ETV Bharat / bharat

অন্যতম সেরা সন্তানকে হারাল দেশ : রাষ্ট্রপতি - Ramnath Kovind

10 অগাস্ট থেকে অসুস্থ ছিলেন প্রণববাবু । মাথায় চোট নিয়ে ভরতি ছিলেন দিল্লির সেনা হাসপাতালে ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 31, 2020, 6:24 PM IST

Updated : Aug 31, 2020, 7:31 PM IST

দিল্লি, 31 অগাস্ট : প্রয়াত প্রণব মুখোপাধ্যায় । প্রাক্তনের মৃত্যুতে শোকস্তব্ধ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তাঁর মৃত্যু এক যুগের অবসান । রাষ্ট্রপতি টুইটারে লেখেন, দেশ আজ অন্যতম সেরা সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ। তাঁর পরিবার-বন্ধুবান্ধব ও দেশবাসীকে সমবেদনা জানাই।

দিনকয়েক আগে বাথরুমে পড়ে যান । তখনই মাথায় আঘাত লাগে প্রণববাবুর । 10 অগাস্ট তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল । একইসঙ্গে কোভিড আক্রান্তও ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ।

সংকটজনক অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । অস্ত্রোপচার সফল হয় । কিন্তু বিপদ কাটেনি । অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে । 11 অগাস্ট তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় । চিকিৎসকরা জানান, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক । এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় । নিয়মিত রক্ততরলের ওষুধ খেতেন প্রণববাবু, সেই কারণেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলে মত ছিল চিকিৎসকদের । একসময় চিকিৎসায় সাড়া দেওয়াও বন্ধ করেন তিনি ।

  • Sad to hear that former President Shri Pranab Mukherjee is no more. His demise is passing of an era. A colossus in public life, he served Mother India with the spirit of a sage. The nation mourns losing one of its worthiest sons. Condolences to his family, friends & all citizens.

    — President of India (@rashtrapatibhvn) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরে সাময়িক অবস্থার উন্নতি হলেও আজ সকাল থেকে ফের শারীরিক অবস্থার অবনতি হয় ।

দিল্লি, 31 অগাস্ট : প্রয়াত প্রণব মুখোপাধ্যায় । প্রাক্তনের মৃত্যুতে শোকস্তব্ধ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তাঁর মৃত্যু এক যুগের অবসান । রাষ্ট্রপতি টুইটারে লেখেন, দেশ আজ অন্যতম সেরা সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ। তাঁর পরিবার-বন্ধুবান্ধব ও দেশবাসীকে সমবেদনা জানাই।

দিনকয়েক আগে বাথরুমে পড়ে যান । তখনই মাথায় আঘাত লাগে প্রণববাবুর । 10 অগাস্ট তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল । একইসঙ্গে কোভিড আক্রান্তও ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ।

সংকটজনক অবস্থায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা । অস্ত্রোপচার সফল হয় । কিন্তু বিপদ কাটেনি । অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে । 11 অগাস্ট তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় । চিকিৎসকরা জানান, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক । এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় । নিয়মিত রক্ততরলের ওষুধ খেতেন প্রণববাবু, সেই কারণেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলে মত ছিল চিকিৎসকদের । একসময় চিকিৎসায় সাড়া দেওয়াও বন্ধ করেন তিনি ।

  • Sad to hear that former President Shri Pranab Mukherjee is no more. His demise is passing of an era. A colossus in public life, he served Mother India with the spirit of a sage. The nation mourns losing one of its worthiest sons. Condolences to his family, friends & all citizens.

    — President of India (@rashtrapatibhvn) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরে সাময়িক অবস্থার উন্নতি হলেও আজ সকাল থেকে ফের শারীরিক অবস্থার অবনতি হয় ।

Last Updated : Aug 31, 2020, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.