ETV Bharat / bharat

অমরনাথ যাত্রায় হামলার পরিকল্পনা রয়েছে জঙ্গিদের : সেনা - Terrorists to target Amarnath Yatra

পাকিস্তানি সন্ত্রাসবাদীরা অমরনাথ যাত্রায় হামলা চালাতে পারে ৷ সেই পরিকল্পনা ভেস্তে দিতে ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছে ।

Terrorists planning to target Amarnath Yatra: Army
Terrorists planning to target Amarnath Yatra: Army
author img

By

Published : Jul 17, 2020, 10:59 PM IST

শ্রীনগর, 17 জুলাই : অমরনাথ যাত্রায় হামলা চালানোর পরিকল্পনা রয়েছে সন্ত্রাসবাদীদের ৷ তবে, বার্ষিক তীর্থযাত্রা শান্তিপূর্ণভাবে হতে পারে তা নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছে ।

9 রাষ্ট্রীয় রাইফেলস বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার ভি এস ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্ত্রাসবাদীরা 44 নম্বর জাতীয় সড়ককে টার্গেট করেছে ।

তিনি বলেন, সন্ত্রাসবাদীরা তীর্থযাত্রীদের যাত্রা বিঘ্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে । তবে নির্বিঘ্নে যাতে তীর্থযাত্রীরা যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে ।

শুক্রবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সংঘর্ষ হয় । ওয়ালিদ নামে এক পাকিস্তানি সহ 3 সন্ত্রাসবাদী নিকেশ হয় । এটা বর্ডার সিকিউরিটি ফোর্সের বড় সাফল্য ছিল বলে জানান তিনি ।

তিনি আরও জানান, অমরনাথ যাত্রা শুরু হবে 21 জুলাই ৷ ঠিক চারদিন আগে জঙ্গি দমন অভিযানে সফল হয় নিরাপত্তাবাহিনী ৷ যাতে এক পাকিস্তানি সন্ত্রাসবাদীসহ 3 জন নিকেশ হয় ।

ব্রিগেডিয়ার বলেন, ভারতীয় সেনাবাহিনী যেকোনও মূল্যে অমরনাথ যাত্রাকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করবে ।

শ্রীনগর, 17 জুলাই : অমরনাথ যাত্রায় হামলা চালানোর পরিকল্পনা রয়েছে সন্ত্রাসবাদীদের ৷ তবে, বার্ষিক তীর্থযাত্রা শান্তিপূর্ণভাবে হতে পারে তা নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছে ।

9 রাষ্ট্রীয় রাইফেলস বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার ভি এস ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্ত্রাসবাদীরা 44 নম্বর জাতীয় সড়ককে টার্গেট করেছে ।

তিনি বলেন, সন্ত্রাসবাদীরা তীর্থযাত্রীদের যাত্রা বিঘ্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে । তবে নির্বিঘ্নে যাতে তীর্থযাত্রীরা যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে ।

শুক্রবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সংঘর্ষ হয় । ওয়ালিদ নামে এক পাকিস্তানি সহ 3 সন্ত্রাসবাদী নিকেশ হয় । এটা বর্ডার সিকিউরিটি ফোর্সের বড় সাফল্য ছিল বলে জানান তিনি ।

তিনি আরও জানান, অমরনাথ যাত্রা শুরু হবে 21 জুলাই ৷ ঠিক চারদিন আগে জঙ্গি দমন অভিযানে সফল হয় নিরাপত্তাবাহিনী ৷ যাতে এক পাকিস্তানি সন্ত্রাসবাদীসহ 3 জন নিকেশ হয় ।

ব্রিগেডিয়ার বলেন, ভারতীয় সেনাবাহিনী যেকোনও মূল্যে অমরনাথ যাত্রাকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.