ETV Bharat / bharat

উন্নাওয়ের ঘটনায় BJP বিধায়কের বিরুদ্ধে FIR, উচ্চপর্যায়ের তদন্ত দাবি মমতার - কুলদীপ সিং সেনগার

উন্নাওয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এনিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান তিনি । এদিকে গাড়ি দুর্ঘটনায় BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, তাঁর ভাই মনোজ সিং সেঙ্গার ও আরও 8 জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে ।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
author img

By

Published : Jul 29, 2019, 6:21 PM IST

Updated : Jul 29, 2019, 6:34 PM IST

কলকাতা ও লখনউ, ২৯ জুলাই : উন্নাওয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "প্রতিদিন বাংলাকে অপমান করছে । আর উত্তরপ্রদেশে কী ঘটছে সে সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কি ধারণা আছে? উন্নাওতে যা ঘটেছে, অভিযোগকারিণীর দুই আত্মীয় মারা গেছেন । সে নিজে মারাত্মক জখম । একটি উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত ।"

গতকাল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারিণী । মারা গেছেন তাঁর দুই আত্মীয়া । তাঁদের মধ্যে একজন এই মামলার অন্যতম সাক্ষী । সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই দু'জনের মৃত্যু হয় । আহত কিশোরীর চিকিৎসা চলছে লখনউয়ের একটি হাসপাতালে । আজ কিশোরীর মা এই দুর্ঘটনাকে একটি ষড়যন্ত্র বলে CBI তদন্তের দাবি জানিয়েছেন । তিনি বলেন, এটি কোনও দুর্ঘটনা নয় বরং আমাদের সকলকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল । আসামির ছেলে আমাদের হুমকি দিয়েছিল । আমি জানতে পেরেছি যে বিধায়ক জেলে বসেই এই কাজ করেছেন ।" এদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত করছে এটি একটি দুর্ঘটনা । তবে তারা CBI-কে তদন্তভার দিতে রাজি । আজ সংবাদিক বৈঠকে পুলিশ অধিকর্তা জানিয়েছেন, ট্রাকের চালক ও মালিককে গ্রেপ্তার করা হয়েছে । BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, তাঁর ভাই মনোজ সিং সেঙ্গার ও আরও 8 জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । পুলিশের তরফে আরও জানানো হয়েছে, যে এই কিশোরীর জন্য একজন গানার (বন্দুকধারী) সহ 9 জন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল । সুরেশ নামে এক গানার জানিয়েছেন, গাড়িতে কোনও জায়গা ছিল না বলে নিরাপত্তারক্ষীদের পিছনে থাকতে বলা হয়েছিল । সুরেশ বলেন, "আন্টি বলেছিলেন যে পাঁচজন লোক যাচ্ছে এবং সন্ধ্যা নাগাদ ফিরে আসবে । চিন্তার কিছু নেই ।" কিশোরীর মায়ের অভিযোগ সম্পর্কে পুলিশ জানিয়েছে তারা এই বিষয়টি খতিয়ে দেখছে ।

এদিকে লখনউয়ের যে হাসপাতালে কিশোরী চিকিৎসাধীন সেই হাসপাতালের তরফে জানানো হয়েছে, কিশোরীর পাঁজর, কলারবোন, একটা হাত এবং একটা পায়ের হাড় ভেঙেছে । গুরুতর অবস্থার কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।

কলকাতা ও লখনউ, ২৯ জুলাই : উন্নাওয়ের ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "প্রতিদিন বাংলাকে অপমান করছে । আর উত্তরপ্রদেশে কী ঘটছে সে সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কি ধারণা আছে? উন্নাওতে যা ঘটেছে, অভিযোগকারিণীর দুই আত্মীয় মারা গেছেন । সে নিজে মারাত্মক জখম । একটি উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত ।"

গতকাল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারিণী । মারা গেছেন তাঁর দুই আত্মীয়া । তাঁদের মধ্যে একজন এই মামলার অন্যতম সাক্ষী । সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই দু'জনের মৃত্যু হয় । আহত কিশোরীর চিকিৎসা চলছে লখনউয়ের একটি হাসপাতালে । আজ কিশোরীর মা এই দুর্ঘটনাকে একটি ষড়যন্ত্র বলে CBI তদন্তের দাবি জানিয়েছেন । তিনি বলেন, এটি কোনও দুর্ঘটনা নয় বরং আমাদের সকলকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল । আসামির ছেলে আমাদের হুমকি দিয়েছিল । আমি জানতে পেরেছি যে বিধায়ক জেলে বসেই এই কাজ করেছেন ।" এদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত করছে এটি একটি দুর্ঘটনা । তবে তারা CBI-কে তদন্তভার দিতে রাজি । আজ সংবাদিক বৈঠকে পুলিশ অধিকর্তা জানিয়েছেন, ট্রাকের চালক ও মালিককে গ্রেপ্তার করা হয়েছে । BJP বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার, তাঁর ভাই মনোজ সিং সেঙ্গার ও আরও 8 জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । পুলিশের তরফে আরও জানানো হয়েছে, যে এই কিশোরীর জন্য একজন গানার (বন্দুকধারী) সহ 9 জন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল । সুরেশ নামে এক গানার জানিয়েছেন, গাড়িতে কোনও জায়গা ছিল না বলে নিরাপত্তারক্ষীদের পিছনে থাকতে বলা হয়েছিল । সুরেশ বলেন, "আন্টি বলেছিলেন যে পাঁচজন লোক যাচ্ছে এবং সন্ধ্যা নাগাদ ফিরে আসবে । চিন্তার কিছু নেই ।" কিশোরীর মায়ের অভিযোগ সম্পর্কে পুলিশ জানিয়েছে তারা এই বিষয়টি খতিয়ে দেখছে ।

এদিকে লখনউয়ের যে হাসপাতালে কিশোরী চিকিৎসাধীন সেই হাসপাতালের তরফে জানানো হয়েছে, কিশোরীর পাঁজর, কলারবোন, একটা হাত এবং একটা পায়ের হাড় ভেঙেছে । গুরুতর অবস্থার কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে ।

Lucknow (Uttar Pradesh), Jul 29 (ANI): Congress MLA from Rampur Khas, Aradhna Mishra, demanded an investigation into the "suspicious" accident in which Unnao rape victim got seriously injured and two other got killed. "Unnnao rape victim met with an accident today under suspicious circumstances, two members of her family have died in the accident. Congress party demands an investigation," Mishra told reporters in Lucknow. The victim had accused BJP MLA Kuldeep Singh Sengar of raping her last year following which the leader was arrested.
Last Updated : Jul 29, 2019, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.