই ইশুতে কংগ্রেসের মধ্যে বিভাজন রয়েছে বলে আমি মনে করি ৷ কারণ সবার মত এক হতে পারে না ৷"

বৃহস্পতিবার রাতে ফ্রান্স সফর থেকে দেশে ফিরেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ ফ্রান্সের তরফে তাঁর হাতে প্রথম রাফাল যুদ্ধবিমানটি তুলে দেওয়া হয় ৷ দেশে ফিরে তিনি জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল বা মে মাসের মধ্যেই ভারতে আসবে 7টি রাফাল যুদ্ধবিমান ৷

তিনি বলেন, "এপ্রিল-মে মাসের মধ্যেই সাতটি রাফাল যুদ্ধবিমান ভারতে আসবে ৷ এই যুদ্ধবিমানগুলির সর্বোচ্চ গতিবেগ হতে পারে 1800 কিমি ৷ ফ্রান্সে আমাকে নিয়ে রাফাল বিমানটি 1300 কিমি গতিবেগে উড়েছিল ৷ এই জেটগুলি হাতে পাওয়ার সমস্ত কৃতিত্ব প্রধানমন্ত্রীর ৷ ফ্রান্স সফর সফল হয়েছে ৷" উল্লেখ্য, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাকরেঁর সঙ্গে তিনি 35 মিনিটের একটি বৈঠকও করেন ৷

তিনি বলেন, "ভারতে রাফাল যুদ্ধবিমান আসার পরে বায়ুসেনার শক্তি আরও বাড়বে ৷ তবে আমরা কাউকে নিজের থেকে আমাদের শক্তি প্রদর্শন করে ভয় দেখাতে চাই না ৷ আমরা কাউকে ভয়ও করি না ৷"

দিল্লি, 11 অক্টোবর : ফ্রান্সে রাফাল যুদ্ধবিমানে চড়ার আগে শস্ত্র পূজা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ শুরু হয় সমালোচনাও ৷ কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ৷ আর এই বিতর্ক প্রসঙ্গে গতকাল মন্তব্য করেন রাজনাথ ৷ বলেন, "লোকে তাঁদের যা ইচ্ছা বলতেই পারেন ৷ আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি এবং করবও ৷ এটা আমাদের বিশ্বাস যে সবার উপরে একটা শক্তি আছে ৷ আমি এটা ছোটো থেকে মেনে এসেছি ৷"

তিনি আরও বলেন, "প্রত্যেক ধর্মের মানুষের তাঁদের বিশ্বাস অনুযায়ী প্রার্থনা করার অধিকার রয়েছে ৷ যদি আমার মতো অন্য কেউ এইরকম করত আমি তাঁর সমালোচনা করতাম না ৷ এই ইশুতে কংগ্রেসের মধ্যে বিভাজন রয়েছে বলে আমি মনে করি ৷ কারণ সবার মত এক হতে পারে না ৷"

বৃহস্পতিবার রাতে ফ্রান্স সফর থেকে দেশে ফিরেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ ফ্রান্সের তরফে তাঁর হাতে প্রথম রাফাল যুদ্ধবিমানটি তুলে দেওয়া হয় ৷ দেশে ফিরে তিনি জানিয়েছেন, আগামী বছরের এপ্রিল বা মে মাসের মধ্যেই ভারতে আসবে 7টি রাফাল যুদ্ধবিমান ৷

তিনি বলেন, "এপ্রিল-মে মাসের মধ্যেই সাতটি রাফাল যুদ্ধবিমান ভারতে আসবে ৷ এই যুদ্ধবিমানগুলির সর্বোচ্চ গতিবেগ হতে পারে 1800 কিমি ৷ ফ্রান্সে আমাকে নিয়ে রাফাল বিমানটি 1300 কিমি গতিবেগে উড়েছিল ৷ এই জেটগুলি হাতে পাওয়ার সমস্ত কৃতিত্ব প্রধানমন্ত্রীর ৷ ফ্রান্স সফর সফল হয়েছে ৷" উল্লেখ্য, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাকরেঁর সঙ্গে তিনি 35 মিনিটের একটি বৈঠকও করেন ৷

তিনি বলেন, "ভারতে রাফাল যুদ্ধবিমান আসার পরে বায়ুসেনার শক্তি আরও বাড়বে ৷ তবে আমরা কাউকে নিজের থেকে আমাদের শক্তি প্রদর্শন করে ভয় দেখাতে চাই না ৷ আমরা কাউকে ভয়ও করি না ৷"

New Delhi, Oct 11 (ANI): Bollywood actor Arjun Kapoor, who has lined up movies such as 'Sandeep Aur Pinky Faraar' and 'Panipat', has teased fans about the sequel of 'Mubarakan'. The actor taking to Instagram posted a still along with Anil Kapoor, who also hinted at the sequel of 'Mubarakan' back in July. Clad in a black tee and blue denim, Arjun is looking dapper in the snap, on which he wrote, "Who's on for Mubarakan 2???" He also tagged the star cast of 'Mubarakan' in the post. Going by the hint Anil Kapoor gave in July, the possible sequel of the film will either be released on December 25th (Christmas Day) this year or next year. The film 'Mubarakan' revolves around an eccentric man --Kartar Singh (played by Anil) who helps his estranged twin nephews (double role played by Arjun) to marry the women they love. Both orphaned and raised apart, the twins come together to serve a greater purpose. The film, which had an ensemble, did not do wonders on the box office and managed to rake in Rs 93.59 crore on the box office.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.