দিল্লি ও ঢাকা, 19 অক্টোবর : চলতি বছরের ডিসেম্বর মাসের 16 বা 17 তারিখে হতে পারে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ৷ তবে , তা হবে ভার্চুয়ালি ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে হবে এই বৈঠক ৷ বাংলাদেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ৷ সেখানকার রাজধানী ঢাকায় 2021-এর 26 মার্চ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে হাসিনা সরকার ৷ এমনই খবর বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে ৷
গতকাল বাংলাদেশের বিদেশমন্ত্রী DAK আবদুল মোমেন বলেন, আমরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছি ৷ তাঁরা সম্মত হয়েছেন ৷ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে এবিষয়ে বৈঠকে করেন মোমেন ৷ এরপরই গতকাল সংবাদমাধ্যমে একথা জানান ৷ যদিও এবিষয়ে এখনও নিশ্চিত করেনি বিদেশমন্ত্রক ৷
স্বাধীনতা দিবস পালনের আমন্ত্রণ বিষয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ মোমেন বলেন, "আমাদের জয় ভারতের জয় ৷ আমাদের একসাথে তা উদযাপন করা উচিত ৷" এর আগে, দোরাইস্বামী বলেছিলেন যে ডিসেম্বর মাসে ভার্চুয়াল বৈঠককে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফরের বিকল্প হিসাবে দেখে না ভারত ।