ETV Bharat / bharat

কারফিউ শিথিল, স্বাভাবিক রয়েছে অসম, দাবি পুলিশের DG-র - assam

বৃহস্পতিবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে, হিংসাত্বক আন্দোলন চরমে উঠেছে অসমে ৷ কারফিউ অমান্য করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল হয়েছে ।  পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই বিক্ষোভকারীর ৷ DG বলেন, ‘‘অসমে অশান্তির জেরে এখনও পর্যন্ত 1000-র বেশি লোককে আটক করা হয়েছে ৷ 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ কিছু পুলিশকর্মীও জখম হয়েছেন ।  কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।’’

image
অসমে উত্তেজনা
author img

By

Published : Dec 13, 2019, 10:39 PM IST

Updated : Dec 14, 2019, 3:10 PM IST

গুয়াহাটি, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -র প্রতিবাদে অগ্নিগর্ভ অসম ৷ রাজধানী গুয়াহাটিতে

আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শিথিল করা হয়েছে ৷

এখনও পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে 2 বিক্ষোভকারীর ৷ এদিন যদিও অসমের পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেন রাজ্য পুলিশের DG জ্যোতি মহন্ত ৷ তিনি বলেন, ‘‘আমরা শান্তি ফিরিয়ে আনছি ৷ আজ পরিস্থিতি যথেষ্ট ভালো । আমরা সতর্ক আছি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দিনরাত কাজ করছি । ’’ যদিও DG দাবি করেন, সাধারণ মানুষের উপর কোনও বিধি-নিষেধ চাপিয়ে দেওয়া হয়নি ৷ সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে আসতেই পারেন ৷ তিনি আরও যোগ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ইন্টারনেট পরিষেবাও স্বাভাবিক করা হবে ৷

বৃহস্পতিবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে, হিংসাত্বক আন্দোলন চরমে উঠেছে অসমে ৷ কারফিউ অমান্য করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল হয়েছে । পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই বিক্ষোভকারীর ৷ DG বলেন, ‘‘অসমে অশান্তির জেরে এখনও পর্যন্ত 1000-র বেশি লোককে আটক করা হয়েছে ৷ 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ কিছু পুলিশকর্মীও জখম হয়েছেন । কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।’’

এদিকে অসমের রাজনৈতিক অশান্তির জেরে ও তিনসুকিয়া ও লামডিং এলাকায় রেল অবরোধের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি কয়েকটি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে ।

এক নজরে বাতিল হওয়া ট্রেনগুলি :

15959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস ৷ ট্রেনটি হাওড়া থেকে 14,15 ও 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ।
15960 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস ৷ ডিব্রুগড় থেকে 14 15 ও 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
13175 আপ শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ শিয়ালদা থেকে 14 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
13174 আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ আগরতলা থেকে 15 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
13176 শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ শিলচর থেকে 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷

15906 ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস ৷ ডিব্রুগড় থেকে 14 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷

15930 ডিব্রুগড় তিরুবনন্তপুরম এক্সপ্রেস ৷ ডিব্রুগড় থেকে 15 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷ ট্রেনটির ডিব্রুগড় থেকে গুয়াহাটি মধ্যে যাত্রা বাতিল করা হয়েছে । 16 ডিসেম্বর গৌহাটি থেকে পুনরায় যাত্রা শুরু করবে ট্রেনটি ।

গুয়াহাটি, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -র প্রতিবাদে অগ্নিগর্ভ অসম ৷ রাজধানী গুয়াহাটিতে

আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শিথিল করা হয়েছে ৷

এখনও পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে 2 বিক্ষোভকারীর ৷ এদিন যদিও অসমের পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেন রাজ্য পুলিশের DG জ্যোতি মহন্ত ৷ তিনি বলেন, ‘‘আমরা শান্তি ফিরিয়ে আনছি ৷ আজ পরিস্থিতি যথেষ্ট ভালো । আমরা সতর্ক আছি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দিনরাত কাজ করছি । ’’ যদিও DG দাবি করেন, সাধারণ মানুষের উপর কোনও বিধি-নিষেধ চাপিয়ে দেওয়া হয়নি ৷ সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে আসতেই পারেন ৷ তিনি আরও যোগ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ইন্টারনেট পরিষেবাও স্বাভাবিক করা হবে ৷

বৃহস্পতিবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে, হিংসাত্বক আন্দোলন চরমে উঠেছে অসমে ৷ কারফিউ অমান্য করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল হয়েছে । পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই বিক্ষোভকারীর ৷ DG বলেন, ‘‘অসমে অশান্তির জেরে এখনও পর্যন্ত 1000-র বেশি লোককে আটক করা হয়েছে ৷ 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ কিছু পুলিশকর্মীও জখম হয়েছেন । কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।’’

এদিকে অসমের রাজনৈতিক অশান্তির জেরে ও তিনসুকিয়া ও লামডিং এলাকায় রেল অবরোধের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি কয়েকটি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে ।

এক নজরে বাতিল হওয়া ট্রেনগুলি :

15959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস ৷ ট্রেনটি হাওড়া থেকে 14,15 ও 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ।
15960 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস ৷ ডিব্রুগড় থেকে 14 15 ও 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
13175 আপ শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ শিয়ালদা থেকে 14 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
13174 আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ আগরতলা থেকে 15 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
13176 শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ শিলচর থেকে 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷

15906 ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস ৷ ডিব্রুগড় থেকে 14 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷

15930 ডিব্রুগড় তিরুবনন্তপুরম এক্সপ্রেস ৷ ডিব্রুগড় থেকে 15 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷ ট্রেনটির ডিব্রুগড় থেকে গুয়াহাটি মধ্যে যাত্রা বাতিল করা হয়েছে । 16 ডিসেম্বর গৌহাটি থেকে পুনরায় যাত্রা শুরু করবে ট্রেনটি ।

New Delhi, Dec 13 (ANI): Delhi Chief Minister Arvind Kejriwal on December 13 held a Cabinet Meeting in the national capital. After the meeting, CM Kejriwal said that the Delhi government is going to start a campaign to stop crime against women. In the campaign, in every college, private and government schools, it will mandatory for the boys to pledge that they will not commit any crime against women and respect them. The pledge will be repeated in intervals of three to six months.
Last Updated : Dec 14, 2019, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.