ETV Bharat / bharat

সংকটজনক অবস্থাতেই রয়েছেন প্রণব মুখোপাধ্যায়, জানাল সেনা হাসপাতাল - আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতাল

10 অগাস্ট থেকে অসুস্থ রয়েছেন প্রণববাবু । হাসপাতালে ভরতি করার পর জানা যায়, তিনি কোরোনাতেও আক্রান্ত । আপাতত রয়েছেন কোমায় । তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে ।

Pranab Mukherjee
প্রণব মুখোপাধ্যায়(ফাইল ফোটো )
author img

By

Published : Aug 17, 2020, 12:35 PM IST

দিল্লি, 17 অগাস্ট : শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের । তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা । জানাল সেনা হাসপাতাল কর্তৃপক্ষ । আজও তাঁর শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীলই রয়েছে ।

কয়েকদিন ধরেই সংকটজনক অবস্থায় রয়েছেন প্রণববাবু । আজ সকালে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনকই রয়েছে । তবে শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে । তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে ।

10 অগাস্ট বাথরুমে পড়ে যান প্রণববাবু । মাথায় আঘাত লাগে । তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত । সংকটজনক অবস্থায় মাথায় অস্ত্রোপচার হয় । মস্তিষ্কে জমাট বেঁধে যাওয়া রক্ত অস্ত্রোপচার করে বের করা হয় । কিন্তু সংকট কাটেনি ।

পরে হাসপাতালের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায় । মাথায় রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না । অস্ত্রপচারের পর ভেন্টিলেটশনে রাখা হয় তাঁকে । সেই থেকে শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি । দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়, তিনি গভীর কোমায় রয়েছেন ।

দিল্লি, 17 অগাস্ট : শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের । তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা । জানাল সেনা হাসপাতাল কর্তৃপক্ষ । আজও তাঁর শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীলই রয়েছে ।

কয়েকদিন ধরেই সংকটজনক অবস্থায় রয়েছেন প্রণববাবু । আজ সকালে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনকই রয়েছে । তবে শরীরের গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে । তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেটর সাপোর্টে ।

10 অগাস্ট বাথরুমে পড়ে যান প্রণববাবু । মাথায় আঘাত লাগে । তাঁকে আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত । সংকটজনক অবস্থায় মাথায় অস্ত্রোপচার হয় । মস্তিষ্কে জমাট বেঁধে যাওয়া রক্ত অস্ত্রোপচার করে বের করা হয় । কিন্তু সংকট কাটেনি ।

পরে হাসপাতালের তরফে জানানো হয়, সংকটজনক অবস্থায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায় । মাথায় রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না । অস্ত্রপচারের পর ভেন্টিলেটশনে রাখা হয় তাঁকে । সেই থেকে শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি । দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়, তিনি গভীর কোমায় রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.