ETV Bharat / bharat

কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ নীতির প্রকৃত উদ্দেশ্য - চিনের বিরুদ্ধে যুদ্ধ

2016 সালে নোটবাতিল করার পর সরকার এখন দেশের অর্থনীতিতে নগদ প্রবাহ বাড়াতে চাইছে । এর জেরে 40টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ করার প্রস্তাব দিয়েছে সরকার । এর আগে রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেডের বিলগ্নিকরণের পথে হেঁটেছে সরকার ।

অর্ডন্যান্স ফ্যাক্টরি
author img

By

Published : Sep 5, 2019, 10:04 PM IST

1947, 1965, 1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে এবং 1962 সালে চিনের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় সেনাকে সাহায্য করেছিল অর্ডন্যান্স ফ্যাক্টরি । সেই অর্ডন্যান্স ফ্যাক্টরির বিলগ্নিকরণের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার । এরপর আশঙ্কা জেগেছে দেশের সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার দিকে এগোচ্ছে কেন্দ্র । অনেকের বক্তব্য, এ ধরনের পদক্ষেপ জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার পক্ষে বিপজ্জনক ।

অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড গঠন হয় 1775 সালে । অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধীনে দেশে 60 হাজার একর জমি রয়েছে । সারা দেশে এই প্রতিষ্ঠানে রয়েছে 41টি ফ্যাক্টরি, 9টি ট্রেনিং ইনস্টিটিউট, প্রায় 1 লাখ 60 হাজার অফিসার ও কর্মী । এই প্রতিষ্ঠান তৈরি করে নানা ধরনের অস্ত্র ও সরঞ্জাম, যা ব্যবহার করে আমাদের সেনারা দেশের সীমান্ত সুরক্ষিত রাখেন ।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার দেশের অর্থনীতি বৃদ্ধির জন্য কয়েকটি সংশোধন প্রস্তাব করেছিলেন । যার মধ্যে রয়েছে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ । নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দ্বিতীয় NDA সরকার সেই প্রস্তাব মতোই কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের পথে হাঁটছে । সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে অন্যতম অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড । তা ছাড়া বিলগ্নিকরণ করা হবে এয়ার ইন্ডিয়ার মতো সংস্থারও ।

তবে বিলগ্নিকরণ কি সব সমস্যার সমাধান করবে ? CAG রিপোর্ট অনুযায়ী কারগিল যুদ্ধের সময় অপারেশন বিজয়ের জন্য ভারত সরকার বেসরকারি সংস্থাদের 2150 কোটি টাকার অস্ত্রের অর্ডার দিয়েছিল । তবে 1762.21 কোটি টাকার মূল্যের অস্ত্র অপারেশন বিজয় শেষ হওয়ার 6 মাস পর হাতে পায় সরকার । তা ছাড়া হাতে পাওয়া অস্ত্রের মধ্যে 260.55 কোটি টাকার অস্ত্র নিম্নমানের ছিল ।

2016 সালে নোটবাতিল করার পর সরকার এখন দেশের অর্থনীতিতে নগদ প্রবাহ বাড়াতে চাইছে । এর জেরে 40টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ করার প্রস্তাব দিয়েছে সরকার । এর আগে রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেডের বিলগ্নিকরণের পথে হেঁটেছে সরকার । তবে 4200 কোটি টাকার IPO-তে তেমন সাড়া পায়নি সরকার ।

একই ভাবে বিলগ্নিকরণের লক্ষ্য পূরণ করতে দেশের সব থেকে বড় বিমা সংস্থাকে 2014-18 আর্থিক বছরগুলিতে 48 হাজার কোটি টাকা দিয়ে দেশের বেশ কয়েকটি অলাভজনক সংস্থাকে কিনতে বাধ্য করেছিল সরকার । তবে এর প্রভাব সংস্থার উপর খুব খারাপ ছিল ।

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদি গুজরাত স্টেট পেট্রোলিয়াম কর্পোরেশন গঠন করেন । 20 হাজার কোটি টাকার ঋণ নিয়ে গঠন করা হয়েছিল সেই সংস্থা । পরবর্তীতে কেন্দ্রের অধীনে থাকা ONGC সেই সংস্থাকে 8 হাজার কোটি টাকার বিনিময়ে কিনতে বাধ্য হয় ।

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা ও 35A প্রতিবেদন প্রত্যাহারের পিছনে আসলে সরকারের অন্য উদ্দেশ্য রয়েছে । এই পদক্ষেপের জেরে সেই রাজ্যে বেসরকারি সংস্থাগুলির 2.2 কোটি হেক্টর জমি কিনতে আর বাধা থাকল না । আর এই কারণেই সরকার একটি রাজ্যের স্বায়ত্বশাসন কেড়ে নেয় ।

উক্ত লেখাটি সোশালিস্ট পার্টির সহ সভাপতি সন্দীপ পান্ডের । মতামত লেখকের ব্যক্তিগত । উল্লিখিত মতামত ETV ভারতের নয় ।

