ETV Bharat / bharat

কোরোনা : পিছিয়ে গেল ICSE ও ISC বোর্ডের পরীক্ষা - NTA

ছবি
ছবি
author img

By

Published : Mar 19, 2020, 12:17 PM IST

Updated : Mar 19, 2020, 1:06 PM IST

12:13 March 19

আগামী 31 মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ কোরোনা আতঙ্কের জেরে পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল ৷ 31 মার্চের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ জানাল ICSE কর্তৃপক্ষ ৷ পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ISC বোর্ডও ৷

দিল্লি, 19 মার্চ : দেশজুড়ে বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ এখনও পর্যন্ত দেশে 166 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণের হদিস পাওয়া গেছে ৷ কোরোনার সংক্রমণের হাত থেকে বাঁচতে এই বছরের ICSE ও ISC বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ৷

আগামী 31 মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশনের মুখ্যসচিব গ্যারি অ্যারাথন এই সিদ্ধান্তের কথা জানান ৷

গতকাল বোর্ডের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত  ICSE বোর্ডের যে যে পরীক্ষাসূচি রয়েছে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড ৷ সম্প্রতি দেশজুড়ে বাড়তে থাকা কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখার আবেদন করা হয়েছিল ৷

20 মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ICSE র দশম শ্রেণির পরীক্ষা ৷ পূর্বঘোষিত সূচি অনুযায়ী দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 30 মার্চ থেকে ৷ পরিবর্তিত পরীক্ষাসূচি জানানো হবে 31 মার্চের পরে ৷

ICSE তরফে জানানো হয়েছে, বোর্ডের পরীক্ষার সমস্ত কাজও আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ৷ এর আগে বোর্ডের তরফে জানানো হয়েছিল, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে স্যানিটাইজ়ার ও মাস্ক নিয়ে যেতে পারবে ৷ কিন্তু, পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড ৷

পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দফার পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রথম দফার পরীক্ষা পিছিয়ে গেলে দ্বিতীয় দফার পরীক্ষার দিনও পিছিয়ে দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে ৷

12:13 March 19

আগামী 31 মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ কোরোনা আতঙ্কের জেরে পরীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল ৷ 31 মার্চের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ জানাল ICSE কর্তৃপক্ষ ৷ পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ISC বোর্ডও ৷

দিল্লি, 19 মার্চ : দেশজুড়ে বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ এখনও পর্যন্ত দেশে 166 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণের হদিস পাওয়া গেছে ৷ কোরোনার সংক্রমণের হাত থেকে বাঁচতে এই বছরের ICSE ও ISC বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল ৷

আগামী 31 মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হল ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশনের মুখ্যসচিব গ্যারি অ্যারাথন এই সিদ্ধান্তের কথা জানান ৷

গতকাল বোর্ডের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, 19 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত  ICSE বোর্ডের যে যে পরীক্ষাসূচি রয়েছে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড ৷ সম্প্রতি দেশজুড়ে বাড়তে থাকা কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখার আবেদন করা হয়েছিল ৷

20 মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ICSE র দশম শ্রেণির পরীক্ষা ৷ পূর্বঘোষিত সূচি অনুযায়ী দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 30 মার্চ থেকে ৷ পরিবর্তিত পরীক্ষাসূচি জানানো হবে 31 মার্চের পরে ৷

ICSE তরফে জানানো হয়েছে, বোর্ডের পরীক্ষার সমস্ত কাজও আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ৷ এর আগে বোর্ডের তরফে জানানো হয়েছিল, পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে স্যানিটাইজ়ার ও মাস্ক নিয়ে যেতে পারবে ৷ কিন্তু, পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড ৷

পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জয়েন্ট এন্ট্রান্সের প্রথম দফার পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রথম দফার পরীক্ষা পিছিয়ে গেলে দ্বিতীয় দফার পরীক্ষার দিনও পিছিয়ে দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে ৷

Last Updated : Mar 19, 2020, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.