শ্রীনগর , 1 জুলাই : জম্মু-কাশ্মীরের সোপোরে CRPF-এর টহলদারি গাড়িতে হামলা চালাল জঙ্গিরা । ঘটনায় চার জওয়ান ও একজন সাধারণ নাগরিক জখম হন । পরে এক জওয়ান ও নাগরিকের মৃত্যু হয় । বাকি জখম দুই জওয়ানের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর । পাশাপাশি সংঘর্ষ চলাকালীন একটি তিন বছরের শিশুকে নিরাপদে উদ্ধার করেন জওয়ানরা ।
আজ সকালে CRPF-এর একটি দল সোপোর এলাকায় টহল দিচ্ছিল । সেইসময় তাদের উপর গুলি ছোড়ে জঙ্গিরা । জখম হন চার জওয়ান ও এক সাধারণ নাগরিক । ইতিমধ্যেই ওই এলাকা ঘিরে দেওয়া হয়েছে । ঘটনায় তল্লাশি অভিযান চলছে । জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে এমনই জানানো হয়েছে ।
অন্যদিকে , গতকাল মাঝরাত থেকে দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পরে পুলিশ ও নিরাপত্তাবাহিনী গুলি ছুড়তে শুরু করে । সূত্রের খবর , ইতিমধ্যে দু'জন জঙ্গিকে আটক করেছে পুলিশ । এখনও অভিযান চলছে । গত 24 ঘণ্টায় কাশ্মীরে এটা দ্বিতীয় গুলির লড়াই আর 48 ঘণ্টায় তৃতীয় ।
উল্লেখ্য , 26 জুন জম্মু-কাশ্মীরের অনন্তনাগের বিজবেহর এলাকায় 90 ব্যাটেলিয়ন CRPF-এর উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা । সূত্রের খবর , নিরাপত্তাবাহিনীর জওয়ানরা সেই সময় এলাকায় টহল দিচ্ছিলেন । জঙ্গিরা বাইকে এসে জওয়ানদের উদ্দেশে হঠাৎই গুলি চালাতে শুরু করেছিল । ঘটনায় আহত হয়ে এক জওয়ান ও 12 বছরের নাবালকের মৃত্যু হয় ।