1947, 1965, 1999 সালে পাকিস্তানের বিরুদ্ধে এবং 1962 সালে চিনের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় সেনাকে সাহায্য করেছিল অর্ডন্যান্স ফ্যাক্টরি । সেই অর্ডন্যান্স ফ্যাক্টরির বিলগ্নিকরণের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার । এরপর আশঙ্কা জেগেছে দেশের সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার দিকে এগোচ্ছে কেন্দ্র । অনেকের বক্তব্য, এ ধরনের পদক্ষেপ জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার পক্ষে বিপজ্জনক ।

অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড গঠন হয় 1775 সালে । অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অধীনে দেশে 60 হাজার একর জমি রয়েছে । সারা দেশে এই প্রতিষ্ঠানে রয়েছে 41টি ফ্যাক্টরি, 9টি ট্রেনিং ইনস্টিটিউট, প্রায় 1 লাখ 60 হাজার অফিসার ও কর্মী । এই প্রতিষ্ঠান তৈরি করে নানা ধরনের অস্ত্র ও সরঞ্জাম, যা ব্যবহার করে আমাদের সেনারা দেশের সীমান্ত সুরক্ষিত রাখেন ।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার দেশের অর্থনীতি বৃদ্ধির জন্য কয়েকটি সংশোধন প্রস্তাব করেছিলেন । যার মধ্যে রয়েছে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ । নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দ্বিতীয় NDA সরকার সেই প্রস্তাব মতোই কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের পথে হাঁটছে । সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে অন্যতম অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড । তা ছাড়া বিলগ্নিকরণ করা হবে এয়ার ইন্ডিয়ার মতো সংস্থারও ।

তবে বিলগ্নিকরণ কি সব সমস্যার সমাধান করবে ? CAG রিপোর্ট অনুযায়ী কারগিল যুদ্ধের সময় অপারেশন বিজয়ের জন্য ভারত সরকার বেসরকারি সংস্থাদের 2150 কোটি টাকার অস্ত্রের অর্ডার দিয়েছিল । তবে 1762.21 কোটি টাকার মূল্যের অস্ত্র অপারেশন বিজয় শেষ হওয়ার 6 মাস পর হাতে পায় সরকার । তা ছাড়া হাতে পাওয়া অস্ত্রের মধ্যে 260.55 কোটি টাকার অস্ত্র নিম্নমানের ছিল ।

2016 সালে নোটবাতিল করার পর সরকার এখন দেশের অর্থনীতিতে নগদ প্রবাহ বাড়াতে চাইছে । এর জেরে 40টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ করার প্রস্তাব দিয়েছে সরকার । এর আগে রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেডের বিলগ্নিকরণের পথে হেঁটেছে সরকার । তবে 4200 কোটি টাকার IPO-তে তেমন সাড়া পায়নি সরকার ।

একই ভাবে বিলগ্নিকরণের লক্ষ্য পূরণ করতে দেশের সব থেকে বড় বিমা সংস্থাকে 2014-18 আর্থিক বছরগুলিতে 48 হাজার কোটি টাকা দিয়ে দেশের বেশ কয়েকটি অলাভজনক সংস্থাকে কিনতে বাধ্য করেছিল সরকার । তবে এর প্রভাব সংস্থার উপর খুব খারাপ ছিল ।

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদি গুজরাত স্টেট পেট্রোলিয়াম কর্পোরেশন গঠন করেন । 20 হাজার কোটি টাকার ঋণ নিয়ে গঠন করা হয়েছিল সেই সংস্থা । পরবর্তীতে কেন্দ্রের অধীনে থাকা ONGC সেই সংস্থাকে 8 হাজার কোটি টাকার বিনিময়ে কিনতে বাধ্য হয় ।

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা ও 35A প্রতিবেদন প্রত্যাহারের পিছনে আসলে সরকারের অন্য উদ্দেশ্য রয়েছে । এই পদক্ষেপের জেরে সেই রাজ্যে বেসরকারি সংস্থাগুলির 2.2 কোটি হেক্টর জমি কিনতে আর বাধা থাকল না । আর এই কারণেই সরকার একটি রাজ্যের স্বায়ত্বশাসন কেড়ে নেয় ।

উক্ত লেখাটি সোশালিস্ট পার্টির সহ সভাপতি সন্দীপ পান্ডের । মতামত লেখকের ব্যক্তিগত । উল্লিখিত মতামত ETV ভারতের নয় ।

Vladivostok (Russia), Sep 05 (ANI): While addressing the Plenary Session of 5th Eastern Economic Forum in Russia's Vladivostok on September 05, Prime Minister Narendra Modi said, "To avoid any side effect arising due to recent problems in Iran, we have done arrangements for security of our oil tankers (passing through Strait of Hormuz)." "We have no aim to interfere in internal matters of a country," PM Modi added.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.