ETV Bharat / bharat

দেশে কমল কোরোনা সংক্রমণ , আক্রান্ত প্রায় 43 লাখ - The total corona case tally stands at 42,80,423 india

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কয়েকদিনে একটু হলেও কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 হাজার 133 জন ৷

The total corona case tally stands at 42,80,423 india
দেশে কমল কোরোনা সংক্রমণ , আক্রান্ত প্রায় 43 লাখ
author img

By

Published : Sep 8, 2020, 10:14 AM IST

দিল্লি, 8 সেপ্টেম্বর : প্রতিদিনই দেশে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত কয়েকদিন ধরেই রেকর্ড সংক্রমণ হচ্ছে দেশে ৷ তবে , আজ এক ধাক্কায় অনেকটাই নামল কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 75 হাজার 809 জন ৷ এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 42 লাখ 80 হাজার 423 জন ৷ গতকালই বিশ্বে আক্রান্তের নিরিখে ব্রাজ়িলকে টপকে গেছিল ভারত ৷

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কয়েকদিনে একটু হলেও কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 হাজার 133 জনের ৷ এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 72 হাজার 775 জন ৷ বেড়েছে সুস্থতার হারও ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 73 হাজার 522 জন ৷ এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছে 33 লাখ 23 হাজার 951 জন ৷ পাশাপাশি, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 লাখ 83 হাজার 679 জন ৷

গত 24 ঘণ্টায় দেশে মোট কোরোনা পরীক্ষা করা হয়েছে 10 লাখ 98 হাজার 621 জনের ৷ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ( ICMR ) ৷ উল্লেখ্য, 7 সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট 5 কোটি 6 লাখ 50 হাজার 128 জনের কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷

গোটা দেশে কোরোনা ভাইরাস সংক্রমণের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 23 হাজার 642 জন ৷ মহারাষ্ট্রে মোট মৃতের সংখ্যা 27 হাজার 27 জন ৷ মহারাষ্ট্রের পরই সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 6 হাজার 493 জন ৷ অন্ধ্রপ্রদেশে মোট মৃতের সংখ্যা 4 হাজার 487 জন ৷ সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু ৷ সেখানে সংক্রমণ হয়েছে মোট 4 লাখ 69 হাজার 256 জন ৷ তামিলনাড়ুতে মোট মৃতের সংখ্যা 7 হাজার 925 জন ৷ সংক্রমণের নিরিখে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে ৷ সেখানে মোট সংক্রমণ ছড়িয়েছে মোট 1 লাখ 83 হাজার 865 জনের ৷ পশ্চিমবঙ্গে মোট কোরোনায় মারা গেছেন 3 হাজার 620 জন ৷

দিল্লি, 8 সেপ্টেম্বর : প্রতিদিনই দেশে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত কয়েকদিন ধরেই রেকর্ড সংক্রমণ হচ্ছে দেশে ৷ তবে , আজ এক ধাক্কায় অনেকটাই নামল কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 75 হাজার 809 জন ৷ এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 42 লাখ 80 হাজার 423 জন ৷ গতকালই বিশ্বে আক্রান্তের নিরিখে ব্রাজ়িলকে টপকে গেছিল ভারত ৷

দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কয়েকদিনে একটু হলেও কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 হাজার 133 জনের ৷ এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 72 হাজার 775 জন ৷ বেড়েছে সুস্থতার হারও ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 73 হাজার 522 জন ৷ এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছে 33 লাখ 23 হাজার 951 জন ৷ পাশাপাশি, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 8 লাখ 83 হাজার 679 জন ৷

গত 24 ঘণ্টায় দেশে মোট কোরোনা পরীক্ষা করা হয়েছে 10 লাখ 98 হাজার 621 জনের ৷ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ( ICMR ) ৷ উল্লেখ্য, 7 সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট 5 কোটি 6 লাখ 50 হাজার 128 জনের কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷

গোটা দেশে কোরোনা ভাইরাস সংক্রমণের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 9 লাখ 23 হাজার 642 জন ৷ মহারাষ্ট্রে মোট মৃতের সংখ্যা 27 হাজার 27 জন ৷ মহারাষ্ট্রের পরই সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 6 হাজার 493 জন ৷ অন্ধ্রপ্রদেশে মোট মৃতের সংখ্যা 4 হাজার 487 জন ৷ সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু ৷ সেখানে সংক্রমণ হয়েছে মোট 4 লাখ 69 হাজার 256 জন ৷ তামিলনাড়ুতে মোট মৃতের সংখ্যা 7 হাজার 925 জন ৷ সংক্রমণের নিরিখে সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে ৷ সেখানে মোট সংক্রমণ ছড়িয়েছে মোট 1 লাখ 83 হাজার 865 জনের ৷ পশ্চিমবঙ্গে মোট কোরোনায় মারা গেছেন 3 হাজার 620 জন ৷

For All Latest Updates

TAGGED:

CORONA INDIA
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.