দিল্লি , 23 সেপ্টেম্বর : কৃষি বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেই চলেছে কংগ্রেস । এবার কেন্দ্রীয় সরকারকে মহাভারতের কৌরবদের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা ৷ তিনি বলেন , ’’এটা হল মহাভারত ৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার হল কৌরব ও অন্যদিকে থাকা কৃষকরা হল পান্ডব ৷ ’’
লোকসভায় পাশের পর 20 সেপ্টেম্বর রাজ্যসভায় "কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন" এবং "কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি" সংক্রান্ত বিল পেশ হয় । চূড়ান্ত হই হট্টগোলের মধ্যেই পাশ হয়ে যায় বিল দু'টি । বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েন । তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন সহ অন্য সাংসদরা বিক্ষোভ দেখান । ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা ও রুল বুক ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে । এরপরই আট সাংসদকে সাসপেন্ড করা হয় । প্রতিবাদে সংসদ চত্বরে অবস্থানে বসেন তাঁরা । এই বিষয়ে রণদীপ সিং সুরজেওয়ালা বলেন , ’’যেসব সাংসদরা এই বিলের বিরুদ্ধে লড়াই করছে আমরা তাদের সমর্থন করছি ৷ এই সরকার সবসময় বিরোধীদের দমন করার চেষ্টা করে চলেছে । আমরা এই লড়াইটা রাস্তা পর্যন্ত নিয়ে যাব ৷’’ গতকাল রাজ্যসভার অধিবেশন বয়কট করেন বিরোধীরা । তাঁদের সঙ্গে যোগ দেন আট সাংসদও । এদিকে বিরোধী শূন্য সংসদে পাশ হয়ে যায় তৃতীয় কৃষি বিলটিও । পিঁয়াজ, আলু, ভোজ্য তেল অত্যাবশকীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়ে ।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে তাদের বৈঠকের কথা উল্লেখ করে সুরজেওয়ালা বলেন, রাষ্ট্রপতি তাদের সময় দেন না । তিনি বলেন , "দেশের প্রথম নাগরিক হওয়ায় তাঁর (রাষ্ট্রপতির) প্রধান দায়িত্ব হল সরকারকে সঠিক পরামর্শ দেওয়া । পরিবর্তে তিনি ক্ষমতাসীন দলকে সমর্থন করছেন । আমরা ভেবেছিলাম যে, বিলটি যখন তাঁর সম্মতির জন্য তাঁর কাছে যাবে তখন রাষ্ট্রপতি তা প্রত্যাখ্যান করবেন । কিন্তু রাষ্ট্রপতি বিরোধীদের বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না ৷ "
এদিকে কৃষি বিলের বিরোধিতায় 24 সেপ্টেম্বর থেকে দেশব্যাপী আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।
সুরজেওয়ালার অভিযোগ , মোদি সরকার কর্পোরেটদের নির্দেশে কাজ করছে । তিনি বলেন, "বিলটি হাজার হাজার বিকল্প বাজার তৈরি না করেই কৃষকদের কাছে একমাত্র নিয়ন্ত্রিত বাজারকে ক্ষুণ্ন করছে ।"
2019-2020-তে ফসলের ন্যূনতম সহায়তা মূল্য (MSP) বৃদ্ধির সিদ্ধান্তকেও কটাক্ষ করেছেন সুরজেওয়ালা ৷ তিনি বলেন , "কৃষি ব্যয় ও মূল্য কমিশন (CACP) ইতিমধ্যে বিভিন্ন রবি শস্যের MSP-কে সুপারিশ করেছে আর এই সরকার কেবল পরিসংখ্যান নিয়ে খেলছে ৷ "