দিল্লি, 16 জুন : দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আজ ও কাল হবে এই বৈঠক ৷ প্রথম দিনের বৈঠকে দেশের 21 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷ বুধবার দেশের বাকি 15টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ৷
আজ বিকেল 3টায় শুরু হবে বৈঠক । প্রথম দিনের এই বৈঠকে অপেক্ষাকৃত কম কোরোনা আক্রান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যেমন, পঞ্জাব, কেরালা, অসমসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷ অন্যদিকে আগামীকালের বৈঠকে দেশের অপেক্ষাকৃত বেশি কোরোনা আক্রান্ত রাজ্য গুলি যেমন, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা থাকবেন ৷ কালও বিকেল 3টায় শুরু হবে বৈঠক ।
-
PM @narendramodi will interact with state Chief Ministers on the 16th and 17th. pic.twitter.com/RWGeanxgHd
— PMO India (@PMOIndia) June 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM @narendramodi will interact with state Chief Ministers on the 16th and 17th. pic.twitter.com/RWGeanxgHd
— PMO India (@PMOIndia) June 12, 2020PM @narendramodi will interact with state Chief Ministers on the 16th and 17th. pic.twitter.com/RWGeanxgHd
— PMO India (@PMOIndia) June 12, 2020
দেশে কোরোনা আবহে এটি মুখ্যমন্ত্রীদের সঙ্গে ষষ্ঠ ও সপ্তম বৈঠক হতে চলেছে প্রধানমন্ত্রীর ৷ সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছেন 11,502 জন ৷ এখনও পর্যন্ত দেশের মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 3.32 লাখ ৷ পর পর তিনদিন দেশে একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা 11 হাজারের গণ্ডি ছাড়াল ৷ দেশে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 9,520 ৷
কেন্দ্রীয় সরকারের তরফে লকডাউন শিথিল করার পর থেকেই কোরোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে ৷ গত সপ্তাহেই দেশের, শপিং মল, রেস্তরাঁ ও ধর্মীয় স্থানগুলি খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে ৷ এছাড়া গণপরিবহনও ফের চালু করা হয়েছে ৷
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রীদের কাছে বড় চ্যালেঞ্জ দেশে ক্রমাগত বাড়তে থাকা কোরোনা ভাইরাসের সংক্রমণের গতি হ্রাস করা ৷ একই সঙ্গে অর্থনিতিকেও চাঙ্গা করতে হবে দেশের প্রশাসকদের ৷ শনিবারই কয়েকজন সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রী ও আমলাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ৷
কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন ৷ দিল্লির কোরোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বৈঠকে পরিকল্পনা হয় ৷ যদিও দিল্লিতে ফের লকডাউনের প্রসঙ্গ উড়িয়ে দেন কেজরিওয়াল ৷ বুধবার ফের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন কেজরিওয়াল ৷ একইসঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ বর্তমানে বিশ্বে কোরোনা আক্রান্তের হিসেবে ভারতে আছে চতুর্থ স্থানে ৷ প্রথম স্থানে আছে অ্যামেরিকা ৷