ETV Bharat / bharat

দভিন্দরের বাড়িতেই আশ্রয় নিয়েছিল জঙ্গিরা - Terrorist took shelte

দুই জঙ্গির সঙ্গে কাশ্মীরের কুলগামে রবিবার আটক করা হয় পুলিশ আধিকারিক দভিন্দার সিংকে । জঙ্গিদের সঙ্গে গাড়িতে তাঁকে দেখে হকচকিয়ে যান পুলিশ আধিকারিকরা । শুরু হয় জিজ্ঞাসাবাদ । বেরোয় একাধিক তথ্য ।

Davinder
দভিন্দর
author img

By

Published : Jan 14, 2020, 3:17 PM IST

শ্রীনগর, 14 জানুয়ারি : গাড়িতে জম্মু রওনা দেওয়ার আগে হিজবুল জঙ্গিরা দভিন্দরের বাড়িতেই ছিল । জেরায় একথা স্বীকার করেছে দভিন্দর । জানালেন জম্মু-কাশ্মীর পুলিশ ইন্সপেক্টর জেনেরাল (IG) বিজয় কুমার । এছাড়াও জঙ্গিদের থেকে 12 লাখ টাকা নিয়েছে বলে পুলিশকে জানিয়েছে দভিন্দর । জঙ্গি যোগের অভিযোগে গতকালই তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে ।

রবিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিসহ আটক করা হয় পুলিশ আধিকারিক দভিন্দর সিংকে । শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি । জম্মু- শ্রীনগর জাতীয় সড়কের ওয়ানপো এলাকার একটি চেক পোস্টে তাদের গাড়ি আটকানো হয় । গাড়িটি সোপিয়ান থেকে জম্মুর দিকে যাচ্ছিল । পুলিশ সূত্রে খবর, ওই হিজবুল মুজাহিদিন জঙ্গিদের পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল । তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । সেখান থেকেই এই তথ্য উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

দভিন্দরসহ তিনজনকে আটক করার পর পুলিশের তরফে একটি সাংবাদিক বৈঠক ডেকে পুরো বিষয়টি জানানো হয় । তাঁরা জানান, দভিন্দর একাধিক জঙ্গিদমন অভিযানে যুক্ত ছিল । তারপর রবিবার এই ঘটনা । এটা একটা জঘন্যতম অপরাধ । দভিন্দরকে জঙ্গি হিসেবেই দেখা হবে । ঘটনাটি সংবেদনশীল হওয়ায় তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে তাই IB, RAW, CID-র মতো সকল গোয়েন্দা বিভাগকে কাজে লাগানো হচ্ছে ।

দভিন্দরের বিষয়টি সামনে আসার পর কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি । একটি টুইটে তিনি লেখেন, দভিন্দরের পদবি সিং না হয়ে খান হলে RSS এখনই গর্জে উঠত । পুলওয়ামা ঘটনার পিছনে কারা, নতুন করে তদন্ত করা হোক । আর এই টুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

শ্রীনগর, 14 জানুয়ারি : গাড়িতে জম্মু রওনা দেওয়ার আগে হিজবুল জঙ্গিরা দভিন্দরের বাড়িতেই ছিল । জেরায় একথা স্বীকার করেছে দভিন্দর । জানালেন জম্মু-কাশ্মীর পুলিশ ইন্সপেক্টর জেনেরাল (IG) বিজয় কুমার । এছাড়াও জঙ্গিদের থেকে 12 লাখ টাকা নিয়েছে বলে পুলিশকে জানিয়েছে দভিন্দর । জঙ্গি যোগের অভিযোগে গতকালই তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে ।

রবিবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিসহ আটক করা হয় পুলিশ আধিকারিক দভিন্দর সিংকে । শ্রীনগরের আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি । জম্মু- শ্রীনগর জাতীয় সড়কের ওয়ানপো এলাকার একটি চেক পোস্টে তাদের গাড়ি আটকানো হয় । গাড়িটি সোপিয়ান থেকে জম্মুর দিকে যাচ্ছিল । পুলিশ সূত্রে খবর, ওই হিজবুল মুজাহিদিন জঙ্গিদের পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল । তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । সেখান থেকেই এই তথ্য উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

দভিন্দরসহ তিনজনকে আটক করার পর পুলিশের তরফে একটি সাংবাদিক বৈঠক ডেকে পুরো বিষয়টি জানানো হয় । তাঁরা জানান, দভিন্দর একাধিক জঙ্গিদমন অভিযানে যুক্ত ছিল । তারপর রবিবার এই ঘটনা । এটা একটা জঘন্যতম অপরাধ । দভিন্দরকে জঙ্গি হিসেবেই দেখা হবে । ঘটনাটি সংবেদনশীল হওয়ায় তদন্তে যাতে কোনও ফাঁক না থাকে তাই IB, RAW, CID-র মতো সকল গোয়েন্দা বিভাগকে কাজে লাগানো হচ্ছে ।

দভিন্দরের বিষয়টি সামনে আসার পর কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি । একটি টুইটে তিনি লেখেন, দভিন্দরের পদবি সিং না হয়ে খান হলে RSS এখনই গর্জে উঠত । পুলওয়ামা ঘটনার পিছনে কারা, নতুন করে তদন্ত করা হোক । আর এই টুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক ।

New Delhi, Jan 14 (ANI): Navy Chief Admiral Karambir Singh addressed the gathering on 4th Armed Forces Veterans' Day in the national capital on Jan 14. Navy Chief Admiral Singh raised his concern about myths and incorrect perceptions about the services which are sometimes put out on the social media. "This is the information age and while a lot of good information is shared, a lot of myths and incorrect perceptions about the services are sometimes put out on the social media. My request to all of you is to please use the respect that you have in society, and if there is some misconception or myth being spread please make sure that you give positive image of the services on the media," said Navy Chief.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.