ETV Bharat / bharat

''আচ্ছে দিন ! পরিষ্কার ষড়যন্ত্র'', JNU ইশুতে কপিল সিবাল - miscreants attack in jnu

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনায় পুলিশ ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা কপিল সিবালের । তদন্তের দাবি জানিয়েছেন তিনি ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 6, 2020, 11:10 AM IST

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) দুষ্কৃতী হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিবালের । প্রশ্ন তুললেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা প্রশ্ন তুললেন তিনি ।

কপিল সিবাল বলেন, "কীভাবে মুখোশধারী লোকজনকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হল ? কে অনুমতি দিল তাদের? উপাচার্য কী করছিলেন ? পুলিশই বা কেন বাইরে দাঁড়িয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন ? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও অজানা । এটা একটি পরিষ্কার ষড়যন্ত্র । তদন্তের দাবি জানাচ্ছি ।"

  • Achhe Din !

    With the police as collaborators :

    Masked men : Destroying the idea of a “ university “

    Masked agendas : Destroying the idea of “ India “

    And the “ chowkidar “ watches , unfazed !

    — Kapil Sibal (@KapilSibal) January 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটও করেন কংগ্রেস নেতা । বলেন, অচ্ছে দিন! সহযোগী হিসাবে পুলিশ । মুখোশধারী মানুষ "বিশ্ববিদ্যালয়" ধারণাটিকে ধ্বংস করছে । মুখোশযুক্ত অ্যাজেন্ডা "ভারত" ধারণাটি ধ্বংস করছে । আর 'চৌকিদার' নির্বিকার হয়ে সব দেখছেন ।

গতকাল সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । JNU-এ দুষ্কৃতী হামলায় IG-স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) দুষ্কৃতী হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিবালের । প্রশ্ন তুললেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা প্রশ্ন তুললেন তিনি ।

কপিল সিবাল বলেন, "কীভাবে মুখোশধারী লোকজনকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হল ? কে অনুমতি দিল তাদের? উপাচার্য কী করছিলেন ? পুলিশই বা কেন বাইরে দাঁড়িয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন ? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও অজানা । এটা একটি পরিষ্কার ষড়যন্ত্র । তদন্তের দাবি জানাচ্ছি ।"

  • Achhe Din !

    With the police as collaborators :

    Masked men : Destroying the idea of a “ university “

    Masked agendas : Destroying the idea of “ India “

    And the “ chowkidar “ watches , unfazed !

    — Kapil Sibal (@KapilSibal) January 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটও করেন কংগ্রেস নেতা । বলেন, অচ্ছে দিন! সহযোগী হিসাবে পুলিশ । মুখোশধারী মানুষ "বিশ্ববিদ্যালয়" ধারণাটিকে ধ্বংস করছে । মুখোশযুক্ত অ্যাজেন্ডা "ভারত" ধারণাটি ধ্বংস করছে । আর 'চৌকিদার' নির্বিকার হয়ে সব দেখছেন ।

গতকাল সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । JNU-এ দুষ্কৃতী হামলায় IG-স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

Kolkata, Jan 05 (ANI): A vintage car rally was organised in Kolkata. The rally was organsied by Automobile Association of Eastern India. The 21 kilometer rally included many classic cars including Kazi Nazrul Islam's England Baby Austin Tourer (1932) and Mount Batten's Ford V8 (1939). Many vintage models of Jaguar (1930), Chevrolet (1947) and Mercedes cars participated in the rally. 50 cars participated in the rally among which, 25 were vintage cars while rest 25 were classics.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.