ETV Bharat / bharat

রাম মন্দিরের জন্য অযোধ্যায় পাঠানো হল স্বর্ণরেখা ও খারকাই নদীর মিলনস্থলের জল - জামশেদপুর

বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে , 25 জুলাই পর্যন্ত পবিত্র জল ও মাটি সংগ্রহ করা হয়েছে । 26 জুলাই রাঁচি থেকে অযোধ্যায় এই জল ও মাটি পাঠানো হয়েছে ।

Jamshedpur
অযোধ্যায় পাঠানো হল স্বর্ণরেখা ও খারকাই নদীর মিলনস্থলের জল
author img

By

Published : Jul 31, 2020, 8:27 PM IST

জামশেদপুর , 31 জুলাই : রাম মন্দির তৈরি হতে চলেছে অযোধ্যায় । তার ভূমি পুজোর জন্য বিভিন্ন জায়গার নদীর জল ও তীর্থস্থানের পবিত্র মাটি আনানো হচ্ছে । ইতিমধ্যেই বিভিন্ন জায়গার মাটি ও জল অযোধ্যায় পাঠানো হয়েছে । এবার জামশেদপুর । এই রাজ্যের বিভিন্ন তীর্থ স্থানগুলি থেকে পবিত্র মাটি পাঠানো হয়েছে অযোধ্যায় । পাশাপাশি স্বর্ণরেখা এবং খারকাই নদীর সঙ্গমস্থলের জল ভূমি পুজোর জন্য ব্যবহার করা হবে ।

পূর্ব সিংভূম থেকে পাঁচ লিটার পবিত্র জলে ভরা একটি কলসি এবং মাটি অযোধ্যায় পাঠানো হয়েছে । বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দলের তরফে স্বর্ণরেখা এবং খারকাই এই দুই নদীর সঙ্গমস্থল থেকে এই পবিত্র জল সংগ্রহ করা হয়েছে । এর আগে , দুই ধর্মীয় গুরু শঙ্ক বাজিয়ে , মন্ত্র পাঠের মাধ্যমে আচার-অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন । তারপর রাজ্যের ওই দুই নদীর মিলনস্থলের পবিত্র জল সংগ্রহ করা হয় ।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা আহ্বায়ক অবতার সিং জানান যে , 25 জুলাই পর্যন্ত পবিত্র জল ও মাটি সংগ্রহ করা হয়েছে । এরপর 26 জুলাই রাঁচি থেকে অযোধ্যায় এই জল ও মাটি পাঠানো হয়েছে ।

উল্লেখ্য , রামমন্দির নির্মাণের আগে 5 অগাস্ট ভূমি পুজোর আয়োজন করা হয়েছে । এই অনু্ষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন । রুপোর ইট দিয়ে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ।

জামশেদপুর , 31 জুলাই : রাম মন্দির তৈরি হতে চলেছে অযোধ্যায় । তার ভূমি পুজোর জন্য বিভিন্ন জায়গার নদীর জল ও তীর্থস্থানের পবিত্র মাটি আনানো হচ্ছে । ইতিমধ্যেই বিভিন্ন জায়গার মাটি ও জল অযোধ্যায় পাঠানো হয়েছে । এবার জামশেদপুর । এই রাজ্যের বিভিন্ন তীর্থ স্থানগুলি থেকে পবিত্র মাটি পাঠানো হয়েছে অযোধ্যায় । পাশাপাশি স্বর্ণরেখা এবং খারকাই নদীর সঙ্গমস্থলের জল ভূমি পুজোর জন্য ব্যবহার করা হবে ।

পূর্ব সিংভূম থেকে পাঁচ লিটার পবিত্র জলে ভরা একটি কলসি এবং মাটি অযোধ্যায় পাঠানো হয়েছে । বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দলের তরফে স্বর্ণরেখা এবং খারকাই এই দুই নদীর সঙ্গমস্থল থেকে এই পবিত্র জল সংগ্রহ করা হয়েছে । এর আগে , দুই ধর্মীয় গুরু শঙ্ক বাজিয়ে , মন্ত্র পাঠের মাধ্যমে আচার-অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন । তারপর রাজ্যের ওই দুই নদীর মিলনস্থলের পবিত্র জল সংগ্রহ করা হয় ।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা আহ্বায়ক অবতার সিং জানান যে , 25 জুলাই পর্যন্ত পবিত্র জল ও মাটি সংগ্রহ করা হয়েছে । এরপর 26 জুলাই রাঁচি থেকে অযোধ্যায় এই জল ও মাটি পাঠানো হয়েছে ।

উল্লেখ্য , রামমন্দির নির্মাণের আগে 5 অগাস্ট ভূমি পুজোর আয়োজন করা হয়েছে । এই অনু্ষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন । রুপোর ইট দিয়ে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.