গুয়াহাটি, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -র প্রতিবাদে অগ্নিগর্ভ অসম ৷ রাজধানী গুয়াহাটিতে
আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শিথিল করা হয়েছে ৷
এখনও পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে 2 বিক্ষোভকারীর ৷ এদিন যদিও অসমের পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেন রাজ্য পুলিশের DG জ্যোতি মহন্ত ৷ তিনি বলেন, ‘‘আমরা শান্তি ফিরিয়ে আনছি ৷ আজ পরিস্থিতি যথেষ্ট ভালো । আমরা সতর্ক আছি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা দিনরাত কাজ করছি । ’’ যদিও DG দাবি করেন, সাধারণ মানুষের উপর কোনও বিধি-নিষেধ চাপিয়ে দেওয়া হয়নি ৷ সাধারণ মানুষ প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে আসতেই পারেন ৷ তিনি আরও যোগ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ইন্টারনেট পরিষেবাও স্বাভাবিক করা হবে ৷
বৃহস্পতিবার নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে, হিংসাত্বক আন্দোলন চরমে উঠেছে অসমে ৷ কারফিউ অমান্য করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল হয়েছে । পুলিশের গুলিতে মৃত্যু হয় দুই বিক্ষোভকারীর ৷ DG বলেন, ‘‘অসমে অশান্তির জেরে এখনও পর্যন্ত 1000-র বেশি লোককে আটক করা হয়েছে ৷ 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ কিছু পুলিশকর্মীও জখম হয়েছেন । কিন্তু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ।’’
এদিকে অসমের রাজনৈতিক অশান্তির জেরে ও তিনসুকিয়া ও লামডিং এলাকায় রেল অবরোধের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি কয়েকটি ট্রেন আংশিকভাবে বাতিল করা হয়েছে ।
এক নজরে বাতিল হওয়া ট্রেনগুলি :
15959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস ৷ ট্রেনটি হাওড়া থেকে 14,15 ও 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ।
15960 ডিব্রুগড় হাওড়া কামরূপ এক্সপ্রেস ৷ ডিব্রুগড় থেকে 14 15 ও 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
13175 আপ শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ শিয়ালদা থেকে 14 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
13174 আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ আগরতলা থেকে 15 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
13176 শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ শিলচর থেকে 16 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
15906 ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস ৷ ডিব্রুগড় থেকে 14 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷
15930 ডিব্রুগড় তিরুবনন্তপুরম এক্সপ্রেস ৷ ডিব্রুগড় থেকে 15 ডিসেম্বর ছাড়ার কথা ছিল ৷ ট্রেনটির ডিব্রুগড় থেকে গুয়াহাটি মধ্যে যাত্রা বাতিল করা হয়েছে । 16 ডিসেম্বর গৌহাটি থেকে পুনরায় যাত্রা শুরু করবে ট্রেনটি ।