ETV Bharat / bharat

নিয়ন্ত্রণরেখার কাছে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ 3 জঙ্গি

জম্মু ও কাশ্মীরের গন্ধরবল জেলার নারায়ণখোর পাথর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 3 জঙ্গি ।

author img

By

Published : Sep 28, 2019, 5:11 PM IST

নিয়ন্ত্রণরেখার কাছে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ 3 জঙ্গি

শ্রীনগর, 28 সেপ্টেম্বর : নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 3 জঙ্গি । জম্মু ও কাশ্মীরের গন্ধরবল জেলার নারায়ণখোর পাথর এলাকার ঘটনা । গন্ধরবলের ওই এলাকাটি নিয়ন্ত্রণরেখার কাছে হওয়ায় সেখান দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা । নিহতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র । এলাকায় আরও জঙ্গি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । তল্লাশি চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ।

গোপন সূত্রে অনুপ্রবেশকারীদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে নারায়ণখোর পাথর এলাকায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায় । এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তরক্ষীরা । সেই সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে । পালটা জবাব দেয় জওয়ানরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে 3 জঙ্গি খতম হয় ৷

এদিকে আজ কাশ্মীরের নওয়ালাকদল এলাকায় CRPF-এর 49 নম্বর ব্যট্যালিয়নের উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা । তবে সেই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ।

শ্রীনগর, 28 সেপ্টেম্বর : নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ 3 জঙ্গি । জম্মু ও কাশ্মীরের গন্ধরবল জেলার নারায়ণখোর পাথর এলাকার ঘটনা । গন্ধরবলের ওই এলাকাটি নিয়ন্ত্রণরেখার কাছে হওয়ায় সেখান দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা । নিহতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র । এলাকায় আরও জঙ্গি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । তল্লাশি চালাচ্ছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ।

গোপন সূত্রে অনুপ্রবেশকারীদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে নারায়ণখোর পাথর এলাকায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায় । এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তরক্ষীরা । সেই সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে । পালটা জবাব দেয় জওয়ানরা ৷ দু'পক্ষের গুলির লড়াইয়ে 3 জঙ্গি খতম হয় ৷

এদিকে আজ কাশ্মীরের নওয়ালাকদল এলাকায় CRPF-এর 49 নম্বর ব্যট্যালিয়নের উপর গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা । তবে সেই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ।

Mumbai, Sep 28 (ANI): Union Defence Minister Rajnath Singh commissioned the second Kalvari-class submarine INS Khanderi on September 28 in Mumbai. Khanderi is built at state-run Mazgaon Dock Limited and underwent rigorous sea trials for over two and a half years. Later, Singh also toured INS Khanderi and was accompanied by Navy Chief Admiral Karambir Singh.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.