ETV Bharat / bharat

বেসরকারি সংস্থাকে ব্যাঙ্ক খুলতে দেওয়ার প্রস্তাব আসলে ‘বম্বশেল’ : রাজন - RBI

RBI এর অভ্য়ন্তরীণ কার্যনির্বাহী দল ব্য়াঙ্কিং ক্ষেত্রে একাধিক প্রস্তাব পেশ করেছিল ৷ যেখানে বেসরকারি সংস্থাগুলিকে ব্য়াঙ্কিং সেক্টরে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রাজন ও বিরল আচার্য তাঁদের আর্টিকেলে লেখেন, RBI এর এই প্রস্তাব এখনই কেন আনা হয়েছে ? তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এতে করে কয়েকটি বেসরকারি সংস্থা সুযোগ লাইসেন্সের জন্য় বেশি করে ঝাঁপাবে ৷

the-rbi-working-groups-proposal-to-allow-corporate-houses-to-set-up-banks-is-a-bombshell
কর্পোরেট সংস্থাগুলিকে ব্যাঙ্ক খুলতে দেওয়ার প্রস্তাব আসলে ‘বম্বশেল’ : রঘুরাম রাজন
author img

By

Published : Nov 24, 2020, 5:49 PM IST

দিল্লি, 24 নভেম্বর : গত শুক্রবার RBI এর অভ্য়ন্তরীণ কার্যনির্বাহী দল প্রস্তাব দিয়েছে, দেশের বেসরকারি সংস্থাগুলিকে ব্যাঙ্ক খুলতে দেওয়া হোক ৷ RBI ওয়ার্কিং গ্রুপের এই প্রস্তাবকে ‘বম্বশেল’ বলে, আলমারিতে তুলে রাখার পরামর্শ দিলেন RBI এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন ৷ একটি প্রতিবেদনে তিনি ও RBI এর প্রাক্তন ডেপুটি গভর্নর বিরল আচার্য লেখেন, বেসরকারি সংস্থাগুলিকে ব্যাঙ্ক খুলতে দেওয়ার এই প্রস্তাব আসলে ‘বম্বশেল’ ৷ তাঁরা মনে করেন, এই মুহূর্তে বেসরকারি সংস্থাগুলিকে ব্য়াঙ্কিং সেক্টর থেকে যতটা সম্ভব দূরে রাখা দরকার ৷

RBI এর অভ্য়ন্তরীণ কার্যনির্বাহী দল ব্য়াঙ্কিং ক্ষেত্রে একাধিক প্রস্তাব পেশ করেছিল ৷ যেখানে কর্পোরেট সংস্থাগুলিকে ব্য়াঙ্কিং ক্ষেত্রে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রাজন ও বিরল আচার্য তাঁদের প্রতিবেদনে লেখেন, RBI এর এই প্রস্তাব এখনই কেন আনা হয়েছে ? তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এতে করে কয়েকটি বেসরকারি সংস্থা সুযোগ বুঝে লাইসেন্সের জন্য় বেশি করে ঝাঁপাবে ৷ যে তালিকায় সবার আগে সেই সব সংস্থাগুলি থাকবে, যাদের বিশাল অঙ্কের ব্য়াঙ্ক ঋণ রয়েছে এমন সংস্থা ৷ পাশাপাশি, রাজনৈতিক প্রভাব রয়েছে এমন সংস্থাগুলিও ব্য়াঙ্ক খুলতে ঝাঁপাবে ৷ RBI এর প্রাক্তন গভর্নর ও ডেপুটি গভর্নর প্রশ্ন তুলেছেন, যে বেসরকারি সংস্থাগুলি ঋণ নিচ্ছে, তারাই যদি ব্য়াঙ্ক খোলে, তাহলে সঠিক সিদ্ধান্ত কীভাবে নেবে ? সেখানে বহু বিষয়ে চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করেন তাঁরা ৷ ব্য়াঙ্কিং লাইসেন্স ইস্য়ুর ক্ষেত্রে পক্ষপাতিত্ব হতে পারে বলেও, আশঙ্কা প্রকাশ করেছেন রাজন ও আচার্য ৷ প্রতিবেদনে তাঁরা লেখেন, আইন মেনে ব্য়াঙ্ক খুললেও, এতে সুবিধা পাবে বড় বড় কর্পোরেট সংস্থাগুলি ৷ যাদের ন্যূনতম মূলধন আগে থেকেই রয়েছে ৷ পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা পাওয়ার চেষ্টাও এক্ষেত্রে হতে পারে বলে মনে করেন তাঁরা ৷

