দিল্লি, 9 ফেব্রুয়ারি : কংগ্রেস সাংসদ শশী থারুর এবং 6 সাংবাদিককে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে অশান্তির ঘটনায় সোশাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে এই নির্দেশ দিয়েছে 3 বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ দু’সপ্তাহ পর এই মামলা শুনানির জন্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷
কংগ্রেস সাংসদ এবং ওই 6 সাংবাদিক তাঁদের সোশাল মিডিয়ার পাতায় দিল্লি পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারী এক কৃষককে হত্যার অভিযোগ করেছিলেন ৷ তার ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে দেশদ্রোহ, অপপ্রচার এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের তরফে ৷ তারই পালটা পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাংসদ শশী থারুর, সাংবাদিক রাজদীপ সরেদশাই, মৃণাল পাণ্ডে, জ়াফার আগহা, বিনোদ কে জোস, পরেশ নাথ এবং অনন্ত নাথরা সুপ্রিম কোর্টে আবেদন করেন ৷
আরও পড়ুন :লালকেল্লায় কৃষকদের পতাকা উত্তোলন দুর্ভাগ্যজনক : থারুর
সেই আবেদনের শুনানিতে আজ দিল্লি পুলিশের তরফে সলিসিটর জেনেরাল তুষার মেহতা অভিযুক্তদের কোনওরকম ছাড় না দেওয়ার আর্জি জানান ৷ একইসঙ্গে আগামীকাল পর্যন্ত এই মামলাটিকে মুলতুবি রাখার কথাও বলেন ৷ অন্যদিকে, অভিযুক্তদের তরফে আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেন, যতদিন না সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করছে, ততদিন যেন কোনওরকম কঠোর পদক্ষেপ না নেওয়া হয় ৷ শুনানির পর আজ সুপ্রিম কোর্ট মামলাটি 2 সপ্তাহ পরে শুনানির জন্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে ৷