ETV Bharat / bharat

গ্রেপ্তার করা যাবে না শশী থারুর ও 6 সাংবাদিককে, নির্দেশ সুপ্রিম কোর্টের - ট্রাক্টর মিছিল

শশী থারুর ও 6 সাংবাদিকের গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ থারুর এবং ওই 6 সাংবাদিক তাঁদের বিরুদ্ধে দিল্লি পুলিশের দায়ের করা মামলার পালটা সুপ্রিম কোর্ট আবেদন করেন ৷ সেই শুনানিতেই শীর্ষ আদালতে এই নির্দেশ দিয়েছে ৷

The Supreme Court today barred from arresting Congress MP Shashi Tharoor and six journalists in cases relating to their tweets in connection with the Republic Day tractor rally violence in New Delhi
গ্রেপ্তার করা যাবে না শশী থারুর এবং 6 সাংবাদিককে, নির্দেশ সুপ্রিম কোর্টের
author img

By

Published : Feb 9, 2021, 2:23 PM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : কংগ্রেস সাংসদ শশী থারুর এবং 6 সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে অশান্তির ঘটনায় সোশাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে এই নির্দেশ দিয়েছে 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ দু’সপ্তাহ পর এই মামলা শুনানির জন্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷

কংগ্রেস সাংসদ এবং ওই 6 সাংবাদিক তাঁদের সোশাল মিডিয়ার পাতায় দিল্লি পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারী এক কৃষককে হত্যার অভিযোগ করেছিলেন ৷ তার ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহ, অপপ্রচার এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফে ৷ তারই পালটা পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাংসদ শশী থারুর, সাংবাদিক রাজদীপ সরেদশাই, মৃণাল পাণ্ডে, জ়াফার আগহা, বিনোদ কে জোস, পরেশ নাথ এবং অনন্ত নাথরা সুপ্রিম কোর্টে আবেদন করেন ৷

আরও পড়ুন :লালকেল্লায় কৃষকদের পতাকা উত্তোলন দুর্ভাগ্যজনক : থারুর

সেই আবেদনের শুনানিতে আজ দিল্লি পুলিশের তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা অভিযুক্তদের কোনওরকম ছাড় না দেওয়ার আর্জি জানান ৷ একইসঙ্গে আগামীকাল পর্যন্ত এই মামলাটিকে মুলতুবি রাখার কথাও বলেন ৷ অন্যদিকে, অভিযুক্তদের তরফে আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেন, যতদিন না সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করছে, ততদিন যেন কোনওরকম কঠোর পদক্ষেপ না নেওয়া হয় ৷ শুনানির পর আজ সুপ্রিম কোর্ট মামলাটি 2 সপ্তাহ পরে শুনানির জন্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে ৷

দিল্লি, 9 ফেব্রুয়ারি : কংগ্রেস সাংসদ শশী থারুর এবং 6 সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে অশান্তির ঘটনায় সোশাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে এই নির্দেশ দিয়েছে 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ দু’সপ্তাহ পর এই মামলা শুনানির জন্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷

কংগ্রেস সাংসদ এবং ওই 6 সাংবাদিক তাঁদের সোশাল মিডিয়ার পাতায় দিল্লি পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারী এক কৃষককে হত্যার অভিযোগ করেছিলেন ৷ তার ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহ, অপপ্রচার এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফে ৷ তারই পালটা পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাংসদ শশী থারুর, সাংবাদিক রাজদীপ সরেদশাই, মৃণাল পাণ্ডে, জ়াফার আগহা, বিনোদ কে জোস, পরেশ নাথ এবং অনন্ত নাথরা সুপ্রিম কোর্টে আবেদন করেন ৷

আরও পড়ুন :লালকেল্লায় কৃষকদের পতাকা উত্তোলন দুর্ভাগ্যজনক : থারুর

সেই আবেদনের শুনানিতে আজ দিল্লি পুলিশের তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা অভিযুক্তদের কোনওরকম ছাড় না দেওয়ার আর্জি জানান ৷ একইসঙ্গে আগামীকাল পর্যন্ত এই মামলাটিকে মুলতুবি রাখার কথাও বলেন ৷ অন্যদিকে, অভিযুক্তদের তরফে আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেন, যতদিন না সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করছে, ততদিন যেন কোনওরকম কঠোর পদক্ষেপ না নেওয়া হয় ৷ শুনানির পর আজ সুপ্রিম কোর্ট মামলাটি 2 সপ্তাহ পরে শুনানির জন্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.