দিল্লি, 6 জানুয়ারি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) দুষ্কৃতী হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিবালের । প্রশ্ন তুললেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা প্রশ্ন তুললেন তিনি ।
কপিল সিবাল বলেন, "কীভাবে মুখোশধারী লোকজনকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হল ? কে অনুমতি দিল তাদের? উপাচার্য কী করছিলেন ? পুলিশই বা কেন বাইরে দাঁড়িয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন ? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও অজানা । এটা একটি পরিষ্কার ষড়যন্ত্র । তদন্তের দাবি জানাচ্ছি ।"
-
Achhe Din !
— Kapil Sibal (@KapilSibal) January 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
With the police as collaborators :
Masked men : Destroying the idea of a “ university “
Masked agendas : Destroying the idea of “ India “
And the “ chowkidar “ watches , unfazed !
">Achhe Din !
— Kapil Sibal (@KapilSibal) January 6, 2020
With the police as collaborators :
Masked men : Destroying the idea of a “ university “
Masked agendas : Destroying the idea of “ India “
And the “ chowkidar “ watches , unfazed !Achhe Din !
— Kapil Sibal (@KapilSibal) January 6, 2020
With the police as collaborators :
Masked men : Destroying the idea of a “ university “
Masked agendas : Destroying the idea of “ India “
And the “ chowkidar “ watches , unfazed !
টুইটও করেন কংগ্রেস নেতা । বলেন, অচ্ছে দিন! সহযোগী হিসাবে পুলিশ । মুখোশধারী মানুষ "বিশ্ববিদ্যালয়" ধারণাটিকে ধ্বংস করছে । মুখোশযুক্ত অ্যাজেন্ডা "ভারত" ধারণাটি ধ্বংস করছে । আর 'চৌকিদার' নির্বিকার হয়ে সব দেখছেন ।
গতকাল সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । JNU-এ দুষ্কৃতী হামলায় IG-স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।