ETV Bharat / bharat

ভুয়ো খবরের বিরুদ্ধে অস্ত্র কার্টুন, কী ছবি আঁকলেন শিল্পী ? - কার্টুন

ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াই । অস্ত্র কার্টুন । কোরোনা ভাইরাস নিয়ে গুজব রুখতে সোশাল মিডিয়ায় প্রচারে অসমের কার্টুনিস্ট ।

cartoonist
cartoonist
author img

By

Published : May 2, 2020, 4:52 PM IST

গুয়াহাটি, 2 মে : ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন অসমের যুবক । কোরোনা ভাইরাস নিয়ে নানারকম গুজব, মিথ্যা রটনা, ভুয়ো খবরে যখন ছেয়ে যাচ্ছে সোশাল মিডিয়া, সে'সময় কার্টুনকে হাতিয়ার করে প্রচার শুরু করলেন অসমের এই কার্টুনিস্ট । ডা. অনামিকা রায় মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় কার্টুনিস্ট নীতুপর্ণ রাজবংশি কোরোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন । পাশাপাশি এই পরিস্থিতিতে ভুয়ো খবর রুখতে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে কার্টুনের মাধ্যমে একটি প্রচার অভিযানও শুরু করেছেন তিনি ।

cartoonist
কার্টুনে ফুটে উঠেছে মানুষের দুর্দশার চিত্র

রাজবংশি জানান, "লকডাউন কিছুটা হলেও সোশাল মিডিয়ার সঙ্গে মানুষকে আটকে রেখেছে । এই পরিস্থিতির সুযোগে অসৎ উদ্দেশে কেউ বা কারা সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভুয়ো খবর ছড়াচ্ছে । যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে ।" অসমের এই কার্টুনিস্ট আরও বলেন, "ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িকতা, কুসংস্কার ইত্যাদি থেকে মানুষকে দূরে রাখতে ও কোরোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য কার্টুন আঁকছি । লকডাউন চলাকালীন কিছু মানুষের দুর্দশার চিত্রও তুলে ধরার চেষ্টা করেছি ।"

cartoonist
ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে প্রচারে কার্টুন

ডা. অনামিকা রায় মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা অঙ্কুরান দত্ত বলেছেন, এই প্রথম অসমে কার্টুনের মাধ্যমে ভুয়ো খবরের বিরুদ্ধে অভিযান শুরু হল । সাধারণ মানুষের সামনে সত্য তুলে ধরা এবং সবাইকে ভুয়ো খবর থেকে দূরে রাখাই এই অভিযানের লক্ষ্য ।" রাজবংশি তার কার্টুনের মাধ্যমে বিশেষত গরিব ও গৃহহীনদের সাহায্যার্থে জন্য ত্রাণ সংগ্রহের জন্য "শুভম" নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যোগ দিয়েছেন । যাঁরা সাহায্য করবেন নিজের আঁকা একটি কার্টুন তাঁদের উপহার হিসেবে দেবেন বলেও জানিয়েছেন তিনি ।

cartoonist
এভাবেই প্রচার চালাচ্ছেন কার্টুনিস্ট

গুয়াহাটি, 2 মে : ভুয়ো খবরের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন অসমের যুবক । কোরোনা ভাইরাস নিয়ে নানারকম গুজব, মিথ্যা রটনা, ভুয়ো খবরে যখন ছেয়ে যাচ্ছে সোশাল মিডিয়া, সে'সময় কার্টুনকে হাতিয়ার করে প্রচার শুরু করলেন অসমের এই কার্টুনিস্ট । ডা. অনামিকা রায় মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় কার্টুনিস্ট নীতুপর্ণ রাজবংশি কোরোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন । পাশাপাশি এই পরিস্থিতিতে ভুয়ো খবর রুখতে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে কার্টুনের মাধ্যমে একটি প্রচার অভিযানও শুরু করেছেন তিনি ।

cartoonist
কার্টুনে ফুটে উঠেছে মানুষের দুর্দশার চিত্র

রাজবংশি জানান, "লকডাউন কিছুটা হলেও সোশাল মিডিয়ার সঙ্গে মানুষকে আটকে রেখেছে । এই পরিস্থিতির সুযোগে অসৎ উদ্দেশে কেউ বা কারা সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভুয়ো খবর ছড়াচ্ছে । যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে ।" অসমের এই কার্টুনিস্ট আরও বলেন, "ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িকতা, কুসংস্কার ইত্যাদি থেকে মানুষকে দূরে রাখতে ও কোরোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য কার্টুন আঁকছি । লকডাউন চলাকালীন কিছু মানুষের দুর্দশার চিত্রও তুলে ধরার চেষ্টা করেছি ।"

cartoonist
ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে প্রচারে কার্টুন

ডা. অনামিকা রায় মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা অঙ্কুরান দত্ত বলেছেন, এই প্রথম অসমে কার্টুনের মাধ্যমে ভুয়ো খবরের বিরুদ্ধে অভিযান শুরু হল । সাধারণ মানুষের সামনে সত্য তুলে ধরা এবং সবাইকে ভুয়ো খবর থেকে দূরে রাখাই এই অভিযানের লক্ষ্য ।" রাজবংশি তার কার্টুনের মাধ্যমে বিশেষত গরিব ও গৃহহীনদের সাহায্যার্থে জন্য ত্রাণ সংগ্রহের জন্য "শুভম" নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যোগ দিয়েছেন । যাঁরা সাহায্য করবেন নিজের আঁকা একটি কার্টুন তাঁদের উপহার হিসেবে দেবেন বলেও জানিয়েছেন তিনি ।

cartoonist
এভাবেই প্রচার চালাচ্ছেন কার্টুনিস্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.