প্রাক্তন গভর্নর ও ডেপুটি গভর্নরের মতে, দেশের কোনও ব্য়াঙ্ক যাতে দেউলিয়া না হয়ে যায় তার জন্য় RBI আপ্রাণ চেষ্টা করে ৷ এর মূল কারণ সাধারণ মানুষ সেখানে টাকা রেখে নিশ্চিন্ত থাকেন ৷ এতে ব্যাঙ্কগুলিও লাভবান হয় ৷ তবে, সেক্ষেত্রেও খামতি থেকে যায় ৷ আর একটি বেসরকারি সংস্থা ব্য়াঙ্ক খুললে, সেখানে নজরদারি ছাড়া টাকা হাতে পাবে ৷ এমনকি আর্থিক ক্ষমতাও কিছু কিছু কর্পোরেট হাতে চলে যাবে ৷ তবে, শুধুই রঘুরাম রাজন ও বিরল আচার্য নন, যে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে এই প্রস্তাব অভ্য়ন্তরীণ কার্যনির্বাহী দল রেখেছিল, সেই বিশেষজ্ঞরাও এর বিরোধিতা করেছিলেন ৷

দিল্লি, 24 নভেম্বর : গত শুক্রবার RBI এর অভ্য়ন্তরীণ কার্যনির্বাহী দল প্রস্তাব দিয়েছে, দেশের বেসরকারি সংস্থাগুলিকে ব্যাঙ্ক খুলতে দেওয়া হোক ৷ RBI ওয়ার্কিং গ্রুপের এই প্রস্তাবকে ‘বম্বশেল’ বলে, আলমারিতে তুলে রাখার পরামর্শ দিলেন RBI এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন ৷ একটি প্রতিবেদনে তিনি ও RBI এর প্রাক্তন ডেপুটি গভর্নর বিরল আচার্য লেখেন, বেসরকারি সংস্থাগুলিকে ব্যাঙ্ক খুলতে দেওয়ার এই প্রস্তাব আসলে ‘বম্বশেল’ ৷ তাঁরা মনে করেন, এই মুহূর্তে বেসরকারি সংস্থাগুলিকে ব্য়াঙ্কিং সেক্টর থেকে যতটা সম্ভব দূরে রাখা দরকার ৷

RBI এর অভ্য়ন্তরীণ কার্যনির্বাহী দল ব্য়াঙ্কিং ক্ষেত্রে একাধিক প্রস্তাব পেশ করেছিল ৷ যেখানে কর্পোরেট সংস্থাগুলিকে ব্য়াঙ্কিং ক্ষেত্রে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রাজন ও বিরল আচার্য তাঁদের প্রতিবেদনে লেখেন, RBI এর এই প্রস্তাব এখনই কেন আনা হয়েছে ? তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এতে করে কয়েকটি বেসরকারি সংস্থা সুযোগ বুঝে লাইসেন্সের জন্য় বেশি করে ঝাঁপাবে ৷ যে তালিকায় সবার আগে সেই সব সংস্থাগুলি থাকবে, যাদের বিশাল অঙ্কের ব্য়াঙ্ক ঋণ রয়েছে এমন সংস্থা ৷ পাশাপাশি, রাজনৈতিক প্রভাব রয়েছে এমন সংস্থাগুলিও ব্য়াঙ্ক খুলতে ঝাঁপাবে ৷ RBI এর প্রাক্তন গভর্নর ও ডেপুটি গভর্নর প্রশ্ন তুলেছেন, যে বেসরকারি সংস্থাগুলি ঋণ নিচ্ছে, তারাই যদি ব্য়াঙ্ক খোলে, তাহলে সঠিক সিদ্ধান্ত কীভাবে নেবে ? সেখানে বহু বিষয়ে চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করেন তাঁরা ৷ ব্য়াঙ্কিং লাইসেন্স ইস্য়ুর ক্ষেত্রে পক্ষপাতিত্ব হতে পারে বলেও, আশঙ্কা প্রকাশ করেছেন রাজন ও আচার্য ৷ প্রতিবেদনে তাঁরা লেখেন, আইন মেনে ব্য়াঙ্ক খুললেও, এতে সুবিধা পাবে বড় বড় কর্পোরেট সংস্থাগুলি ৷ যাদের ন্যূনতম মূলধন আগে থেকেই রয়েছে ৷ পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা পাওয়ার চেষ্টাও এক্ষেত্রে হতে পারে বলে মনে করেন তাঁরা ৷

প্রাক্তন গভর্নর ও ডেপুটি গভর্নরের মতে, দেশের কোনও ব্য়াঙ্ক যাতে দেউলিয়া না হয়ে যায় তার জন্য় RBI আপ্রাণ চেষ্টা করে ৷ এর মূল কারণ সাধারণ মানুষ সেখানে টাকা রেখে নিশ্চিন্ত থাকেন ৷ এতে ব্যাঙ্কগুলিও লাভবান হয় ৷ তবে, সেক্ষেত্রেও খামতি থেকে যায় ৷ আর একটি বেসরকারি সংস্থা ব্য়াঙ্ক খুললে, সেখানে নজরদারি ছাড়া টাকা হাতে পাবে ৷ এমনকি আর্থিক ক্ষমতাও কিছু কিছু কর্পোরেট হাতে চলে যাবে ৷ তবে, শুধুই রঘুরাম রাজন ও বিরল আচার্য নন, যে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে এই প্রস্তাব অভ্য়ন্তরীণ কার্যনির্বাহী দল রেখেছিল, সেই বিশেষজ্ঞরাও এর বিরোধিতা করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.